ভালোবাসার উদাহরণ দেখতে চান?

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৭ অক্টোবর, ২০১৫, ০৯:০৩:১৯ রাত

সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান, যেখানে রোজ খুশি থাকার নাটক চলে।

-আসল ভালোবাসা সেটাই,যখন বাবার পকেটের শেষ কুড়ি টাকা মেয়েটার হাতে দিয়ে বলে, 'কষ্ট করে কলেজে হেটে যাবি না'।

-সেটাই প্রকৃত ভালোবাসা,যখন মা প্লেটের শেষ মাংসের টুকরোটা ছেলের পাতে দিয়ে বলে, 'মাংস খেতে একদম ভালো লাগে না'

-সেটাই প্রকৃত ভালোবাসা, যখন ভাই তার ছোট বোনটিকে বলে চিন্তা করিস না,'বেতন পেলেই তোর জন্য জামা কিনে দেব'!

-ভালোবাসা তখনই পরিপূর্ণ, যখন এটা নেই,সেটা নেই বলে সারাদির ঝগড়া শেষে স্বামি স্ত্রী পাশাপাশি শুয়ে যখন স্ত্রী বলে, 'আসলে আমার কিছু লাগবে না' আমি ভালোবাসার ভিন্ন মানে খুজি।

তোমাদের কাছে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার উত্তপ্ত চুম্বন। তোমরা ভালোবাসা দেখ কিশোরির উরন্ত চুলে,সদ্য ফোটা গোলাপের মত দুটি গোলাপি গালে।

আর আমি ভালোবাসা খুজি একজন মজুরের ০৮ টাকায় কেনা নুনের প্যাকেটে। যে বোন তার ০৬ মাসের শিশুটিকে কোলে নিয়ে সারাদিন ইট ভাঙ্গে,ভালোবাসা সেখানেই খুজে পাই।

সারাদিন কষ্ট করে যখন কোন রিক্সাচালক একটা মাঝারি সাইজের রুই কিনে বাড়িতে গিয়ে বলে,'খুব সস্তা পেলাম,তাই কিনলাম।

স্ত্রী হেসে বলে,'টাকা নষ্ট করার কি দরকার ছিল'?

সেখানেই পূর্ণ ভালোবাসা আমার চোখে পরে। তোমাদের ভালোবাসা ভেজালে পূর্ন,আমার দেখা ভালোবসা খাদহীন, একদম খাটি। এমন ভালোবাসাও সবাই খুজে পায় না।

অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে খুজুন,আপনি খাটি ভালোবাসার অগনিত দৃষ্টান্ত দেখতে পাবেন।

#কপিপেস্ট

বিষয়: বিবিধ

১৮৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344895
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:২২
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:১৮
286174
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : পড়ার জন্য, ধন্যবাদ।
344901
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যা বলা মিথ্যা আশা নয় ভালবাসা।
সত্য বলুন সঠিক চলুন খোদার পথে আসা।
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:১৯
286175
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ।
344933
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:০১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে কিছু ভালবাসা অতিরিক্ত প্রকাশ পেয়েছে.....! সিমা থাকা চাই.... প্রতিদিন একই কথা কাজের বিপরীতে গ্রহণ যোগ্য নয়।
344960
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০২
শেখের পোলা লিখেছেন : খাঁটি কথা৷
344989
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : স্ত্রী যখন বলে , '' মালয়েশিয়া / সিঙ্গাপুর/থাইল্যান্ড বেড়াতে গেলে যা যা খরচ হবে সব আমি দেব ''

- এটা প্রকৃত ভালোবাসা ।
344991
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলো অনেক ধন্যবাদ
344995
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:০৪
ঝরাপাতা লিখেছেন : দ‌ারুন লিখেছেন ভাই
345103
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File