এ কাল আর সে কাল (এস এস সি পরীক্ষা নিয়া কথা)
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৩৯:৫৩ সকাল
আমাদেরকার সময় পরীক্ষার পূর্ব রাতে গৃহ শিক্ষকদের
অনেক কদর থাকতো।কারন ধরেই নেওয়া হতো সে রাতে
শিক্ষক যা পড়াবেন,তাই আসবে।
↓↓↓__________________↑↑↑
ইদানিং পরীক্ষার আগের রাতে খুব কদর
থাকে ফেসবুক এক্সপার্টদের।এখন ধরেই নেওয়া হয়
ফেসবুকে যা পাওয়া যাবে পরীক্ষায় তাই অাসবে।
গত রাতে আমার এক ভাতিজাকে রাত দুইটার সময়ে
অনলাইন দেখে ধমক দিলে প্রতিউত্তরে জানালো , কাকা -
আমি অনলাইনে প্রশ্নপত্র খুজতেছি !!
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৯-১২ তারিখ ডিজিটাল মেলায় আসুন বঙ্গবন্ধু মৈত্রী সন্মেলনে।
যে ভাবে ডিজিটাইজড হচ্ছে আর কিছু দিন পরে প্রশ্নপত্র হাতে এসে দিয়ে যাবে!!
মন্তব্য করতে লগইন করুন