অন্যলোকে ষোলকলায়

লিখেছেন লিখেছেন জাফরানি ২৯ এপ্রিল, ২০১৪, ১১:০৪:১১ সকাল

ভাঙা বেহালাটা; অযথায় বাজে

দুপুরে সাঁঝে, ঘুমের কোনে স্বপনের কাছে

বিষাদে বিলাসে।

জেদি হাওয়ায় রঙে নক্সায়

যেন বাঁসুরে রূপাই,

আমার খোঁপায় পরায় ভুঁই-ফুল।

কখনোবা পাগলা শানাই

অন্ধ বেজায়

স্বপ্নলোকে ষোলকলায়।



বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215227
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩২
মুহছিনা খাঁন লিখেছেন : খুব সুন্দর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File