হ্যাকার যদি হয় শেয়ার বাজারের অভিশপ্ত দরবেশ বাবা!
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ১০ মার্চ, ২০১৬, ১২:১৫:০৫ দুপুর
হ্যাকিং মামুলি কোন ব্যাপার নয়, সময়ের সাথে সাথে সাইবার নিরাপত্তার জন্য কঠিন ও জটিল প্রযুক্তি আবিষ্কার হয়েছে। তাত্ত্বিকভাবে যে কোন সাইবার নিরাপত্তা ও গোপনীয়তাকে ভাঙ্গা সম্ভব হলেও প্রায়োগিকক্ষেত্রে তা অসম্ভব গণনা হিসাবে দাঁড় করা হয়। তারপরও আইনের ফাঁক-ফুকর এর মত এই জগতটারও ফাঁক-ফুকর আছে। তা তো আর যদু মদু দিয়ে সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কেউ হ্যাকিং এর সাথে জড়িত থাকলে তখন বিষয়টা পান্তা ভাতের মত সহজ। যেমন আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড়টা কাউকে দিয়ে বলেন আমার ফেসবুক হ্যাক হয়েছে তাহলে এমন হ্যাকিং তো যদু মদু যে কেউ করতে পারে।
আমাদের দেশের রিজার্ভের অর্থের হ্যা্কিং নিয়ে তোলপাড় চলছে। সবাই হ্যাকারের গুণকীর্তন করছে। কিন্তু এটি হ্যাকিং না চুরি তা নিয়ে মাথা গামাচ্ছে না। শেয়ার বাজারের দরবেশ বাবার অভিশপ্ত নজর এবার রিজার্ভের অর্থের উপর পড়ছে কিনা!
সুইফট(সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) কর্তৃপক্ষ বলেছে, ‘তাদের নেটওয়ার্ক অপব্যবহার হয়েছে, এমন কোনো লক্ষণ এখনো পাওয়া যায়নি।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বেলজিয়ামভিত্তিক আন্তব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সুইফটের এক বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সুইফট কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে। প্রেরণকারী ও গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে যে বার্তা বিনিময় হয়েছে, সেটি ছিল বিশ্বাসযোগ্য (অথেনটিক)। এখন পর্যন্ত আমাদের নেটওয়ার্ক অপব্যবহার হয়েছে, এ রকম কোনো লক্ষণ পাওয়া যায়নি।’
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন