পূর্ণতা

লিখেছেন লিখেছেন দৃষ্টিহীনের অন্তর্দৃষ্টি ০৩ মে, ২০১৪, ০৯:০৬:৫০ সকাল

-ময়না !!

-উমম ??

-তুমি হ্যাপি তো ?

-হুম ... অনেক !!

-কোনো পিছুটান বা অপূর্ণতা নেই তো তোমার?

-তোমার বুকে মাথা রেখে শুয়ে আছি ... এর থেকে পূর্ণতা আর কি আছে?

-তাহলে এভাবে নির্জীবের মত শুয়ে আছ কেন?

-কি করব?

-কিছু বল।

-কি বলব.. কতদিন স্বপ্ন দেখেছি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো... আজ থেকে আমার স্বপ্ন পূরণ হবে.. আর তুমি যেভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছো ... চুল ধরে টানছ.. আমার অনেক ভালো লাগছে.. আমি চুপ থেকে এই অনুভুতি গুলো নিচ্ছি.. আজকের রাতটা আমার জন্য অনেক অনেক সুখের।

-হুম

-আচ্ছা ... আমি যদি বিয়েতে রাজি না হতাম? কি করতে তুমি?

-জানি না কি করতাম .. তবে পাগল হয়ে যেতাম সত্যি ..

- অন্য কাওকে নিয়ে আসতে তোমার জীবনে?

-পাগলে কি না করে...

-আহহ .. দুষ্টামি করবানা ... সত্যি সত্যি বল

-আমি সত্যি জানি না কি করতাম। কারণ আমি কখনই ভাবিনি তোমাকে পাব না বা অন্য কেও আমার জীবনে আসবে।

-তোমার কষ্ট হবে না? আমি তো তোমাকে সব দিক দিয়ে সুখী করতে পারব না.

-তুমি আমার কাছে আছ..পাশে আছ.. তোমার ছোয়া পাচ্ছি .. তোমার চুলের গন্ধ নিতে পারছি.. তোমার আদর পাচ্ছি আর তো কিছু চাওয়ার নেই আমার..

-আমার ভয় হয় .. যদি কখনো তুমি মন খারাপ কর বা এটা নিয়ে কোনো কথা বল আমি হয়তো সহ্য করতে পারব না।

-আরে!! পাগলি!! কাদছ কেন? প্রমিজ করছি .. কোনদিন এটা নিয়ে কোনো ধরনের কথা বলব না..

-হুম .. আই লাভ ইউ !! উম্মা।

-এবার এখানে একটা ..

-পারব না !!

-দাও না ??

-বললাম তো পারব না !!

-আচ্ছা !

- রাগ করলে ? রাগ করে না আমার হুতুম পেচা। . হি হি। .

-আমাকে হুতুম পেচা বললা কেন?

-বেশ করেছি বলছি.. যখন যে নাম ডাকতে ইচ্ছা করবে আমি সেই নামেই ডাকব

-ওকে!! আমার টিকটিকি!!

-আহঃ টিকটিকি বললা কেন? এখন আমার গা গুলাচ্ছে..

-বা রে.. তুমি আমাকে যে নাম ইচ্ছা ডাকবা আমি ডাকতে পারব না?

-না তুমি আমাকে ময়না বলেই ডেকো .. আমার এটাতেই অনেক অনেক বেশি আনন্দ হয়.

-হুম

-আঃ .. কানে কামড় দিলা কেন?

-ব্যাথা পেয়েছ ময়না?

-হি হি .. না সুরসুরি লাগছে।

-লাগুক !!

কিছুক্ষণ নিরবতা।

-আমার লিপিস্টিক সব উঠে গেল..

-যাক

-পেট খারাপ হবে তো

-হবে না

-আচ্ছা তুমি ওরকম ভাবে নিতার দিকে তাকিয়েছিলা কেন?

-কখন আর কিভাবে?

-আমি দেখেছি। আমার দিকে তো তোমার নজরই ছিল না। ভাবছিলা একে তো পেয়েই গেছি এখন অন্য দিকে একটু তাকাই।

-হা হা। নিত না তোমার কাজিন। ওর দিকে তাকালে ক্ষতি কি? মামাতো হলেও তো আমার একমাত্র শালী।

-ওর আর কখনই তাকাবা না।

-হুম.. দেখছিলা নিতার চুলে কি সুন্দর বেলি ফুলের মালা ছিল..

-ওটা বেলি ফুল না। বকুল ফুলের মালা

-ওহঃ .. যাই হোক বকুল ফুলের মালা তে নিতাকে খুব সুন্দর লাগছিল।

-আমার মাথায় কি ফুলে মালা জানো? নাকি দেখার সময়ই পাও নাই?

-আরে!! মাথা ঢেকে রাখলা কেন? আরে কর কি? এটা কোনো কথা হলো? মালাটা খুলে ফেললা কেন? আর কি হলো? আমার বুকের উপর থেকে নেমে গেলা কেন?

-বিয়ের রাত ও গেল না আর আমাকে অবহেলা করা শুরু করে দিলা.

-আরে পাগলি। শোনো।

-তোমার কোনো কথাই আমি শুনব না !! সরো .. আমার কাছে আসবা না।

-ময়না!! তাকাও এদিকে। .... হুম। .. আচ্ছা কানটা খোলা আছে নাকি সেটাও বন্ধ হয়ে গেছে..

-তোমার কথাও শুনব না. যাও মেঝেতে ঘুমাও। .

-হা হা। . শোনো। তোমার চুলে বেলি আর বকুল দুই ফুল মিলিয়েই মালা ছিল.. বেলি ফুল ছিল একশ বিরানব্বই টা কারণ আমি তোমাকে একশ বিরানব্বই সপ্তাহ ভালবাসি আর প্রতিটা বেলি ফুলের মাঝে বকুল ফুল ছিল মোট দুই হাজার পাচশ বাসট্টি টি। দুই হাজার পাচশ বাসট্টি বার তোমার ঠোঠের ছোয়া আমি পেয়েছি। নয়টা সবুজ ঘাস ফুল আছে, এই নয়বার আমি তোমাকে পেয়েছিলাম আমার মনের মত করে, আরো দেখো সতেরটা কালো গোলাপ আছে, এই সতের ঘন্টা তুমি আমার উপর রাগ করে ছিলা। আর একটাই দেখো লাল গোলাপ। আমার জীবনে তুমি একমাত্র এবং আমি চাই তুমি আমার জীবনটা সুগন্ধিতে ভরিয়ে দাও। .... ওহহ .. এভাবে কেও ঝাপ মারে? আমি ব্যাথা পাচ্ছি তুমি ও তো পেলে।

-গুল্টুশ .. আমি সরি। আমি আসলেই অনেক সুখী তোমাকে পেয়ে .. উম্মা।!!

-আমিও!! উম্মা !!

-আঃ কোথায় হাত দাও। তুমি জানো না ?

-সরি ময়না !! আমি ভুলে গেছিলাম যে ডান পাশেরটাই কেটে বাদ দেয়া হয়েছে। সরি সোনা পাখি। আর কোনদিন ভুল হবে না ..

-হুম

-এবার আমার দিকে একটু মুখ তুলে তাকাও !!

-আগে লাইট অফ করে আসো .. আমার লজ্জা করছে !!

অন্ধকার হলেও ভালবাসার আলোয় ভরে উঠলো সারা ঘর!!

বিষয়: বিবিধ

২৪৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216884
০৩ মে ২০১৪ দুপুর ০২:৩৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যাহ কি সব এখানে হচ্ছে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File