আওয়ামী লীগেও যে আলেম ওলামা আছে,তা প্রমানিত হল !
লিখেছেন লিখেছেন হরিপদ ০২ মার্চ, ২০১৫, ১২:৩২:০০ দুপুর
আওয়ামী লীগ আইডেনটিটি ক্রাইসিসে ভুগছে কিনা জানিনা। নইলে তাদের এই চেষ্টা করা কেন ? হিন্দুরা ভাবত তারা হিন্দুদের কাছের লোক। নাস্তিকরা ভাবত আওয়ামী লীগের দর্শন তাদের কাছাকাছি। বামরা ভাবত তাদের সাথে আপোষ হতে পারে। কিন্তু হুজুররা ভাবত এদের সাথে হবে না। আর সে কারনেই কি হুজুর সাজার চেষ্টা ? যারা সবার মত হওয়ার চেষ্টা করে তারা বহুরূপী ভন্ড।
খোলস নিয়ে কখনও সামনে যাওয়া যায়না। এতে জনগণ অন্ধকারে অবস্থান করে। অন্ধকারে চলতে চাইলে পরিনাম ভাল হয়না। যে দেশের জাতীয় মতাদর্শ ভজঘট,সে দেশের লোকেরা কোন দিকে পরিচালিত হবে ? বহুরূপ বিধান আর বহুরূপী নেতা। পরিনাম হাহাকার ।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিজাব বিহীন নারী ওলামা??
হিজাব বিহীন নারী ওলামা??
মন্তব্য করতে লগইন করুন