স্বামী-স্ত্রীর ঝগড়া
লিখেছেন লিখেছেন দৃষ্টিহীনের অন্তর্দৃষ্টি ০৪ মে, ২০১৪, ১১:৩২:৫৩ সকাল
স্বামী: সারাদিন অফিস শেষে রাতে তোমার এই ক্যাচর-ক্যাচর শুনতে ভাল লাগে না।
স্ত্রী: ভাল না লাগলে তোমাকে শুনতে বলতেছে কে?
রেগে-মেগে স্বামী বের হয়ে যাচ্ছে।
স্ত্রী: যাচ্ছো কোথায়?
স্বামী: নারায়নগঞ্জের দিকে !!
স্ত্রী: আমি প্রতিদিন শীতলক্ষার পাড়ে বসে থাকতে পারবো না। একজেক্ট ভেসে উঠার ডেটটা বলে যাও। যত্তসব।
স্বামী: এবার কিন্তু সত্যি সত্যি নারায়নগঞ্জের দিকে যাবো। হুহ!
স্ত্রী: একই কথা কালকেও বলেছিলে। কিন্তু নীচে গিয়ে মানিকের দোকানে ২ কাপ চা, ৩ টা বিড়ি খাইছো। বিলও দাও নাই। সকালে বাবলু বাটার কিনতে গিয়ে, এই কথা শুনে, বিল দিয়ে এসেছে। এইরকম খাচ্চরের সাথে কেমনে যে সংসার করতেছি, একমাত্র আমিই জানি !
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন