হে নারী! (আমার লেখা ৬ষ্ঠ কবিতা ১৩/০৮/১৫)
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৮ আগস্ট, ২০১৫, ১১:৩২:০২ সকাল
হে নারী!
তোমায় শ্রদ্ধা করি তখন..
যখন তুমি গভৃধারীনি মা জননী।
হে নারী!
তোমায় সম্মান করি তখন..
যখন তুমি আমার আদরের বোন।
হে নারী!
তোমায় ভালবাসী তখন..
যখন তুমি আমার বিয়ে করা স্ত্রী।
হে নারী!
তোমায় স্নেহ করি তখন..
যখন তুমি আমার স্নেহময়ী মেয়ে।
হে নারী!
তোমায় ঘৃনা করি তখন..
যখন তুমি পর্দা ছেড়ে দাও তখনি।
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই পানি পান করুন , আপনার ভালবাসার গভীরতা উনাকে বুঝিয়ে দিন ।
তবে চারপাশে যেরকম দেখছি সবাই মনে হয় এটা পান করে ভালই শান্তিতে আছে ।
কারণ পুরুষেরা আত্মসন্মান বিসর্জন না দিতে পারলে সংসারে শান্তি আসে না ।
কোন নারীকে আপনার মত পুরুষদের নিয়ে এরকম কাব্য রচনা করতে দেখা যায় না । বাবা , ভাই , স্বামী , ছেলে তাদেরও তো থাকে । এদের নিয়ে নারীকে এতটা উৎফুল্ল হতে দেখা যায় না যতটা না দেখা যায় পুরুষদের।
কারণ ঠেকা যার সেই তো বন্দনা করবে তার যার কাছে সে ঠেকা । এই ঠেকা সংসারে শান্তি আনার ঠেকা । ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ সেটা পারে না ।
মন্তব্য করতে লগইন করুন