লং এক্সপোজার ফটোগ্রাফি : লাইট ট্রেইলস
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১০ অক্টোবর, ২০১৪, ০৯:৫৯:৪৩ সকাল
সাধারণত আমরা যখন ছবি তুলি তখন ক্লিক করার সাথে সাথেই ছবি উঠে যায় আর এভাবে ছবি তুলেই আমরা অভ্যস্ত। তবে কিছু ছবি তোলার সময় ক্যামেরার সাটার অনেকক্ষণ খোলা রেখে ছবি তুলতে হয়। অনেকক্ষণ ধরে সাটার খোলা থাকার জন্য প্রচুর সময় পায় ক্যামেরা ছবির ডিটেইল ধরার। অনেকক্ষণ ধরে ক্যামেরার সাটার খোলা রেখে ছবি তোলার নামই হচ্ছে - "লং এক্সপোজার ফটোগ্রাফি"।
রাতের বেলা চলমান গাড়ির সামনের বা পিছনের লাইটের আলোর ছবি অনেক্ষণ ক্যামেরার সাটার খুলে লং এক্সপোজার ছবি তুলাকে বলে "লাইট ট্রেইলস"।
গত ৮/১০/২০১৪ তারিখে সন্ধার পরে "পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে" তে গিয়ে কয়েকটা "লাইট ট্রেইলস" ছবি তুলার চেষ্টা করেছিলাম, ছবি গুলি তুলেছি সন্ধ্যা ৬ টা থেকে ৬.৩০ এর মধ্যে। এটাই আমার লাইট ট্রেইলস তোলার প্রথম প্রচেষ্টা। কেমন তুলেছি দেখেন।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লং একসপোজার এর জন্য কি ধরনের ক্যামেরা ভাল হয়?
নদি তিরের এই ধরনের ছবি আছে কি?
নদী তীরে তোলা যায়, তবে আমি সেই সুযোগ এখনো পাইনি।
শিখতে থাকি-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন