হাল আমলের সমাজচিত্র
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৫ মে, ২০১৬, ১০:২২:২২ রাত
অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা রনির জামিন।এই হল সেই সমাজের চিত্র যেখানে আইন রচিত হয় সবার জন্য, আর প্রয়োগ হয় গরীবের ঘাড়ে, অসহায় নিরীহ প্রতিবাদীরা হয় এই আইনে কারারুদ্ধ, ঢেকে ফেলা হয় ক্ষমতাবানদের সহস্র অপরাধ এই আইনের মারপ্যাঁচে, আইন করে পুরণ করা হয় কতৃত্ববাদীদের মনোবাঞ্জনা।
আদালত কি জিনিস, বিচারকের কি ক্ষমতা! কারাগার কেমন জায়গা? কেবল অসহায় দরিদ্ররা বুঝে। এক মামলায় তারা সর্বহারা হয়ে যায়, জীবন চিত্র বদলে যায়। আর কতৃত্ববাদী ক্ষমতাবানরা মামলাকে ময়লার মত ডাসবিনে ফেলে দেয়। নিজের অপরাধের ক্ষমা নিজ হাতে করে নেয়। শত মামলাও এদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারেনা।
বিচারের রায়ে ক্ষমতাবানদের খুশি করা আধুনিক আদালতের কাজ।আর এই আদালতের বিরুদ্ধে টু শব্দও করা যাবে না।যাহা রায় দিবে তাহা সত্য বলিয়া মানিয়া লইতে হইবে। এই তো আধুনিক মধ্যযুগীয় রাজাগিরি অসহায় জনগণের উপর।
বিচারক কোন হতদরিদ্রকে মুরগী চুরির অপরাধে শত মাসের কারাদণ্ড দিয়ে বড্ড বিচারকের পরিচয় দেন।এই সকল বিচারকরা অসহায়ের জন্য প্রভুর ভুমিকা পালন করলেও ক্ষমতাবানদের পদলেপন করে আত্ততৃপ্তি পায়। কতৃত্ববাদী ফ্যাসিস্ট ক্ষমতাবানদের কখনো নিজেদেরকে অপরাধী মনে করে না। খুন, ধর্ষণ, চাদাবাজি, টেন্ডারবাজি আর অস্ত্রবাজিতে এদের অপরাধ হয় না। অসহায় নিরীহরা বিনা বিচারে আটক থাকে, জামিন পেয়েও মুক্তি মিলে না, কিন্তু ক্ষমতাবানরা দণ্ড পেয়েও জামিন পান। অল্প দন্ডেও সকলের ঘুম হারাম করে পেলে এরা।
দৃশ্যমান সভ্যতায় এরা বহু এগিয়ে গেলেও চিন্তা-চেতনায় কতৃত্বপরায়ন, ফ্যাসিজমই লালন করছে। এদের পুঁজিবাদী গোলক ধাঁধায় আজ শ্রমিক-অসহায় জিম্মি। মুক্তবানিজ্যের নামে দরিদ্রের শোষণই আধুনিক শাসন নীতি। দুই টাকার নোট দিয়ে বুলিয়ে-বালিয়ে দশ টাকার নোট আদায় করার ধান্নায় এরা সদা লিপ্ত। কূটবাজ এই সব প্রভুর কূটচালে জনগণ সব সময় হেরে যায়। বাকস্বাধীনতা, সমাধিকারের মুখোশ পরে মুলত জনগনের মাঝে প্রভুত্বই কায়েম করাই এদের লক্ষ্য।
কতৃত্ববাদীদের কথার সাথে কাজের মিল নেই, জবাবদিহিতার বালাই নেই, ন্যায়পরায়নতা কেবল ক্ষমতাবান ও বৃত্তবানদের বৃত্তে ঘুরপাক খায়। ইহসানের প্রশ্ন বড়ই অবান্তর এই সমাজে। সন্ত্রাস করতে করতে এক সময় জণপ্রতিনিধিও হয়ে যাওয়া যায় আজিব এই সমাজে।দশবার ফাঁসি দিলেও যাদের অপরাধ গুচবে না, তারা হয় জনগনের সেবক!
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আদালত নিয়ে উল্টা সিধা কিছু লিখলে সোজা র্যাবের হাতে চলে যাবে । দেখেন গিয়ে র্যাবের গাড়ি আপনার বাড়ির আশে পাশে চলে এসেছে কি না ?
রমজান উপলক্ষ্যে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
http://www.bddesh.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/76670" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link
মন্তব্য করতে লগইন করুন