লাউয়াছড়ার ছড়া
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১২ নভেম্বর, ২০১৪, ১০:৩১:৪৯ সকাল
১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) ও লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) এর বেশ কিছু ছবি দেখেছেন। আরো ছিলো সাত রঙ্গা চা পানে কিছু ছবি, এবার দেখাব প্রবেশপথের পাশের ছড়াটিকে।
১। বামদিকে চলেগেছে এই ছড়ারটির নিম্ন ধারা।
২। ডানদিকের মোড় ঘুরলেই এই নির্জনাংশ
৩। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী
৪। নিচে ছড়ায় নামতে চায় স্বপন, সাইয়ারা, বুসরা
৫। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী
৬। জলের শীতল ছোঁয়া
৭। সাইয়ারা
৮। বুসরা ও সাইয়ারা
৯। উপর থেকে ছড়াটা
১০। ফিরে আসা।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু লাউয়াছড়া তে লাউ দেখিনাই কখনও!!!
শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন