তেলাপোকার unique personality
লিখেছেন লিখেছেন হরিপদ ১২ মার্চ, ২০১৫, ১২:২৬:৩১ দুপুর
"তেলাপোকা জাতি" হিসেবে আমাদের জাতীয় চরিত্র খুবই সমাদৃত। খারাপ বা ভাল যেকোনো পরিস্থিতির সাথেই আমরা খাপ খাওয়ায় নিয়ে পারি তেলাপোকার মতো (খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করার জায়গায়)। আলো আমাদের পছন্দ না, বরং অন্ধকার।
অবশেষে বৈজ্ঞানিক গবেষণার দরুন একটু স্বস্তির নিঃশ্বাস আমরা এখন নিতে পারি কারন Université Libre de Bruxelles এর বিজ্ঞানীরা তেলাপোকার ওপর করা এক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন এই প্রাণীটির unique personality আছে যা অন্য প্রানীদের নেই। এরা খুব জটিল সিদ্ধান্ত দ্রুত গতিতে নিতে পারে অল্প সময়ের ব্যবধানে। বিজ্ঞানীরা বলছেন এই কারনেই তারা মোটামোটি সব বিপদের মোকাবেলা করে টিকে থাকতে সক্ষম।
আমরা যারা মুক্তমনা ও বিজ্ঞানমনস্ক, যারা বিজ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের আন্দোলনকে বেগবান করছি, আমাদের এখন খুশি হওয়া উচিত। বিজ্ঞান আমাদের এক অন্য উচ্চতায় তুলে ধরেছে। এখন কেউ আমাদের "তেলাপোকা সদৃশ চরিত্রকে" হেয় করতে পারবে না কারন তেলাপোকারও unique personality আছে। আমরাও সকল খারাপিকে মোকাবেলা করতে পারি; খারাপকে উপ্রে ফেলে নয় বরং দ্রুত গতিতে সেগুলোর সাথে নিজেদের ব্লেন্ড করার মাধ্যমে। এই যেমন, গুম-খুন ও সন্ত্রাসের রাজ্যকে আমরা মেনে নিতে পারি যদি কোয়ার্টার ফাইনালে যাওয়ার মতো একটু বিনোদন পাই।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন