কপি পেষ্ট (যার পূর্বের নাম নকল)

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৯ জুন, ২০১৪, ১০:২৫:০৪ সকাল



(দয়া করে পুরো লিখাটি পড়ে কমেন্টস করে উৎসাহিত করবেন।

নকল এর আধুনিক নাম কপি পেষ্ট,

২০ বছর আগের কপি পেষ্ট

আমরা যখন ছোট ছিলাম তখন কপি পেষ্ট কি বুঝতাম না আমরা বুঝতাম পরিক্ষার হলে ম্যাজিষ্টেট কে ফাকি দিয়ে গাইড বই/কাগজের টুকরো/অন্যের খাতা থেকে দেখে লেখার

নাম ই হচ্ছে নকল, যখন আর একটু বড় হই তখন দেখি ভাইয়ার জামা দেখে পাশের বাড়ির আর এক জন জামা তৈরি

করলো ঠিক ভাইয়ারটার মতো তার মানে এটাও নকল। কয়েক বছর পর দেখি আমরা যেমন বাড়ী তৈরী করেছিলাম তা দেখে পাশের বাড়ীর আঙ্কেল ও বাড়ী তৈরী করছে, তার মানে এটা ও নকল।

১০বছর আগের কপি পেষ্ট

কম্পিউটার শেখার প্রথম দিন স্যার শিখালেন আসল কপি পেষ্ট, সেদিন ছিল মাইক্রোসপট্‌ ওয়ার্ড এর ক্লাস স্যার বললেন একটা লেখা নির্বাচন করে এডিট এ গিয়ে কপিতে ক্লিক করে

আবার পুনঃরায় এডিট এ গিয়ে পেষ্ট এ ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, সেদিন বুঝলাম এটা ও নকল।

চলছিত্রে কপি পেষ্ট

যখন কোন সিনেমা দেখতে বসি তখন আমার ছোট বোন আগেই বলে দেয় সিনেমার কাহীনি কি হবে, রাগে তাকে একটা থাপ্পর দিয়ে বলি এমন করলে আমি তোর সাথে সিনেমা দেখবো না, ও বলে তুমি না দেখলে ও আমি কিন্তু আগে এই সিনেমা দেখেছি, আমি বললাম সিনেমা মুক্তি পেল আজ আর তুই বললি দেখেসিস তার মানে কি? ও বললো ভারতে এম একটা সিনেমা আছে যা আমি দেখেছি তার মানে এটা তার নকল।

রাজনীতিবিদদের কপি পেষ্ট

এক দল যখন বিরোধী দলে থাকে তখন বলে থাকে কেয়ারটোকার সরকার ছাড়া নির্বাচন হবে না, আবার ক্ষমতায় গেলে বলে কেয়ার টেকার লাগবে না অনুরূপভাবে সরকার দল ও একই কথা বলে, তার মানে এটাও কপি পেষ্ট,

ফেসবুক এ কপি পেষ্ট

আজকাল আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখি আমি কোন কিছু পোষ্ট করলে শেয়ার না করে ডাউনলোড করে হালকা কিছু

এ্যাডিটিং করে, আবার কোন কোন ক্ষেত্রে আবার এ্যাডিটিং ছাড়াও নিজের পেজ বা আইডিতে পোষ্ট করে নিজের বলে প্রচার করে, তার মানে এটাও কপি পেষ্ট।

ব্লগে কপি পেষ্ট

অনেক নতুন ব্লগার আছে যারা ব্লগ নাম শুনে ব্লগে লেখতে আসে কিন্তু লিখতে পারে না তার ফেসবুক থেকে কপি করে ব্লগে পেষ্ট করে ছেড়ে দেয় তার মানে তার মানে এটাও কপি পেষ্ট।

আগমীর কপি পেষ্ট

বর্তমান সরকার ক্ষমতায় এসে কপি করছে যা- ১। রাজনৈতিক নেতাদের কে ডান্ডারেডি পরিয়ে অপমান করেছে,

২। বিরোধী দলের কেন্দ্রীয় অফিস ভাংচুর করেছে, বিরোধী দলের মহা-সচিব কে বার বার কারাগারে নিক্ষেপ করেছে,

৩। বিরোধী দলীয় চীপ হুইপ কে রাস্তার মাঝে ফেলে রক্তাত্ত করেছে,

৪। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে বার বার ডিমান্ডে নিয়েছে।

৫। নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, পুলিশ

৬। বাহীনিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে

৭। হরতালের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হচ্ছে।

৮। নাস্তিকদের পক্ষ নিয়ে ইসলামপ্রিয় লোকদের ফাসি দেওয়া হচ্ছে,

তাই আমার মনে হয় এ সরকার যা কিছু কপি করছে, তা পরবর্তী সরকার এসে পেষ্ট করবে।

সবশেষে আমার সবার কাছে বিনীত অনুরোধ কপিপেষ্ট বন্ধ করে নিজে কিছু করুন, নিজের মেধাকে কাজে লাগান, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, দেশ সম্ভৃদ্ধশালী হবে, আপনি ও একজন সৎ মেধাবী হিসেবে আত্মপ্রকাশ করে সমাজে প্রতিষ্ঠিত হউন, এই কামনায়



আল্লাহ্‌ হাফেজ

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর যদি ভাল লাগে তাও কমেন্টস করবেন।

বিষয়: বিবিধ

১৪০২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236444
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৪
আয়নাশাহ লিখেছেন : ভাই, এই কথা আর কখনো বলবেন না। কপি পেস্ট ছাড়া বাঙালিরা কোনো দিনই মৌলিক কিছু করতে পেরেছে? জন্ম থেকেই আমরা কপি পেস্ট করছি। এই কাজে আমাদের চেয়ে যোগ্যতার প্রমান কেউ দিতে পেরেছে বলে মনে হয়না। একটা ভাল বিষয় দেখান যেখানে আমরা কপি না করে নিজেই করেছি? দেখাতে পারবেন?
জাফর ইকবাল হল সেরা কপি পেস্ট এর কারিগর। অথচ সে নাকি বিজ্ঞানী!
তবে ভর দুপুরে জনসমক্ষে দেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্র, পুলিশ এবং জনতার সামনে কোনো মানুষের পা কেটে নেয়াটা সম্ভবত দুনিয়ায় আমরাই করলাম। এইটা নিয়ে গর্বে সারা দেশের মানুষ বুক ফুলাতে পারে। সত্যিকার আবিস্কার।
১৯ জুন ২০১৪ সকাল ১০:৫১
183023
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া।
236452
১৯ জুন ২০১৪ সকাল ১১:১১
শাহ আলম বাদশা লিখেছেন : কপি মানে নকল বলতে যা বুঝি নয় ভাই, ভুল হলো আপনার। কপি মানে অনুলিপি যা আমরা ফটোকপি বলে চিনি, স্ক্যানিং বা ইমেজকেও কপি করে ব্যবহার করা হয়। আর এটা ভালো-মন্দ সব মানুষই করি, যা অপরাধও নয় যদি বৈধ অনুমতি থাকে।
কপিরাইটের বিষয় হলে তা নকল বা কপি যা-ই বলেন করা অন্যায় বিনানুমতিতে।

আর পেস্ট এর মানে হচ্ছে--অনলাইনে কপি করে তা অনলাইনেই ছাপমারা বা ইচ্ছেমতো জায়গায় বসিয়ে দেয়া। পেস্ট জিনিসটা আগে কখনোই ছিলোনা, এটাওনলাইনের সাথেই যুক্ত বিষয়।

তবে অনলাইনে কারো কোনো লেখা বিনানুমতিতে বা মুললেখকের সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই অন্যায়, যাকে কপিপেস্ট বলেনা বরং তা চুরি বা চৌর্যবৃত্তি।

তাই সুত্র উল্লেখ করে যেকোনো লেখা কপি করে তা নিজের প্রয়োজনে ব্যবহার করলে দোষের নয়। আপনাকে অনেক ধন্যবাদ


১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৭
183061
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
183111
শাহ আলম বাদশা লিখেছেন : ভাই, হায় হায় আপনিতো দেখি সব জবাবের বেলায় কপিপেস্ট করে চলেছেন যা বিরক্তিকর
236454
১৯ জুন ২০১৪ সকাল ১১:১৫
মিঃ কপিপেস্ট লিখেছেন : আহারে আমার নামে অপবাদ দেয়া হচ্ছে? শাহ আলম বাদশা ভাই ঠিকই বলেছেন--আমি চোর নই বরং সুত্র দিয়েই পেস্ট করি--হে--হে

শাহ আলম বাদশা লিখেছেন : কপি মানে নকল বলতে যা বুঝি নয় ভাই, ভুল হলো আপনার। কপি মানে অনুলিপি যা আমরা ফটোকপি বলে চিনি, স্ক্যানিং বা ইমেজকেও কপি করে ব্যবহার করা হয়। আর এটা ভালো-মন্দ সব মানুষই করি, যা অপরাধও নয় যদি বৈধ অনুমতি থাকে।
কপিরাইটের বিষয় হলে তা নকল বা কপি যা-ই বলেন করা অন্যায় বিনানুমতিতে।

আর পেস্ট এর মানে হচ্ছে--অনলাইনে কপি করে তা অনলাইনেই ছাপমারা বা ইচ্ছেমতো জায়গায় বসিয়ে দেয়া। পেস্ট জিনিসটা আগে কখনোই ছিলোনা, এটা অনলাইনের সাথেই যুক্ত বিষয়।

তবে অনলাইনে কারো কোনো লেখা বিনানুমতিতে বা মুললেখকের সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই অন্যায়, যাকে কপিপেস্ট বলেনা বরং তা চুরি বা চৌর্যবৃত্তি।

তাই সুত্র উল্লেখ করে যেকোনো লেখা কপি করে তা নিজের প্রয়োজনে ব্যবহার করলে দোষের নয়। আপনাকে অনেক ধন্যবাদ
১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৭
183062
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
236457
১৯ জুন ২০১৪ সকাল ১১:২০
আব্দুল গাফফার লিখেছেন : খারাপ কিছু কপি না করে আসুন ভাল কিছু কপি করি, খুব ভাল লেগেছে অনেক ধন্যবাদ
১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৭
183063
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
236463
১৯ জুন ২০১৪ সকাল ১১:২৯
হতভাগা লিখেছেন : বাঙ্গালী অনুকরণ প্রিয় - এটা মনে রাখলেই আর টেনশন হবে না কপি-পেস্ট নিয়ে ।
১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৭
183064
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:০১
183084
হতভাগা লিখেছেন : মহামূল্যবান প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।
236476
১৯ জুন ২০১৪ দুপুর ১২:১২
১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৭
183065
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
236514
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩৬
egypt12 লিখেছেন : আপনাকে কপি করে কবরে পেস্ট করে দেব Happy

ভাই এটা কি কপি পেস্টের আওতায় পড়বে? নাকি কাট পেস্ট?
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
183108
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : দিয়েন, পড়লেও সমস্যা নাই...............
236539
১৯ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
মাটিরলাঠি লিখেছেন : কপি (নকল) করা পানে অনুলিপি করা। এখন এই অনুলিপি বৈধ ভাবে করা হচ্চে না অবৈধভাবে বিষয়টি তার উপর নির্ভরশীল।

আমরা পূর্বপুরুষদের থেকে কপি করছি, পেস্ট করছি তা উত্তরসুরীদের জন্য। এই ধারাবাহিকতা না থাকলেতো জীবন, সভ্যতা থেমে যাবে।

বিশেষকরে অনলাইনে সকলের কাজে লাগে এমন কিছু উৎস ও স্বীকৃতি জ্ঞাপন পূর্বক কপি পেস্ট করাটা দোষের হতে পারেনা।



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File