এই তো ভালবাসা . অনেক দিন পর পোষ্ট টিই খুজে পেলাম

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১৩:৩৯ রাত

মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে যখন বলে তুই

নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছেনা। তুই

খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই

হয়তো ভালোবাসা..!

মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট

হাজার টাকা পাঠানোর পরে বাবা যখন

বলে আমাদের আর খরচ কি? তোর

টাকা লাগলে বলিস। অথচ

আমি জানি আমি ছাড়াও

ফ্যামিলিতে আরো পাচজন সদস্য আছে। তখন

ভাবি বাবার এই মিথ্যা কথাটাই

হয়তো ভালোবাসা..!

বাসা থেকে আসার সময় দাদু যখন

বলে আজকে না গেলে হয়না? তার

টলটলে চোখ দেখে মনে হয় এই মায়াকেই

হয়তো ভালোবাসা বলে...!

ভাবী ফোন করে যখন বলে পনেরো দিন

হয়ে গেলো অথচ তুমি আমার বাসায়

একবারো আসনাই, যাও আজকে থেকে কথা বন্ধ।

তখন মনে হয় এইতো ভালোবাসা..!

বন্ধুর থেকে ধার করা টাকায়

ছোটভাইকে দেয়া জামা পরে যখন ও

নাচানাচি করে, নিষ্পাপ মুখের ওই হাসিটুকু

দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা..!

বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে,

কেন আসছিস? আমার কোনো ভাই নাই,আবার

পরক্ষণেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়। তখন

মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা...!!!

শুধু প্রেয়সীর ললাটে চুম্বন

দেয়াকে ভালোবাসা বলেনা।

ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে,

শুধু নিতে জানতে হয়, বুঝে নিতে হয়...!!

আরো আগে ভালবাসা কি? এরকম একটি পোষ্ট করেছিলাম কিন্তু আমার টাইমলাইনে না একটি ফ্যান পেজে।

কিন্তু অনেকে কপি করাতে আর নিজের টাইমলাইন এ দেই নি আজ আবার ছোট এক ভাইয়ের ভালবাসা কি? এরকম একটি স্ট্যাটাস দেওয়াতে পোষ্ট টি খুজে পেলাম তাই আবার শেয়ার করলাম।

আগের প্রকাশিত লিংক http://bit.ly/1A1ivab

বিষয়: বিবিধ

১৫৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304996
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৮
হতভাগা লিখেছেন :


সফল নারী ও পুরুষের ভালোবাসা
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
246734
ভোলার পোলা লিখেছেন : হ্যাঁ
312476
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
আফরা লিখেছেন : ভালবাসায় ভরা পোষ্ট ভাল লাগল ।
312623
০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৭:২৭
কাহাফ লিখেছেন :
আপনদের অকৃত্রিম ভালবাসার তুলনা হয় না!
স্বার্থ বিহীন ভালবাসা এদের থেকেই পাওয়া যায় শুধু!!
319851
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
ভোলার পোলা লিখেছেন : ভালো লাগলো জেনে আমার ও ভালো লাগলো তবে মিস করি টুডে ব্লগ কে ডোমেইন পরিবর্তন হয়ে যায় বারবার তাই আশা হয় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File