সময়ের চাইতে জীবনের মুল্য অনেক বেশি!!!!

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২২ জুলাই, ২০১৪, ০৯:৩২:১৯ রাত

সতর্কতা মুলক পোস্ট

আমরা যারা বাইক চালাই তারা সবসময় ভাবি সামনের গাড়িটি কে পিচে ফেলতে হবে।

ছোট বেলায় আব্বুর কাছ থেকে গল্প শুনতাম. তিনি বলেছেন মনে কর নদীতে তুমি নৌকা চালাচ্ছো এখন তোমার আগুন দরকার তাহলে দ্রুত চালিয়ে সামনে যেই নৌকা আছে সেখান থেকে আগুন নিবে কখনো পিছনের নৌকা থেকে নিবে না। আসলে এই কথাটা শুধু নৌকার খেত্রে মোটরসাইকেল এর খেত্রে না।

এতো কথার উদ্দেশ্য আমি নিজেই বাইক খুব আস্তে চালাই তেমনি আজ বৃষ্টির কারণে একটু দ্রুত মোটামুটি 80 এর উপর দিয়ে চালিয়ে আসছি। সামনে একটি গাড়ি কে অতিক্রম করতে গিয়ে পিছনের চাকা পিছলে গিয়ে মোটামুটি একটি এক্সিডেন্ট থেকে বেচে গেলাম। এবং পরে শপথ করলাম আর জোরে মোটরসাইকেল চালাবো না।

তাই আবারো বলি

মনে রাখবেন সময়ের চাইতে জীবনের মুল্য অনেক বেশি

বিষয়: সাহিত্য

১০৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247352
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৫১
আফরা লিখেছেন : সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশ...।সময়ের মূল্য ও কম না লক্ষ টাকা দিয়েও সময়কে আটকানো যায় না ।তাই সময়ের সঠিক ব্যাবহার করুন পরে যাতে আফসোস করতে না হয় ।
247374
২২ জুলাই ২০১৪ রাত ১০:৩৮
ভোলার পোলা লিখেছেন : হ্যাঁ সুন্দর কথা বলেছেন। কিন্তু এটা মোটরসাইকেল এর উপরে বসে চিন্তা করলে হবে না।

যতগুলো দুর্ঘটনা মোটরসাইকেল এ হয় তা একমাত্র বেপরোয়া চালানোর খেত্রে।
মতামতের জন্য আবারো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File