হাইরে গণতন্ত্র

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২২ মার্চ, ২০১৬, ০৭:৩৮:০৬ সন্ধ্যা

হাইরে গণতন্ত্র,

আজো তু্রে খোঁজিতে

জনগণ ঘুরে ভোটের পরতে পরতে

৫ জানুয়ারী তুরে দিল এমন ঘুম পাড়িয়ে,

আর পারলি না উঠিতে জাগিয়ে ।

কোন ডাইনির আঁচল তলে

পাইলি কেমন সুখ

হীরক রাজার প্রজার কপালে

এঁকে দিলি দুঃখ ।

দেশের মানুষ গুম হয়ে যায়

নেয় না কেউ দায়

মাঝে মধ্যে লাশটা হয়ত দেখতে মোরা পাই

হীরক রাজার প্রজার দেশে শান্তি কোথাও নাই ।

হাইরে গণতন্ত্র,

তুর মায়াতে যাচ্ছে দেশে রক্তগঙ্গা বয়ে

ডাইনির আঁচল তলে থাকিস না আর রয়ে

আয় ফিরে আয় জনগণের কোলে

দেয় হানা দেয় স্বৈরাচারের মূলে ।

মিথ্যার বেড়াজালে জনচক্ষু ফাঁকি দিয়ে

খাচ্ছে হায়েনা দেশের অর্থ লুটে

কত অসহায়ের পথের ধারে

নাহি তাদের দুমোঠো অন্ন ঝুঁটে।

আমলাদের ঘুষ-দূর্নীত,

কারো নাই জাবাবদিহি

সব অপরাধ ডেকে দিতে

গাইছে ইট-পাথরের উন্নয়নের গীতি।

ডাইনি যেন খুলে দিল সব খাবারের ডাকনা

ভুখা হায়েনার নাইকো খাইতে মানা

জোহার মত সৎ সাহসী গেল গুমের তালিকায়

কবে ফিরবে মায়ের বুকে, নিশ্চায়তা নাই।

গায়ের জোরে করছে শাসন

হিটলারি কায়দায়

বাকশাল আবার আসল ফিরে

গণতন্ত্রের জায়গায়।

বিষয়: বিবিধ

৭৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363291
২২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাতির বোন, তাকে ডাইনী বলতে নেই!
363300
২২ মার্চ ২০১৬ রাত ০৮:৩৮
অনেক পথ বাকি লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : জাতির বোন, তাকে ডাইনী বলতে নেই!
363303
২২ মার্চ ২০১৬ রাত ১০:১০
আব্দুল্লাহ আল রাহাত লিখেছেন : ডাইনি নয় যেন অস্ত একটা ফেরাঊন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File