হাল আমলের সমাজচিত্র

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৫ মে, ২০১৬, ১০:২২:২২ রাত

অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা রনির জামিন।এই হল সেই সমাজের চিত্র যেখানে আইন রচিত হয় সবার জন্য, আর প্রয়োগ হয় গরীবের ঘাড়ে, অসহায় নিরীহ প্রতিবাদীরা হয় এই আইনে কারারুদ্ধ, ঢেকে ফেলা হয় ক্ষমতাবানদের সহস্র অপরাধ এই আইনের মারপ্যাঁচে, আইন করে পুরণ করা হয় কতৃত্ববাদীদের মনোবাঞ্জনা।

আদালত কি জিনিস, বিচারকের কি ক্ষমতা! কারাগার কেমন জায়গা? কেবল অসহায় দরিদ্ররা বুঝে। এক মামলায় তারা সর্বহারা হয়ে যায়, জীবন চিত্র বদলে যায়। আর কতৃত্ববাদী ক্ষমতাবানরা মামলাকে ময়লার মত ডাসবিনে ফেলে দেয়। নিজের অপরাধের ক্ষমা নিজ হাতে করে নেয়। শত মামলাও এদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারেনা।

বিচারের রায়ে ক্ষমতাবানদের খুশি করা আধুনিক আদালতের কাজ।আর এই আদালতের বিরুদ্ধে টু শব্দও করা যাবে না।যাহা রায় দিবে তাহা সত্য বলিয়া মানিয়া লইতে হইবে। এই তো আধুনিক মধ্যযুগীয় রাজাগিরি অসহায় জনগণের উপর।

বিচারক কোন হতদরিদ্রকে মুরগী চুরির অপরাধে শত মাসের কারাদণ্ড দিয়ে বড্ড বিচারকের পরিচয় দেন।এই সকল বিচারকরা অসহায়ের জন্য প্রভুর ভুমিকা পালন করলেও ক্ষমতাবানদের পদলেপন করে আত্ততৃপ্তি পায়। কতৃত্ববাদী ফ্যাসিস্ট ক্ষমতাবানদের কখনো নিজেদেরকে অপরাধী মনে করে না। খুন, ধর্ষণ, চাদাবাজি, টেন্ডারবাজি আর অস্ত্রবাজিতে এদের অপরাধ হয় না। অসহায় নিরীহরা বিনা বিচারে আটক থাকে, জামিন পেয়েও মুক্তি মিলে না, কিন্তু ক্ষমতাবানরা দণ্ড পেয়েও জামিন পান। অল্প দন্ডেও সকলের ঘুম হারাম করে পেলে এরা।

দৃশ্যমান সভ্যতায় এরা বহু এগিয়ে গেলেও চিন্তা-চেতনায় কতৃত্বপরায়ন, ফ্যাসিজমই লালন করছে। এদের পুঁজিবাদী গোলক ধাঁধায় আজ শ্রমিক-অসহায় জিম্মি। মুক্তবানিজ্যের নামে দরিদ্রের শোষণই আধুনিক শাসন নীতি। দুই টাকার নোট দিয়ে বুলিয়ে-বালিয়ে দশ টাকার নোট আদায় করার ধান্নায় এরা সদা লিপ্ত। কূটবাজ এই সব প্রভুর কূটচালে জনগণ সব সময় হেরে যায়। বাকস্বাধীনতা, সমাধিকারের মুখোশ পরে মুলত জনগনের মাঝে প্রভুত্বই কায়েম করাই এদের লক্ষ্য।

কতৃত্ববাদীদের কথার সাথে কাজের মিল নেই, জবাবদিহিতার বালাই নেই, ন্যায়পরায়নতা কেবল ক্ষমতাবান ও বৃত্তবানদের বৃত্তে ঘুরপাক খায়। ইহসানের প্রশ্ন বড়ই অবান্তর এই সমাজে। সন্ত্রাস করতে করতে এক সময় জণপ্রতিনিধিও হয়ে যাওয়া যায় আজিব এই সমাজে।দশবার ফাঁসি দিলেও যাদের অপরাধ গুচবে না, তারা হয় জনগনের সেবক!

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370122
২৫ মে ২০১৬ রাত ১১:২৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
370127
২৬ মে ২০১৬ সকাল ০৫:১২
awlad লিখেছেন : সৎও ১০০% । পরিবরটোনের জননো কাজ করটে হবে। অনেক ধন্যবাদ ভালো লাগলো
370145
২৬ মে ২০১৬ সকাল ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : এটিই সেই চেতনার ফল। যার জন্য তিরিশ লক্ষ(?)প্রাণ দিয়েছিল। এ গুঁড়ি যখন গোলা হয়েছে তখন গিলতেই হবে। উপায় নেই।
২৬ মে ২০১৬ সকাল ১১:১২
307168
আব্দুল্লাহ আল রাহাত লিখেছেন : এই চিত্র আসলে আদিকাল থেকে চলে আসছে, শুরু ভিন্নরুপে, নতুন বোতলে পুরাতন মদ, প্রতিবাদ-সংগ্রামে কিছুটা কমানো যায়। অপরাধের সাথে অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে, যে দেশ যত দরিদ্র সেই দেশ তত অপরাধপ্রবণ, পশ্চিমা বিশ্বে এখন কিছুটা আর্থিক টানাপড়েন শুরু হয়েছে, অপরাধপ্রবণতাও বাড়ছে। এই শতাব্দীর শেষ দিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক সাম্যতা প্রতিষ্টা পেলে, পশ্চিমাদের মোড়িলিপনা কমে আসবে। নিজের অর্থনীতি ভারসাম্য হারাবে। এখন যে মাত্রায় তারা জীবনকে ব্য্যবহুল করেছে, তার মাশুল একদিন গুনতে হবে।
370153
২৬ মে ২০১৬ সকাল ১০:৩২
হতভাগা লিখেছেন :
বিচারের রায়ে ক্ষমতাবানদের খুশি করা আধুনিক আদালতের কাজ। আর এই আদালতের বিরুদ্ধে টু শব্দও করা যাবে না।যাহা রায় দিবে তাহা সত্য বলিয়া মানিয়া লইতে হইবে। এই তো আধুনিক মধ্যযুগীয় রাজাগিরি অসহায় জনগণের উপর।

বিচারক কোন হতদরিদ্রকে মুরগী চুরির অপরাধে শত মাসের কারাদণ্ড দিয়ে বড্ড বিচারকের পরিচয় দেন।এই সকল বিচারকরা অসহায়ের জন্য প্রভুর ভুমিকা পালন করলেও ক্ষমতাবানদের পদলেপন করে আত্ততৃপ্তি পায়।



আদালত নিয়ে উল্টা সিধা কিছু লিখলে সোজা র‍্যাবের হাতে চলে যাবে । দেখেন গিয়ে র‍্যাবের গাড়ি আপনার বাড়ির আশে পাশে চলে এসেছে কি না ?

২৬ মে ২০১৬ সকাল ১১:০৪
307166
আব্দুল্লাহ আল রাহাত লিখেছেন : দেশেই তো নাই, হালারা সারা বাংলা খুজলেও পাবে না
২৬ মে ২০১৬ সকাল ১১:১২
307167
হতভাগা লিখেছেন : আপনাকে না পেলে আপনার আপনজনকে জ্বালাবে , সেটার পেইন আরও মজার। বিদেশে বসে চাখতে মজাই পাবেন।
370183
২৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
মো সারোয়ার হোসেন লিখেছেন : এই, মানে জাতির সাথে বেইমানি , ভালো লাগলো, ধন্যবাদ
370465
৩০ মে ২০১৬ সকাল ১০:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি পোস্ট রিলেটেড নয়।
রমজান উপলক্ষ্যে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
http://www.bddesh.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/76670" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File