স্যার জাফর ইকবাল আত্মহত্যা করবেন না, আল্লাহর কাছে তওবা করুন।
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ৩১ আগস্ট, ২০১৫, ১১:৩২:১৯ সকাল
জনাব স্যার! আমার কেন জানি মনে হয়, আপনার মৃত্যুর পর আপনার জানাযায় দ্বীনদার মুসলমান পাওয়া মুশকিল হবে, তার উপর আত্মহত্যা? না স্যার এটা করবেন না, ইসলাম পন্থিরা আপনার সাথে থাকবে, আপনাকে মাথায় তুলে রাখবে, শুধুমাত্র একটি কাজ আপনাকে করতে হবে, সেটা হলো নাস্তিকতাপূর্ণ বলা বন্ধ করুন এবং পূর্বের বলা কথাগুলোর জন্য আল্লাহ কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করুন! দেখলেনতো, আপনার ইহকাল বিষাক্ত হয়ে গেছে, আপনাদের আদর্শের সন্তানেরাই আপনাদের উপর চেতনার প্যাকটিস করছে, এখন কি আপনি আখেরাতও হারাতে চান? কিন্তু বিশ্বাস করুন স্যার ইসলাম পন্থিরা চায় না, তারা চায় আপনি সব খানেই সম্মানিত থাকুন। একটু ট্রাই করে দেখুন না প্লিজ স্যার! শুধু অতিত কৃতকর্মের জন্য মন থেকে একবার তওবা করুন!
প্লিজ স্যার!!!!
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অাজকে যারা শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে, তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত।’ হামলার পর গণমাধ্যমের সামনে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো। যে ঘটনা দেখলাম, তা কখনো দেখতে হবে সেটা বিশ্বাস করিনি।’
তিনি বলেন, ‘ছাত্ররা জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষকদের উপর হামলা চালিয়েছে। অথচ জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধ হয়েছিল। এ স্লোগানের এত বড় অপমান আমি আমার জীবনে দেখিনি।’
তাই আসুন স্যার ইসলামের পতাকাতলে নারায়ে তাকবীর এর শ্লোগান তুলুন, আত্মহত্যা করবেন না, কারণ সেটা মহাপাপ, আসুন স্যার একবার ভাবুন ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন