লাউয়াছড়ার ছড়া

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১২ নভেম্বর, ২০১৪, ১০:৩১:৪৯ সকাল



১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) ও লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) এর বেশ কিছু ছবি দেখেছেন। আরো ছিলো সাত রঙ্গা চা পানে কিছু ছবি, এবার দেখাব প্রবেশপথের পাশের ছড়াটিকে।

১। বামদিকে চলেগেছে এই ছড়ারটির নিম্ন ধারা।



২। ডানদিকের মোড় ঘুরলেই এই নির্জনাংশ



৩। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী



৪। নিচে ছড়ায় নামতে চায় স্বপন, সাইয়ারা, বুসরা



৫। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী



৬। জলের শীতল ছোঁয়া



৭। সাইয়ারা



৮। বুসরা ও সাইয়ারা



৯। উপর থেকে ছড়াটা



১০। ফিরে আসা।



বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283526
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু লাউয়াছড়া তে লাউ দেখিনাই কখনও!!!
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
226691
মরুভূমির জলদস্যু লিখেছেন : না তো :Thinking
283551
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
মামুন লিখেছেন : বরাবরের মত সুন্দর পোষ্টটিতে ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা রইলো। Thumbs Up Thumbs Up Bee Bee
১২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
226798
মরুভূমির জলদস্যু লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই।
283595
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
ফেরারী মন লিখেছেন : অনেক ভালো লাগলো ছবিগুলো দেখে। এখনো যাওয়া হয়নি সেখানে
১২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
226799
মরুভূমির জলদস্যু লিখেছেন : সময় করে বেরিয়ে আআসুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File