২০১৫ সালের ১ম ভ্রমণ পরিকল্পনা : কুয়াকাটা
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২৫ জানুয়ারি, ২০১৫, ০১:৪৮:০০ দুপুর
ভ্রমণ ভাবনায় কুয়াকাটা
ঘুরার একটা ঘোড়ারোগ আমার আছে তাতো জানেনই। বিয়ে করার পরপর রোগটার প্রকপ কিছুটা কমে ছিল। গত প্রায় দু’বছর যাবত রোগের প্রকপটা বেশ বেড়েছে, এখন মনে হয় চরম পর্যায়ে আছে। এই বছরের অনের গুলি ভ্রমণ পরিকল্পটা করেছি। সারা বছর জুড়েই ভ্রমণ প্লান তৈরি করেছি তার কতগুলি সফল হবে কে জানে। যাওয়া হোক আর নাই হোক, এই যে পরিকল্পনা করছি ভ্রমণের এতেও একটা আনন্দ আছে। একেই বলে মানস ভ্রমণ।
এই বছরের প্রথম ভ্রমণ পরিকল্পনা কিছু কুয়াকাটায়। গত ২২জানুয়ারি ২০১৫ রাতে সিনিয়রদের ১০ জনের গ্রুপের সাথে যাওয়ার কথা ছিল কুয়াকাটা। সকলেই তারা চাকুরীজীবী, ছুটি নাই তাই প্লানটা ছিল এমন যে বৃহস্পতিবার রাতে রওনা হয়ে শুক্রবার রাত কুয়াকাটা কাটিয়ে শনিবার রাতের বাসে ঢাকার দিকে রওনা হয়ে রবিবার সকালে পৌছে যাব।
কিন্তু দুঃখজনক ভাবে আমার প্রথম এই ভ্রমণই স্থগিত হয়ে গেছে দেশের চলমান অস্থির পরিস্থিতির জন্য। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোন বৃহস্পতি বার রাতে এই ভ্রমণ শুরু হয়ে যেতে পারে।
পরিকল্পনা :
দিন : ০ : রাতের নন এসি বাসে ঢাকা থেকে কুয়াকাটা।
দিন : ১ : ফাতরার চর ভ্রমণ + সৈকত ভ্রমণ + সমুদ্র স্নান + সি ফিস মিউজিয়াম + সীমা মন্দির + কেরানি পাড়ার কুয়া + আদিবাসী গ্রাম দর্শন + সূর্যাস্ত দেখা + রাতের সৈকত ভ্রমণ + হোটেলে রাত্রিযাপন।
দিন : ২ : সূর্যোদয় দেখা + ৭ কিমি দূরের মিস্ত্রীপাড়ার বুদ্ধ মন্দির + সমুদ্র স্নান + রাতের বাসে ঢাকার যাত্রা।
দিন : ৩ : সকালে ঢাকায় ফিরে ভ্রমণ সমাপ্ত।
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ এখন চরম দুশ্চিন্তায় দিন গুজরান করছে আর আপনি আছেন ভ্রমনের পরিকল্পনা নিয়ে !
রানা প্লাজার ঘটনার পর দেশ যখন শোকে মুহ্যমান তখনও মেরিল-প্রথম আলোরা তাদের অনুষ্ঠান বন্ধ করে নি । সেটা বন্ধ করলেই কি নিহতরা ফিরে আসতো ?
বাড়িতে কোন দুঃখ জনক ঘটনা ঘটলে পূর্ব নির্ধারিত উতসব বাতিল করা হয় ।
আমার ভ্রমণও তো বাতিল করেছি দাদা।
আপনি প্রথমেই একটা ভুল করেছেন, বর্তমান পরিস্থিতিতে কারোই পৌষ মাস নেই সবারই সর্বনাশ।
মন্তব্য করতে লগইন করুন