১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২৬ নভেম্বর, ২০১৪, ০১:১৯:০৮ দুপুর



১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলিকে একবার মাত্র ব্যবহার করে ১০০ তৈরি করার চেষ্টা করেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। যারা চেষ্টা করে সমাধান পেয়েছেন তাদের অভিনন্দন আর যারা পাননি তারা একবার চোখবুলাতে পারেন আমার এই লেখাটিতে।



১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০

উপরের সমীকরণে ১ থেকে ৯ পর্যন্ত অংকগুলির মাঝে যেকোনো স্থানে যেকোনো গাণিতিক চিহ্ন বসিয়ে সমাধান করতে হবে, চাইলে একাধিক অংক একসাথে নিয়ে কাজ করা যাবে। কিন্তু কোনো রকম ভাবেই ক্রমানুসার ভাঙ্গা যাবেনা। বলতে পারেন এভাবে কতটি সমাধান করা সম্ভব……

১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০

২) ১২৩+৪-৫+৬৭-৮৯ = ১০০

৩) ১২৩+৪×৫-৬×৭+৮-৯ = ১০০

৪) ১২৩-৪৫-৬৭+৮৯ = ১০০

৫) ১২৩-৪-৫-৬-৭+৮-৯ = ১০০

৬) ১২+৩৪+৫×৬+৭+৮+৯ = ১০০

৭) ১২+৩৪-৫+৬×৭+৮+৯ = ১০০

৮ ) ১২+৩৪-৫-৬+৭×৮+৯ = ১০০

৯) ১২+৩৪-৫-৬-৭+৮×৯ = ১০০

১০) ১২+৩+৪+৫-৬-৭+৮৯ = ১০০

১১) ১২+৩+৪-৫৬÷৭+৮৯ = ১০০

১২) ১২+৩-৪+৫+৬৭+৮+৯ = ১০০

১৩) ১২+৩×৪৫+৬×৭-৮৯ = ১০০

১৪) ১২+৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০

১৫) ১২+৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০

১৬) ১২+৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০

১৭) ১২-৩+৪×৫+৬+৭×৮+৯ = ১০০

১৮) ১২-৩+৪×৫+৬-৭+৮×৯ = ১০০

১৯) ১২-৩-৪+৫-৬+৭+৮৯ = ১০০

২০) ১২-৩-৪+৫×৬+৭×৮+৯ = ১০০

২১) ১২-৩-৪+৫×৬-৭+৮×৯ = ১০০

২২) ১২×৩-৪+৫-৬+৭৮-৯ = ১০০

২৩) ১২×৩-৪-৫-৬+৭+৮×৯ = ১০০

২৪) ১২×৩-৪×৫+৬৭+৮+৯ = ১০০

২৫) ১২÷৩+৪×৫-৬-৭+৮৯ = ১০০

২৬) ১২÷৩+৪×৫×৬-৭-৮-৯ = ১০০

২৭) ১২÷৩+৪×৫×৬×৭÷৮-৯ = ১০০

২৮) ১২÷৩÷৪+৫×৬+৭৮-৯ = ১০০

২৯) ১+২৩৪-৫৬-৭-৮×৯ = ১০০

৩০) ১+২৩৪×৫×৬÷৭৮+৯ = ১০০

৩১) ১+২৩৪×৫÷৬-৭-৮৯ = ১০০

৩২) ১+২৩-৪+৫৬+৭+৮+৯ = ১০০

৩৩) ১+২৩-৪+৫৬÷৭+৮×৯ = ১০০

৩৪) ১+২৩-৪+৫+৬+৭৮-৯ = ১০০

৩৫) ১+২৩-৪-৫+৬+৭+৮×৯ = ১০০

৩৬) ১+২৩×৪+৫৬÷৭+৮-৯ = ১০০

৩৭) ১+২৩×৪+৫-৬+৭-৮+৯ = ১০০

৩৮) ১+২৩×৪-৫+৬+৭+৮-৯ = ১০০

৩৯) ১+২+৩৪-৫+৬৭-৮+৯ = ১০০

৪০) ১+২+৩৪×৫+৬-৭-৮×৯ = ১০০

৪১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০

৪২) ১+২+৩-৪৫+৬৭+৮×৯ = ১০০

৪৩) ১+২+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০

৪৪) ১+২+৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০

৪৫) ১+২+৩×৪-৫-৬+৭+৮৯ = ১০০

৪৬) ১+২+৩×৪×৫৬÷৭-৮+৯ = ১০০

৪৭) ১+২+৩×৪×৫÷৬+৭৮+৯ = ১০০

৪৮) ১+২-৩×৪+৫×৬+৭+৮×৯ = ১০০

৪৯) ১+২-৩×৪-৫+৬×৭+৮×৯ = ১০০

৫০) ১+২×৩৪-৫৬+৭৮+৯ = ১০০

৫১) ১+২×৩+৪+৫+৬৭+৮+৯ = ১০০

৫২) ১+২×৩+৪×৫-৬+৭+৮×৯ = ১০০

৫৩) ১+২×৩-৪+৫৬÷৭+৮৯ = ১০০

৫৪) ১+২×৩-৪-৫+৬+৭+৮৯ = ১০০

৫৫) ১+২×৩×৪×৫÷৬+৭+৮×৯ = ১০০

৫৬) ১-২৩+৪×৫+৬+৭+৮৯ = ১০০

৫৭) ১-২৩-৪+৫×৬+৭+৮৯ = ১০০

৫৮) ১-২৩-৪-৫+৬×৭+৮৯ = ১০০

৫৯) ১-২+৩+৪৫+৬+৭×৮-৯ = ১০০

৬০) ১-২+৩×৪+৫+৬৭+৮+৯ = ১০০

৬১) ১-২+৩×৪×৫+৬×৭+৮-৯ = ১০০

৬২) ১-২+৩×৪×৫-৬+৭×৮-৯ = ১০০

৬৩) ১-২-৩৪+৫৬+৭+৮×৯ = ১০০

৬৪) ১-২-৩+৪৫+৬×৭+৮+৯ = ১০০

৬৫) ১-২-৩+৪৫-৬+৭×৮+৯ = ১০০

৬৬) ১-২-৩+৪৫-৬-৭+৮×৯ = ১০০

৬৭) ১-২-৩+৪×৫৬÷৭+৮×৯ = ১০০

৬৮) ১-২-৩+৪×৫+৬৭+৮+৯ = ১০০

৬৯) ১-২×৩+৪×৫+৬+৭+৮×৯ = ১০০

৭০) ১-২×৩-৪+৫×৬+৭+৮×৯ = ১০০

৭১) ১-২×৩-৪-৫+৬×৭+৮×৯ = ১০০

৭২) ১×২৩৪+৫-৬৭-৮×৯ = ১০০

৭৩) ১×২৩+৪+৫৬÷৭×৮+৯ = ১০০

৭৪) ১×২৩+৪+৫+৬৭-৮+৯ = ১০০

৭৫) ১×২৩-৪+৫-৬-৭+৮৯ = ১০০

৭৬) ১×২৩-৪-৫৬÷৭+৮৯ = ১০০

৭৭) ১×২৩×৪-৫৬÷৭÷৮+৯ = ১০০

৭৮) ১×২+৩৪+৫৬+৭-৮+৯ = ১০০

৭৯) ১×২+৩৪+৫+৬×৭+৮+৯ = ১০০

৮০) ১×২+৩৪+৫-৬+৭×৮+৯ = ১০০

৮১) ১×২+৩৪+৫-৬-৭+৮×৯ = ১০০

৮২) ১×২+৩৪-৫৬÷৭+৮×৯ = ১০০

৮৩) ১×২+৩+৪৫+৬৭-৮-৯ = ১০০

৮৪) ১×২+৩+৪×৫+৬+৭৮-৯ = ১০০

৮৫) ১×২+৩-৪+৫×৬+৭৮-৯ = ১০০

৮৬) ১×২+৩×৪+৫-৬+৭৮+৯ = ১০০

৮৭) ১×২-৩+৪+৫৬÷৭+৮৯ = ১০০

৮৮) ১×২-৩+৪-৫+৬+৭+৮৯ = ১০০

৮৯) ১×২-৩+৪×৫-৬+৭৮+৯ = ১০০

৯০) ১×২×৩৪+৫৬-৭-৮-৯ = ১০০

৯১) ১×২×৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০

৯২) ১×২×৩-৪৫+৬৭+৮×৯ = ১০০

৯৩) ১×২×৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০

৯৪) ১×২×৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০

৯৫) ১×২×৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০

৯৬) ১×২×৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০

৯৭) ১×২×৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০

৯৮) ১×২÷৩+৪×৫÷৬+৭+৮৯ = ১০০

৯৯) ১÷২×৩৪-৫+৬-৭+৮৯ = ১০০

১০০) ১÷২×৩÷৪×৫৬+৭+৮×৯ = ১০০

১০১) ১÷২÷৩×৪৫৬+৭+৮+৯ = ১০০

১০২) ১+২.৩-৪+৫+৬.৭+৮৯ = ১০০

১০৩) ১!+২!+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০

১০৪) -১+২-৩+৪+৫+৬+৭৮+৯ = ১০০

১০৫) ১২৩+৪৫-৬৭+৮-৯ = ১০০

আশাকরি এরপর আর কারো ১০০ তৈরির এই খেলার উত্তর পেতে কষ্ট হবে না।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288268
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওয়াও ওয়াও Excellent ভাইয়া Excellent Thumbs Up Thumbs Up
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১০
232402
মরুভূমির জলদস্যু লিখেছেন : এরই নাম মজার গণিত।
288274
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
প্রবাসী আশরাফ লিখেছেন : চোখ একটা চক্কর খাইলো এহেন গানিতিক ঝামেলা দেখে...এই একশ বানাইতে দেখি বিরাট গনিতবিদ হওয়া লাগবো... At Wits' End
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১১
232403
মরুভূমির জলদস্যু লিখেছেন : বানানোর কোন দরকার নাই, যা বানানোর তা অলরেডি বানানো হয়ে গেছে, আপনি শুধু দেখে যান।
288313
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : wow good idea !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সত্যিই অসাধারন । অনেক অনেক ধৈর্য দরকার । ধন্যবাদ
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
232413
মরুভূমির জলদস্যু লিখেছেন : ঠিক বলেছেন, স্বাগতম আপনাকে।
288318
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
232414
মরুভূমির জলদস্যু লিখেছেন : Good Luck Good Luck
288599
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৯
অনেক পথ বাকি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
232415
মরুভূমির জলদস্যু লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File