একটা গল্প, কিছু কথা, বলে দেয় অনেক কিছুই........

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৪ মে, ২০১৪, ০৯:৫৮:২৭ সকাল

নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাশতা করছিলো, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঘরের কর্ত্রী। সে বলে উঠলো, - 'কাপড়টা পরিষ্কার হয়নি, ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানেনা। তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান দরকার।" মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইলো।

যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করতো। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বললো,"দেখো, অবশেষে উনি শিখেছেন কীভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো!!" তখন ছেলেটি বলে উঠলো, "শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি!"

..আমাদের জীবনটাও এমনই --

"আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি। কোন সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন, নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোন ভালো দেখতে চাই আদৌ? নাকি মানুষটার দিকে তাকাচ্ছি তার ভুলগুলো খুঁজে পেতে বিচার করবো বলেই।"

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221321
১৪ মে ২০১৪ সকাল ১০:১৮
গ্রাম থেকে লিখেছেন : শিক্ষনীয় পোস্টের জন্য ধন্যবাদ,
যাজাকআল্লাহ।
১৪ মে ২০১৪ দুপুর ০১:২৪
168855
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
221327
১৪ মে ২০১৪ সকাল ১০:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ মে ২০১৪ দুপুর ০১:২৪
168856
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
221337
১৪ মে ২০১৪ সকাল ১১:১৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : প্রথমে অন্যকিছু ভাবছিলাম পরে দেখেছি অনেক অনেক শিক্ষনীয় পোষ্ট।
১৪ মে ২০১৪ দুপুর ০১:২৪
168857
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ।
221359
১৪ মে ২০১৪ দুপুর ১২:৩৯
দ্য স্লেভ লিখেছেন : শিক্ষনীয় পোস্টের জন্য ধন্যবাদ,
যাজাকআল্লাহ।
১৪ মে ২০১৪ দুপুর ০১:২৪
168858
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
221382
১৪ মে ২০১৪ দুপুর ০১:৩৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভালো লাগলো। আরো লিখুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File