তাহলে কি কৃষক হারিয়া যাবে?
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৭:১৮ বিকাল
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানকার ৭০% মানুষ কোন না কোন ভাবে কৃষি কাজের সাথে জরিত।
অর্থাৎ এমন অনেকে আছেন ব্যবসা বা চাকরি করেন কিন্তু কৃষি কাজের সাথে জরিত।
সেই দেশে এখন ধানের দাম তুলনা মুলক ভাবে অনেক কম।
তার মধ্যে আবার গতকাল পত্রিকায় দেখলাম ভারত থেকে চাল আমদানি করবে বাংলাদেশ।
আমার এলাকায় সবাই কৃষি নির্ভর।
কাল আমার এক কাকা ফোন দিয়ে জানতে চাইলেন দেশের এই অবস্থায় চাল ধানের দাম বাড়বে কি না?
আমি তাকে বললাম জানি না কাকা তবে খুবই কম সম্ভাবনা রয়েছে দাম বাড়ার।
সে একটি দির্ঘ্য নিঃস্বাস পেলে বললেন।
জানি না বাপু কৃষি কাজ ছেড়ে দিবো।।
আমার আসলে জানি না সরকার কৃষকের পক্ষে কি করছেন????
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন