যে কারণে প্রত্যেক দেশের অন্তত দশটি পারমানবিক বোমা থাকা দরকার

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৫:৫৯ বিকাল



ভারত-ভারত-পাকিস্তান সম্ভাব্য পারমানবিক যুদ্ধ অনিশ্চিত হয়ে গেল। ভারত কেন যুদ্ধের ভাগাডম্বর করেও মাথা নত করে পিছু হটল? কারণ পাকিস্তানের পারমানবিক বোমা আছে। তা ভারতকে একবার কেন বারবার ভাবায়। ভারত পাকিস্তান সীমান্তে হত্যাকাণ্ড করে না কেন? কারণ পাকিস্তানের পারমানবিক বোমা আছে। কুটনৈতিকভাবে পাকিস্তানকে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র গুনে কেন? কারণ পাকিস্তানের পারমানবিক বোমা আছে।

বাংলাদেশের যদি পারমানবিক বোমা থাকত তাহলে বিএসএফ সীমান্তে হত্যার সাহস পেত না। ইরাক, সিরিয়া ও লিবিয়ার যদি পারমানবিক বোমা থাকত তাহলে ন্যাটোর সেখানে নরক তৈরির খায়েস জাগত না। গাজায় যদি হামাসের পারমানবিক বোমা থাকত তাহলে ইজরাইল অবৈধ দখলদারি করতে দৈনিক তিনবার করে ভাবত। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে পারমানবিক হামলার হুমকি দিচ্ছে হর হামেশায়, কিন্তু যুক্তরাষ্ট্র নীরব কেন? উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা।

যে সব দেশের পারমানবিক শক্তি আছে তাদের নিজেদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত যুদ্ধ বাঁধেনি। তারা পরস্পরকে সম্মান করে। এমনকি ইরান পারমানবিক বোমা তৈরি করেছে এই ভয়ে, ইজরাইল কুকুরের মত গেউ গেউ করলেও আজ পর্যন্ত হামলার সাহস করেনি। যুক্তরাষ্ট্রও ইরানকে সমীহ করে কথা বলে। এখন যুক্তরাষ্ট্র সৌদি বলয় বাদ দিয়ে ইরানের ঘনিষ্ট হয়েছে। কারণ ইরানের সম্ভাব্য পারমানবিক বোমা। সুরতাং বিশ্বময় যুদ্ধ বন্ধ করতে প্রত্যেক দেশের কমপক্ষে দশটা করে পারমানবিক বোমা থাকা উচিত। তাহলে হয় যুদ্ধমুক্ত বিশ্ব থাকত না হয় প্রাণহীন বিশ্ব।

একবার ভেবে দেখুন যদি পাকিস্তানের পারমানবিক বোমা না থাকলে ভারত হামলা করতে সময় নিত? না। তাহলে যুদ্ধ থামিয়ে দিল কে? পারমানবিক বোমা। পাকিস্তান-ভারতের মধ্যে বড় পরিসরে কোন যুদ্ধ হওয়ার সম্ভবনা কম যদি না পাকিস্তান ভারতকে বেশী জ্বালাতন করে। কারণ পাকিস্তান-ভারত যুদ্ধ মানে ভারতের পিছিয়ে যাওয়া, যা চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাম্য। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের আজকের যে সখ্য তা চীনকে মোকাবেলার যুক্তরাষ্ট্রের কৌশলমাত্র। যুদ্ধ বাঁধলে ভারতের বিশ্ব পরাশক্তি তো দূরের কথা আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠার খায়েসও মিটে যেত।

বিষয়: বিবিধ

১৮৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377900
২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৮
হতভাগা লিখেছেন : ঠিকই বলেছেন ।

যে দেশ সাধারণ মানুষের উপর এটম বোমা মেরেছে , যার কাছে পারমাণবিক বোমার অমানবিক স্টক আছে ; সে দেশ যখন অন্য কোন ক্ষুদ্র দেশ যদি কনস্ট্রাকটিভ কাজে পারমানবিক শক্তি ব্যবহার করতে চায় তখন সে চামচা চুমচাদের নিয়ে কাহিনী শুরু করে দেয়- তাহলে সব দেশেরই পারমাণবিক বোমার মজুদ গড়ে তোলা উচিত ।

নিজেদের নিরাপত্তার ব্যাপারে কি আমেরিকা অন্য কাউকে নাক গলাতে দেয় ?

ভারত যখন ৫ টা বোমা ফুটাইছিল পাকিস্তান সাথে সাথে ৬ টা ফুটাইছে । পাকিস্তানীদের যুক্তি ছিল - দরকার হলে ঘাস খেয়ে থাকবো , তবুও পারমাণবিক বোমা বানাবোই
377913
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : চমৎকার বিশ্লেষণ।
নতুন কোনো পরমানু অস্ত্র চাইনা। যা আছে সেগুলোকেও নিস্ক্রিয় করা হোক, যদিও তা অসম্ভব বলেই মনে হয়।
সত্যিই সব দিক থেকে ভারত এগিয়ে, তবুও ভয় একটাই, পরমানু বোমা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File