নাবিক তুমি যাত্রা পথ বদল কর

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ১০ নভেম্বর, ২০১৫, ০৬:০৩:২৬ সন্ধ্যা

আজ দেশে কেউ নিরাপদ নয়। রক্তের বিনিময়ে পাওয়া এই দেশটি আজব দেশে পরিনত হয়েছে। প্রিয় ভূখণ্ডটি যেন হীরক রাজার দেশ। সুরঞ্জিত বাবুর ভয়, কখন গলাটা পিছন দিয়ে কেটে না ফেলে! সুরঞ্জিত বাবুর জীবন নাশের আশঙ্কার এমন অভিব্যক্তি বলে দেয়, বাঙ্গালী জাতিকে নিয়ে নাবিক অজানা অচেনা তীরে ভিড়তে চাচ্ছেন। পথ চলায়, তীরে ভিড়ার আগে, নাবিক কোন অচেনা মহাসাগরে গিয়ে পথ হারিয়ে ফেলেন কিনা এই আশঙ্কা যাত্রীদের মাঝে প্রবল থেকে প্রবল হচ্ছে। সকল চিন্তাবিদ বুদ্ধিজীবি যাত্রীরা নাবিকের পথ চলা নিয়ে শংকিত। সবার আশঙ্কা নাবিক যাত্রীদের নিয়ে পথ হারাবেন। সবার জন্যে ডেকে আনবেন বিপদ। বুদ্ধিমান যাত্রীদের আকুতি, “নাবিক তুমি যাত্রা পথ বদল কর” কিন্তু নাবিক অসম্ভব অত্তবিশ্বাসী, তার প্রত্যাশা তিনি অচেনা তীরকে খোঁজে পাবেন। বুদ্ধিমান যাত্রীদের আকুতি বাড়ছে, আর নাবিক ক্ষিপ্ত হয়ে কিছু যাত্রী মহাসাগরে ফেলে দিচ্ছেন।

বিষয়: রাজনীতি

৯৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349273
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : নবিক যদি সত্যই কিছু যাত্রীদের সাগরে ফেলেদিয়ে থাকেন তাহলে বলব তার আত্মবিশ্বাস দৃঢ় নয়৷ দৃঢ় হলে অবশ্যই তীরে পৌঁছবে৷ ধন্যবাদ৷
349289
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File