পর্দা নিয়ে দুইটি সত্ত্ব ঘটনা ও দুটি প্রশ্ন

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০০:০২ সকাল

মেয়েদের শরীরের সব চাইতে আকর্ষণীয় অঙ্গ তার বুক । একারনে মেয়েরা ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। মেয়েদের বুকে ওড়না দেয়া প্রসঙ্গে দুটি সত্যি ঘটনা এবং একটি প্রশ্ন ।

২০০৪ সাল । একটি সরকারি হাইস্কুলে ক্লাস এইটের বাংলা ক্লাস চলছে । হঠাৎ বাংলা স্যারের চোখ পড়লো একটি মেয়ের দিকে । তিনি লক্ষ্য করলেন, সব মেয়েরা মাথায় ওড়না দিয়ে এসেছে। সবার কামিজ ফুল হাতা । অথচ একটি মেয়ে হাফ হাতা কামিজ পরে এসেছে, মাথায় তো দূরে থাকুক বুকেও ওড়না নেই ! তিনি মেয়েটিকে সবার সামনে এনে দাড় করালেন ।

তারপর ওড়না পরা আরেকটা মেয়ে এনে তার পাশে দাড় করিয়ে সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই এই দুজনের দিকে তাকাও । ভালোভাবে লক্ষ্য করে দেখ, একজন ভ্রু প্লাক করে, হাফ হাতা কামিজ পরে, বুকে- মাথায় ওড়না না দিয়ে সেজে গুজে এসেছে। আরেকজন মাথায় ওড়না দিয়ে ঢেকে পর্দা করে এসেছে। কোন সাজগোজ করেনি । খুব সাধারন ভাবে এসেছে ।

তোমরা সত্যি করে বলবে, কাকে বেশী ভাল লাগছে,??

ক্লাসের সব ছেলে মেয়ে জবাব দিল, স্যার ওড়না পরা, ফুল হাতা কামিজ পরা মেয়েটিকে বেশী ভাল লাগছে ।

বাংলা স্যার মেয়েটিকে খুব কড়া ভাষায় জানিয়ে দিলেন, কালকে থেকে বুক খোলা রেখে ওড়না না পরে আসলে ক্লাশে ঢুকতে দেয়া হবে না!

আর যতদিন পর্যন্ত ফুল হাতা কামিজ না বানাবে ততদিন স্কুলে আসবে না!

মেয়ে তার বাসায় গিয়ে স্যারের বিরুদ্ধে নালিশ করলে পরদিন তার বাবা হেড স্যারের কাছে বাংলা স্যারের উপযুক্ত বিচার দাবি করলো ।

হেড স্যার গার্জিয়ানের নোংরা মানসিকতা দেখে তার মেয়েকে টি সি দিয়ে স্কুল থেকে বের করে দিল!

ঘটনা -২

প্রায় ১১বছর পর...

২০১৫ সাল । অন্য একটি সরকারী হাইস্কুল । ক্লাস নাইনের একটি মেয়ে ওড়না মাথায় দিয়ে বারান্দা দিয়ে হেটে ক্লাসে যাচ্ছিল ।

হেড স্যারের নজরে পড়লো মেয়েটি ।

তিনি ডাক দিলেন মেয়েটিকে ।

মেয়ে:- আসসালামু আলাইকুম স্যার । আমাকে ডেকেছেন ?

হেড স্যার:- আজকে তোমার বিয়ে নাকি ? বিয়ের কনে সেজে আছো কেন ?

মেয়ে:- মাফ করবেন । আপনার কথাটা বুঝতে পারলাম না স্যার ।

হেড স্যার:- বিয়ের কনে দের মত ওড়না দিয়ে ঘুমটা দিয়ে আছো কেন??

এটা স্কুল ,এখানে হুজুর গিরি করে ওড়না মাথায় দেয়া যাবে না ।

ওড়না খোল । আমার স্কুলে হুজুর গিরি করা চলবে না ।

মেয়ে :- কিন্তু স্যার, আমি তো ওড়না ছাড়া কখনও বাড়ির বাইরে যাইনি!

হেড স্যার:- বাড়ির বাইরে যাও আর না যাও, তোমার যেখানে খুশি সেখানে ওড়না মাথায় দিয়ে হুজুর গিরি করো, এতে আমার সমস্যা নেই । কিন্তু আমার স্কুলে ওড়না চলবে না । ওড়না খুলে ব্যাগে রেখে দাও বেয়াদব মেয়ে ।

পরদিন , মেয়েটির গার্জিয়ান হেড স্যারের কাছে জানতে চাইলো ওড়না ব্যবহার করলে সমস্যা কোথায় ??

হেড স্যার সাফ জবাব দিয়ে দিল, তার স্কুলে ওড়না পরে হুজুর সাজা চলবে না! এটা ওপর থেকে বলে দেয়া হয়েছে !

গার্জিয়ানের সমস্যা থাকলে তিনি মেয়েকে অন্য স্কুলে ভর্তি করাক !

অতপর, মেয়েটিকে টিসি দিয়ে দেয়া হল!

ওপরের দুটি সত্যি ঘটনা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগছে , ওপরের দুটি ঘটনাতেই মেয়ে গুলোকে স্কুল ছাড়তে হয়েছে । একজনকে ওড়না না পরার অপরাধে, অন্য জনকে ওড়না পরার অপরাধে! এখন প্রশ্ন হচ্ছে এইযে

২০০৪-২০১৫ মোট ১১ বছরে আমাদের মানসিকতার কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে ??

আমরা কি জানোয়ার থেকে মানুষের দিকে যাচ্ছি ? নাকি মানুষ থেকে জানোয়ার হচ্ছি???

বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303329
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : বেহায়াপনার "জয়" হচ্ছে
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
245357
ভোলার পোলা লিখেছেন : হ্যাঁ তাই হচ্ছে কিন্তু এর শেষ কোথায়?
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৫
245413
দ্য স্লেভ লিখেছেন : শেষ হল পতন। জালিমের পতন হবেই ইনশাআল্লাহ
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:২২
245447
ভোলার পোলা লিখেছেন : সেই অপেক্ষাই রইলাম .জয় হক আপনার মুখের
303330
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষ থেকে জানোয়ার হচ্ছি
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৮
245358
ভোলার পোলা লিখেছেন : ঠিক তাই আর এই জন্য ই আবার আসছে ১৪ ই ফেব্রুয়ারি!!!!! ..........
303347
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৩
245363
ভোলার পোলা লিখেছেন : ভালো লাগলো জেনে আমার ও ভালো লাগলো। ওয়েলকাম।
303350
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


দেশ ও সমাজ (মানে আমরাও)

এগিয়ে যাচ্ছে (জাহান্নামের দিকে)-

ভাবতে ভালো-ই লাগে
(ইবলিশ ও তার সাথীদের)

আল্লাহুম্মা আযিরনা মিনান নার..
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৩
245364
ভোলার পোলা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক তাই।
303351
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪২
প্রেসিডেন্ট লিখেছেন : এত কিছুর পরও মানুষ নির্বিকার! মুসলমানদের ঈমান আজ কোথায়?
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৫
245365
ভোলার পোলা লিখেছেন : আপনার মতো এরকম হাজারো মানুষের প্রশ্ন। কিন্তু উত্তর কই!??
303369
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
বাকপ্রবাস লিখেছেন : বললে কথা ভয় লাগে তাই আজ থাক
রইলাম নির্বাক
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৩
245443
ভোলার পোলা লিখেছেন : এই একটি কথাই তো ভয় ভয় ভয় r জন্যই পারছিনা লিখতে পারছি না বলতে
303374
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
আবু জান্নাত লিখেছেন : এসব তো স্বাধীণতা ও বাঙ্গালী হওয়ার চেতনা থেকে তৈরী হচ্ছে। যেমন স্বাধীণতার চেতনা মানে শাহবাগের যৌন জাগরণ, বা‌ঙ্গালী হওয়া মানে বোরকা ও ওড়না দূরে ছুড়ে ফেলা। চেতনাধারীরাই তো মিডিয়ার মাধ্যমে আজ জাতিকে পশুত্বে দিকে নিয়ে যাচ্ছে।
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৫
245444
ভোলার পোলা লিখেছেন : এই একটি কথাই তো ভয় ভয় ভয় r জন্যই পারছিনা লিখতে পারছি না বলতে
303388
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৬
শেখের পোলা লিখেছেন : পানিকে একজন পানিই দেখে আর অন্য এক জন সেখানে নাকি কুত্তার বাচ্চা দেখে৷ তফাত হল প্রথমজন সুস্থ মানুষ আর দ্বিতীয় জন জলাতঙ্কের রুগী৷
কিন্তু আমি আমার দোষ স্বীকার করেই বলি, এগুলো ৪৪ বছর আগে কেন চিন্তা করিনি৷
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৭
245445
ভোলার পোলা লিখেছেন : কেও কি জ্যান্ত তখন ? যে আজ এই ব্যবস্থা হবে?
303405
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আধুনিক(!) হেডমাস্টার রাই হইল এ্ই দেশের এই অবস্থার জন্য প্রধান দায়ি।
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৯
245446
ভোলার পোলা লিখেছেন : আর যারা এই হেডমাস্টার দেড় চালান তারা?
১০
303503
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২৬
লজিকাল ভাইছা লিখেছেন : সভ্য মানব সমাজ ছেড়ে ডিজিটাল জংল সভ্যতার দিকে চলছি।
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০১
245513
ভোলার পোলা লিখেছেন : তাহলে এর শেষ কোথায় ?
১১
303523
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৬
ছালসাবিল লিখেছেন : Surprised Worried আরেরো অনেনেনেনেক পরিবর্তনহবে মোনে হচ্ছে ভাইয়া Day Dreaming Broken Heart
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
245514
ভোলার পোলা লিখেছেন : না তা আমার ধারা সম্ভব না
১২
303532
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৬
হতভাগা লিখেছেন : আমরা দিনকে দিন আরও আধুনিক মনঃষ্ক হচ্ছি
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
245515
ভোলার পোলা লিখেছেন : এ ধরনের আধুনিকতা তো আমরা কখন চাই নি
১৩
304493
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। এর জন্য আমরা সবাই দায়ী। তাই বাস্তবতাকে অনুধাবন করে যত তাড়াতাড়ি নিজেকে, পরিবারকে, সমাজকে পরিশুদ্ধ করতে এগিয়ে আসবো ততই মঙ্গল। তার তা না হলে অবধারিত সর্বনাশা ভয়াবহ পরিণাম। বারাকাল্লাহু ফিক।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৮
246319
ভোলার পোলা লিখেছেন : একমত ।
পড়ার জন্য শুকরিয়া ভাই
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৩
246320
ভোলার পোলা লিখেছেন : ওয়ালাইকুম সালাম
ভালো লাগলো পড়ে মন্তব্য করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File