প্রভাত বলে দেয় দিনটা কেমন যাবে...

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৪২:২৬ দুপুর

২০০৯ সালের এই দিনে পিলখানায় বিডিয়ার বিদ্রোহের নামে পরিকল্পিত নারকীয় নরহত্যা সংঘঠিত হয়। ভাষা শহীদের সাথে এই মাসের শেষ দশকে এই দিনে আরো কিছু শহীদ যুক্ত হয়ে জাতির শোককে বাডিয়ে দিল। শেখ হাসিনার উচ্চবিলাসী শাসনের পথ দীর্ঘায়িত করার প্রথম পদক্ষেপ ছিল পিলখানা গণহত্যা, তা জাতি এখন হাড়ে হাড়ে ঠাহর করতে পারছে । সেই যে শুরু হল হত্যা তা এখনো চলছে। কেউ স্বীকার হচ্ছেন বিচারবিভাগীয় হত্যাকাণ্ডের, আবার কেউ গুম ও ক্রসফায়ার নামক প্রশাসনিক অস্ত্রের। শেখ হাসিনার স্বৈর ও অপশাসনের জন্য যেই কাঁটা হয়ে আবির্ভুত হয় তার বিনাশ অনিবার্য হয়ে উঠছে। ভারতের র ও দেশীয় বামপন্থিদের নিয়ে শেখ হাসিনার এই মহাপরিকল্পনার শেষ কোথায় তা কেউ আঁচ করতে পারছে না।

এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রমিক ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসি সেনা অফিসারদের পরিকল্পিত হত্যা করা হয়। পরবর্তীতে যাদেরকে বিচারের নামে বিভিন্ন সাজা দেওয়া হয় তাদের বেশীর ভাগই ছিল ইসলামপ্রিয়। অনেক বিডিয়ার সদস্যকে মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে সাজা দেওয়ার অভিযোগ রয়েছে।

যাদের পোস্টিং পিলখানায় ছিল না তাদের কেন ডেকে আনা হলো ? সেনাবাহিনীকে কেন প্রতিরোধ করতে দেওয়া হল না? তার সতুত্তর এখনো রইল অধরা।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360431
২৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File