হে নারী! (আমার লেখা ৬ষ্ঠ কবিতা ১৩/০৮/১৫)

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৮ আগস্ট, ২০১৫, ১১:৩২:০২ সকাল



হে নারী!

তোমায় শ্রদ্ধা করি তখন..

যখন তুমি গভৃধারীনি মা জননী।

হে নারী!

তোমায় সম্মান করি তখন..

যখন তুমি আমার আদরের বোন।

হে নারী!

তোমায় ভালবাসী তখন..

যখন তুমি আমার বিয়ে করা স্ত্রী।

হে নারী!

তোমায় স্নেহ করি তখন..

যখন তুমি আমার স্নেহময়ী মেয়ে।

হে নারী!

তোমায় ঘৃনা করি তখন..

যখন তুমি পর্দা ছেড়ে দাও তখনি।

বিষয়: বিবিধ

১৭৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336587
১৮ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৫
হতভাগা লিখেছেন :
হে নারী!

তোমায় ভালবাসী তখন..

যখন তুমি আমার বিয়ে করা স্ত্রী।





এই পানি পান করুন , আপনার ভালবাসার গভীরতা উনাকে বুঝিয়ে দিন ।
১৮ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
278404
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনি কি এই পানি পান করেছেন?
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৬
278405
হতভাগা লিখেছেন : নারে ভাই ।

তবে চারপাশে যেরকম দেখছি সবাই মনে হয় এটা পান করে ভালই শান্তিতে আছে ।

কারণ পুরুষেরা আত্মসন্মান বিসর্জন না দিতে পারলে সংসারে শান্তি আসে না ।

কোন নারীকে আপনার মত পুরুষদের নিয়ে এরকম কাব্য রচনা করতে দেখা যায় না । বাবা , ভাই , স্বামী , ছেলে তাদেরও তো থাকে । এদের নিয়ে নারীকে এতটা উৎফুল্ল হতে দেখা যায় না যতটা না দেখা যায় পুরুষদের।

কারণ ঠেকা যার সেই তো বন্দনা করবে তার যার কাছে সে ঠেকা । এই ঠেকা সংসারে শান্তি আনার ঠেকা । ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ সেটা পারে না ।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪০
278415
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন ভাই, তবে সব পুরুষ এমন নয়!
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৭
278442
হতভাগা লিখেছেন : সব পুরুষ এমন নয় বলেই তো কিছু কিছু সংসারে শান্তি আছে (আত্ম সন্মান বিসর্জন দিয়েছে বলে)!
336630
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৩
278759
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
337148
২০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৯
নাবিক লিখেছেন : সুন্দর
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
279220
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File