এটাই কি একুশে ফেব্রুয়ারির ইতিহাস??
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫২:৪৪ রাত
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ আমাদের ভাষা দিবস ১৯৫২ সালের এই দিনে অনেক আন্দোলন এবং জীবন ত্যাগের মাধ্যমে আমরা আমাদের এই মায়ের ভাষা পেয়েছি।
উপরের এই কথা টুকু আমার ধারণা ছিলো আমরা সবাই জানি। কিন্তু না জানি না। একটি ভিডিও দেখেছি যেখানে সাংবাদিক কিছু প্রশ্ন করে যে আজকের দিনে কি হয়েছিল??
কেউ উত্তর দিয়েছে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে।
কেউ বলেছে সাত মাস যুদ্ধ করে আমাদের যারা মারা গেছে তাদের জন্য এই দিন।
আরো অনেক এ ধরনের উল্টো পাল্টা জবাব।
আমি প্রথমে যদিও হেসেছিলাম এই সাক্ষাৎকার দেখে।
কিন্তু পরে অবশ্যই চিন্তা করলাম হায়রে লজ্জা তো আমাদের।
আমরা ছেলেমেয়েদের নিয়ে যাই ফুল দিতে। কিন্তু কেন ফুল দেই তার ইতিহাস তাদেরকে বলি না।
(আর যদিও আমি ফুল দেওয়ার পক্ষে না)
যাক তারপর ও বলবো।
ভাষা শহীদদের প্রতি হাজার হাজার
সালাম, যাদের ত্যাগের
বিনিময়ে পেয়েছি আমার মায়ের
মুখে শোনা প্রিয় বাংলা ভাষা।
আল্লাহ যেন তাদের মাপ করে দেন।
ও হ্যাঁ ভিডিওটির লিংক দিলাম. অবশ্যই দেখবেন কিন্তু
লিংক ( http://bit.ly/1AtDH7T )
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিডিও টি দেখার অনুরোধ করছি। যদি দেখে থাকেন তাহলে তো দেখলেন ই আমরা কই আছি। এটা আমাদের কতবড় লজ্জা।
মন্তব্য করতে লগইন করুন