এলোমেলো ছবি গুলো - ১০

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১৪ ডিসেম্বর, ২০১৪, ১২:২১:৪১ দুপুর

বিভিন্ন সময়ে তোলা ও বিভিন্ন সময়ে ফেসবুকে শেয়ার করা ছবিগুলি...

১। পাহাড়ি কাশফুল - ১

স্থান : খাগড়াছড়ির পাহাড়ি রাস্তার বাকে (গাড়িতে চলন্ত অবস্থায় তোলা।)

সময় : ২৬/০১/২০১৪ইং

ক্যামেরা : Nikon D80



২।পাহাড়ি কাশফুল - ২

স্থান : খাগড়াছড়ির পাহাড়ি রাস্তার বাকে (গাড়িতে চলন্ত অবস্থায় তোলা।)

সময় : ২৬/০১/২০১৪ইং

ক্যামেরা : Nikon D80



৩। ফাইজিয়া (আমার ভাগনি)

স্থান : বাড্ডা, ঢাকা।

সময় : ২০/১০/২০০৮ইং

মোবাইল : Samsung ZV60



৪। নিজেই

স্থান : চিম্বুকের পথে (বান্দরবান)

সময় : ১৩/০৬/২০১০ইং, সকাল ১১টা ৩০ মিনিট।

মোবাইল : SAMSUNG GT-B3310



৫। নিশ্চয়তা

স্থান : পশ্চিম পদরদিয়া, ঢাকা।

সময় : ০৫/০১/২০১৪ইং

ক্যামেরা : Nikon D80



বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294165
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : SAMSUNG GT-B3310 মোবাইলটার এখন বাজামূল্য কত? আর ছবিগুলা সুন্দর হয়েছে।
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
237724
মরুভূমির জলদস্যু লিখেছেন : ২০১০ সালেই জিনিসের এখন দাম কত তা কি করে বলবো ভাই?
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
237733
অনেক পথ বাকি লিখেছেন : ও আমি ভাবছি নতুন এসেছে বাজারে। সেটটাতে তো দেখি ভালো ছবিগুলো ভালো উঠেছে।
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
237831
মরুভূমির জলদস্যু লিখেছেন : শুধু ৪ নং ছবিটা সেটা দিয়ে তোলা
294185
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
শুধূ মোবাইল ক্যামেরাতেই সুন্দর ছবি!!!
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
237726
মরুভূমির জলদস্যু লিখেছেন : ২ আর ৪ নংটা মোবাইলে বাকিগুলি ক্যামেরায় তোলা।
294271
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ক্যামেরাম্যান কিডা আপনি? Love Struck সুন্দর সুন্দর Thumbs Up Thumbs Up
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
237959
মরুভূমির জলদস্যু লিখেছেন : হ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File