পাখি ড্রেস নিয়ে দুটি কবিতা (ফেসবুক থেকে)
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২৪ জুলাই, ২০১৪, ০৪:৫০:০৫ রাত
পাখি ড্রেস নিয়ে দুটি কবিতা
কবিতা ১
সাথী তুমি রাগ করোনা, খোল তোমার আখি;
তোমার জন্য আনবো কিনে, নতুন জামা পাখি ।
স্টার জলসা দেইখা যখন, হইছ ঈমান হারা; জানি এখন ঘুম হবেনা, পাখি জামা ছাড়া । কি লাভ হবে একা বলো, তোমায়
দোষী করে;
পাখি জামা না পাওয়াতে, একটা গেছে মরে।
একটায় দিছে স্বামী তালাক, হইছে অন্যের বধু;
হায়রে মরার পাখি জামা, জানিস কত জাদু ।
যে জামাটা লাগবে সদায়, দ্বীন ধর্মের কাজে;
সে জামাটা যায়না পাওয়া, কোন নারীর মাঝে ।
হায়রে নারী পর্দা ছাড়ি, ছুটছ কিসের পিছে;
একটা কথা মনে রেখো, এই দুনিয়া মিছে । সময়
থাকতে ওহে নারী, কর খোদার কাম; না হয়
শেষে ভাগ্যে তোমার, মিলবে জাহান্নাম ।
কবিতা ২
কলি যুগের এই মডার্ন নারীরা,
ভীষন রকম চালাক।
.
"পাখি ড্রেস" না হলে স্বামীকে বলে,
দিয়ে দেব তবে তালাক।
.
এই কথা শুনে নীরিহ স্বামীর,
অন্তর উঠে কেঁপে।
.
পাখি ড্রেসের জন্য বউটা,
এইভাবে গেল ক্ষেপে?
.
স্বামী বলে ঐ জামদানি দেখ,
আছে সুতির শাড়ি।
.
বউ বলে উঠে "পাখি" না হলে,
ফিরবনা আর বাড়ি।
.
অসহায় স্বামী মেনে নিল শেষে,
বউয়ের কঠিন রাগিনী সুর।
.
শপিং মলের পরতে পরতে,
পাখি ড্রেসে ভরপুর।
.
পাখি ড্রেস কিনে মানিব্যাগ খালি,
সব টাকা গেল চলে।
.
আকাশ ছোয়া দাম প্রতিটার,
জলসার নায়িকা পরেছে বলে।
.
বাঙ্গালী ললনার ভাল লাগেনা,
জামদানি- মসলীন।
.
"ঝিলিক-পাখিতে বুদ হয়ে আজ,
নারীরা বিবেকহীন।
.
# কবিতা - "পাখি ড্রেস"
বিষয়: বিবিধ
৩২০২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'' বোঝে না , সে বোঝে না ''
পুরুষদের কি এরকম কাহিনী করার কোন অপশন আছে যাতে বউদের উপর রাজ করা যায় ?
মন্তব্য করতে লগইন করুন