মাগো তোমায় মনে পরে বার বার
লিখেছেন লিখেছেন নিরিহ মানুষ ০৩ মে, ২০১৪, ০৮:১৯:৫৯ রাত
মা আজ ৪ বছর ,কেমন আছো জানিনা,আজ কেমন জানি মনে পড়ছে বার বার ।মা, আমি যদি পাখি হতে পারতাম, তোমার কাছে উড়ে এসে কাছ থেকে মা বলে ডাকতাম।মা কত না ইচছা করে তোমার হাতের খাবার খেতাম,মা তোমার সাথে কত না রাগ করেছিলাম ,রাগ করে খেতাম না ,তোমিও না খেয়ে থাকতে ।আজ কার ও সাথে আমার রাগ নাই,কেউ খাবার সময় হলে বলে না, খোকা খাবার সময় হয়েছে খেয়ে যা।
মাগো আজ বাহিরে যাবার সময় বলেনা ,ধর... এই টাকা রাখ ,
মাগো এই দুনিয়া টা খুব খারাপ ,কেন তোমাকে আামার কাছ তেকে আলাদা করে রাখল,,,,,,,,,,,,,,,,,,জানি না মা,,,,,,,,,,,,,,,,,,,
বিষয়: বিবিধ
১৯০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি লিখেন বেশি করে লিখেন
মন্তব্য করতে লগইন করুন