নাস্তিকের ঈমান ও দন্ডিত মন্ত্রীর শপথ
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৯ মার্চ, ২০১৬, ০৫:২৭:৩৬ বিকাল
বিশ্বনন্দিত রাসূল(সঃ)কে অশ্রাব্য অপাঠ্য অকথ্য ভাষায় কুৎসা রটিয়েও আমাদের দেশের কুলাংগার নাস্তিকদের ঈমান যায় না। নাস্তিকদের ঈমান তো মাথার চুল না উবে হলে ঠাহর করা যাবে। থাবা বাবা যখন রাসূল(সঃ) এর চরিত্রে থাবা দেওয়ার জন্য খুন হয়, তখন তাকে বলা হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তাকে পার্লামেন্ট থেকে জাতীয় বীর ঘোষনা দেওয়া হয়। আবার রাসূল(সঃ) আনিত ইসলামের জানাজা পড়িয়ে মিল্লাতে ইবরাহিম এর নামে ইসলামী কায়দায় কবর দেওয়া হয়। কথিত এই নাস্তিক সম্প্রদায় সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেলেও মরণের পর ঠিকই জানাজার মায়া ছাড়তে পারে না। আমাদের দেশে কিছু ছদ্ববেশী নাস্তিক আছে যারা প্রকাশ্যে নিজাদেরকে নাস্তিক বলে বেড়ায় না। সুযোগ পেলে ইসলামের বারোটা বাজাতে দ্বিধা করে না। এই কিসিমের লোকদেরকে ইসলামে মুনাফিক বলা হয়। আর মুনাফিকরা কট্টর কাফের। এই সব ছদ্ববেশী নাস্তিকদের নাম শুনলে মনে হয় এক একজন ইসলামের কড়া মুজাহিদ!
আমলা-মন্ত্রীরা যে শপথ নেন, কেউ শপথের হক নিয়ে ভেবে চিনতে কাজ করে না। কেউ নিজে দ্বায়িত্বশীলতার পরিচয় দেন না। মন্ত্রীরা চুরি-চামারি না করার শপথ নেন।কিন্তু চুরি চারারি করেন হর-হামেশায়। তখন তাদের শপথ থাকে কীভাবে। মন্ত্রী কামরুল ইসলাম ও মুজাম্মেল হক যখন উচ্চ আদালতে দন্ডিত হলেন তখন প্রশ্ন উঠছে, মন্ত্রীদের শপথ ভঙ্গ হয়েছে কিনা। শপথ তা তো আর কাঁচ না ভেংগে গেলে দেখা যাবে। মন্ত্রী কামরুল ও মুজাম্মেলকে প্রধান বিচারপ্রতি প্রশ্ন করেছেন “শপথ ভংগের শাস্তি কি হবে আপনারাই বলেন”। প্রধান বিচারপ্রতি নিজেই বলছেন মন্ত্রীদের শপথ ভঙ্গ হয়েছে। তারপরও আইনমন্ত্রী বলছেন শপথ ভঙ্গ হয় নাই। আমরা কার কথা সত্য ধরে নেব? আসলে এই সব মন্ত্রীদের বুকে শপথ ছিল কিনা তাই সন্দেহ।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা শপথ নেয়ই শপথের বিরোধিতা করার জন্য৷ আর তা এতই শক্ত যা কোন কিছুতেই ভঙ্গ হয়না৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন