আমাদের বরিশাল যে সব বিষয়ে সেরা
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৯:৩৩ রাত
★যদি বলা হয় বাংলার রানী বলা হয়
কাকে???
উত্তরঃ বরিশাল
★বরিশাল একটি মাত্র বিভাগ, যাদের
সাথে ভারতীয় কোন বর্ডার সংযোগ
নেই।
★বরিশাল একটি মাত্র নাম, যে বিভাগের
প্রতিটা জেলার মানুষের ভাষা,
বরিশালের আঞ্চলিক ভাষা। এ রকম আর
কোন বিভাগে পাওয়া যবে না।
★বর্তমানে বরিশালে শিক্ষার হার সব
থেকে বেশি।
★বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর,
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল,
দেশের সাত বীরশ্রেষ্ঠের দুইজনই
বরিশালের সন্তান।
★মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টর গঠন করা
হয়েছিল বরিশালে, যার সেক্টর কমান্ডার
ছিলেন মেজর এম এ জলিল।
★রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস।
★সুরকার আলতাফ মাহমুদ।
★মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত।
★কবি আসাদ চৌধরি একুশে গানের
রচয়িতা কবি।
★সাংবাদিক-"মানিকমিয়া" জারনামে
করা হয়, ""ঢাকার মানিক-মিয়া এভিনিউ""
এবং সে দৈনিক ইত্তেফাক এর
প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
★লেখক গাফফার চৌধরি বরিশালে
জন্মেছেন।
★আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে
নেই।>>
★সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী
দাশের মতো মহিলা কবিরা বরিশালে
জন্মেছেন।
★""শেরে বাংলা একে ফজলুল"" ব্রিটিশরা
তাকে *টাইগার অব ""বেঙ্গল""* উপাধি
দিয়েছিল। তার মতো সাহসী রাজনিতিক,
অসাধারণ প্রতিভাবান,বিখ্যাত বক্তার
জন্মস্থান বরিশালে।
★বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ
আলী মাতুব্বর, অশ্বিনী কুমার দত্ত আরো
অনেকের জন্ম স্থান বরিশালে।
★যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু
বরিশালে।
★বাংলাদেশে তৃতীয় সমুদ্র বন্দর
বরিশালের পায়রা নদীতে।
★ "আবার আসিব ফিরে, ধানসিড়িটির
তীর" ধানসিড়ি নদীটিও কিন্তু বরিশালে।
★ দেশের সর্বোচ্চ সেতু - গাবখান
সেতুটিও বরিশালের ঝালকাঠিতে।
★ এছাড়াও কবি আহসান হাবিব, হানিফ
সংকেত, অভিনেতা মোশাররফ করিম, মীর
সাব্বির, তানিয়া আহমেদ, সোহেল রানা,
রুবেল, সুচন্দা, মিঠুন চক্রবর্তী, কন্ঠশিল্পি
জুয়েল, নচিকেতা, প্রমুখ।
★কোষ্ট গার্ড এর ট্রেনিং সেন্টার
বরিশালের পটুয়াখালীতে।
★বাংলাদেশের অন্যতম পর্যাটক কেন্দ্র
সাগরকন্যা বা কুয়াকাটা নামে পরিচিত
সেটাওবরিশালে অবস্থিত।
★বাংলাদেশের সবচাইতে সুন্দৱ মশজিদ
বৱিশালে গুঠিয়া মশজিদ
★এছাড়াও বিশ্বের অন্যতম খেলোয়ার
শাহরিয়া নাফিজ, সোহাগ গাজী, প্রসুখ
ব্যক্তিবর্গও বরিশালের।
★সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল
বাংলাদেশের খাদ্যভাণ্ডার নামে
পরিচিত। বরিশালে যে পরিমাণ খাদ্যশস্য
উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ
খাদ্য
চাহিদা মেটানো হয়।
★বরিশালের মানুষগুলো অনেক সহজ সরল,
অতিথিপরায়ণ ও আন্তরিক।
ধন্যবাদ
বিষয়: বিবিধ
২৯১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যা লিখেছেন তা যদি ইয়ার্কি হয়ে থাকে তবে ঠিক আছে। কিন্তু যদি সিরিয়াস হয়ে থাকেন, এটাকে এপ্রিসিয়েট করার কোনো কারন নেই। দেশের প্রত্যেক বিভাগ বা জেলারই কিছু না কিছু বৈচিত্র রয়েছে। একইভাবে জেলা অনুযায়ী মানুষের চরিত্র নিয়ে যে খারাপ কথা বলা হয়,তাও পরিতাজ্য.....
এগুল ভেদাভেদ বাড়ায়।
মন্তব্য করতে লগইন করুন