লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার)
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২৮ অক্টোবর, ২০১৪, ০৪:৩১:৪৬ বিকাল
১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভোর ৫টা ৫৫ মিনিটে ঢাকার বাড্ডা থেকে রওনা হয়ে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পৌছাই সকাল ১০টা ৪৫ মিনিট। মাঝখানে অবশ্য সকালের নাস্তার ব্রেক ছিলো, গাড়ীতে গ্যাস নেয়ার জন্যও থামতে হয়ে ছিলো। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের প্রবেশদারের এই কয়েকটা দেখুন। রক্তন নামের এই বিশাল বিশাল গাছগুলি আসলেই দেখার মত জিনিস।
১। সাইয়ারা ও বুশরা
২। রক্তন গাছের মাঝে প্রবেশদার
৩। আলো ছায়ার খেলা
৪। সবাই মিলে প্রবেশ
৫। ফটগ্রাফারের ফট
৬। মাকড়শার ছবি তুলার চেষ্টা করছে ইস্রাফী।
৭। প্রবেশ
৮। প্রবেশদারের শেষে
প্রবেশদার শেষে একটু সামনেই আছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন)
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন