তাহলে কি কৃষক হারিয়া যাবে?

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৭:১৮ বিকাল

বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানকার ৭০% মানুষ কোন না কোন ভাবে কৃষি কাজের সাথে জরিত।

অর্থাৎ এমন অনেকে আছেন ব্যবসা বা চাকরি করেন কিন্তু কৃষি কাজের সাথে জরিত।

সেই দেশে এখন ধানের দাম তুলনা মুলক ভাবে অনেক কম।

তার মধ্যে আবার গতকাল পত্রিকায় দেখলাম ভারত থেকে চাল আমদানি করবে বাংলাদেশ।

আমার এলাকায় সবাই কৃষি নির্ভর।

কাল আমার এক কাকা ফোন দিয়ে জানতে চাইলেন দেশের এই অবস্থায় চাল ধানের দাম বাড়বে কি না?

আমি তাকে বললাম জানি না কাকা তবে খুবই কম সম্ভাবনা রয়েছে দাম বাড়ার।

সে একটি দির্ঘ্য নিঃস্বাস পেলে বললেন।

জানি না বাপু কৃষি কাজ ছেড়ে দিবো।।

আমার আসলে জানি না সরকার কৃষকের পক্ষে কি করছেন????

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302596
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৯
নারী লিখেছেন : Worried Worried Worried
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৯
245138
ভোলার পোলা লিখেছেন : নারী কি লিখছেন বুঝলাম না তো?
302599
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৬
হতভাগা লিখেছেন : আপনি কি ১০ টাকায় ১ কেজি চলা পেতে চান না ?
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৪
245004
ভোলার পোলা লিখেছেন : ন্যা আমি পেতে চাঁই না এরকম ভাবে চাঁই না
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৪
245010
হতভাগা লিখেছেন : আপনি পেতে না চাইলেও দেশের ৮৭% আসনের মানুষ সেটা পেতে চেয়েছিল ।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৬
245137
ভোলার পোলা লিখেছেন : ভাইরে আমিও চাই কিন্তু এভাবে চাই না যেই চাল উতপাদন করতে খরচ ৩০ টাকা তা যদি ২৮ টাকা কৃষক বিক্রি করে তাহলে কি কৃষক থাকবে?
302616
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কৃষক যে ধান বিক্রি করে ১৫ টাকা কেজি সেই ধানের চাল হয়ে যায় ৫০ টাকা কেজি! ১ কেজি ধান থেকে যদি আধাি কেজি ও চাল হয় তাহলেও সমস্ত খরচ মিলে ৪০ টাকার বেশি হতে পারেনা। বাতি ১০ টাকা যায় কিছু মুনাফাখোর এর পকেটে!
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৬
245005
ভোলার পোলা লিখেছেন : হাঁ সুন্দর বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File