৫ (পাঁচ) মিনিটের সুখের জন্য একটি নিঃপাপ জীবনকে হত্যা?

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৫৪:৫১ সকাল





পৃথিবী যখন অবৈধ ভালোবাসায় মগ্ন নবজাতকরা তখন কুকুরের মুখে ও ডাস্টবিনে।

এ-কেমন নিষ্ঠুর ভালোবাসা যে নিজের দেহাংষ নবজাতককে ডাস্টবিনে ফেলতে শিখায় !?

বাঁধানহারা এক অরণ্য পৃথিবীতে বসবাস করছি আমরা!

হায়রে মানবতা অার মনুষত্ব !?

তোমাকে ছাড়া কি মানুষ এতই নিকৃষ্ট !?

কি অার বলবো ভাষা হারিয়ে ফেলেছি।

মহাগ্রন্থ আলকুরে বলা হয়েছে মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজীব আশরাফুল মাখলুকাত, অার বর্তমানে সৃষ্টির সেরা এ-মানুষগুলোই আবার পশুর চেয়েও নিকৃষ্ট জীব।

মানবতা অার মনুষত্ব মানুষের থেকে বিদায় নিলে কি মানুষ এতই বিবেকহারা, বাধঁনহারা হয়ে যায় ?

কিছুদিন পূর্বেও ডাস্টবিনে কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসা করে অাল্লাহর রহমতে তাকে সুস্থ্য করে।

এতো এক-দুটি ঘটনা যা অামাদের দৃষ্টি সীমানায় আসছে কিন্তু প্রতিনিয়ত শত শত নবজাকতকে হত্যা করছে প্রেমিক-প্রেমিকা নামের নরকের কীট হায়নাগুলো।

আবাবিক হোটেল থেকে শুরু করে অত্যাধুনিক, পার্ক, লেক এবং ককি মফস্বল পর্যন্ত এখনতো মাঝে মাঝে মানুষের চলাচলের পথ রাস্তার পাশেও নজরে পরে নরকের কীট হায়নাগুলোকে। অাগে শুনতাম পশ্চিমা ইহুদি খ্রিষ্টান দেশগুলোতে ফ্রি সেক্স বা উন্মুক্ত যৌন লালসার ঘটনা ঘটে, কিন্তু বর্তমানে কালের পরিক্রমায় এখন অার সেসব পশ্চিমা দেশে যেতে হবে না অামাদের সোনার বাংলাদেশেও অহরহ হচ্ছে এমন অনেক ঘটনা।

হবে না কেন ?

বর্তমানে বাংলাদেশে সাহিত্য চর্চার নামে চলছে পশ্চিমা সংস্কৃতি, নাস্তিকতা ও প্রেম নামক অবৈধ যৌন চর্চা। স্কুল কলেজে চলচে সচেতনতার নামে যৌন জাগরণ মুলক প্রচারনা।

বড় বড় নামকরা সাহিত্যিকদের বই খুললেই চোখে যৌন লালসার বাস্তবচিত্র, যা কিনা আবার বিজ্ঞান মনস্ক মুক্তচিন্তা। এসব না লিখলে যেন তাদের সাহিত্য চর্চাই অসম্পূর্ণ রয়েযায়।

এতো হল লেখা-লেখির অঙ্গনে উন্মুক্ত যৌনতার ও নাস্তিকতার চর্চা।

এছাড়াও বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়ায়গুলোতেও বিভেককে চৌকাণ্যের নামে উন্মুক্ত যৌনতা ও নাস্তিকতার পন্থা শিখানো হচ্ছে। এফএম রেডিও তার অন্যতম। এফএম রেডিওগুলো প্রতিদিন গভীর রাত পর্যন্ত প্রচার করে জীবনের গল্প, ভালোবাসার গল্প, বন্ধু খোজাঁর নাকে নামে চটি গল্পের সমাহার!

কি অার বলবো বর্তমানে অামাদের শিক্ষা, সংস্কৃতি পশ্চিমা এবং দাদাবাবুদের ষড়যন্ত্রের জালে বন্ধি।

যাই হোক সবশেষ কথা হলো অামাদের মাঝে যতক্ষন না আল্লাহভীতি জাগ্রত না হবে ততক্ষন এইসব নিকৃষ্ট কাজ বন্ধ হবে না।

তাই মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে অাল্লাহ! তুমি সর্বশক্তিমান, তুমি রহিমও রহমান, তুমি অামাদেরকে রক্ষা কর।

অামীন!

বিষয়: বিবিধ

২৩৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348555
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালবাসা যখন শুধু শরিরে তখন এমনই চলবে।
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
289485
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বিয়ের আগে ভালোবাসাই অবৈধ!
348601
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০০
শেখের পোলা লিখেছেন : স্কুল কলেজে হিন্দী সিরিয়ালে যা শেখে তা প্রাকটিক্যালে করতে গিয়েই এ ঝামেলা হচ্ছে৷ সদাশয় উদার শিক্ষক সমাজপতি গন যদি এর জন্য একটা প্রাকটিকাল সেন্টার খোলেন তবে হয়ত আর ডাস্টবীনে মানবশিশু যাবেনা৷
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
289486
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File