লং এক্সপোজার ফটোগ্রাফি : লাইট ট্রেইলস

লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১০ অক্টোবর, ২০১৪, ০৯:৫৯:৪৩ সকাল

সাধারণত আমরা যখন ছবি তুলি তখন ক্লিক করার সাথে সাথেই ছবি উঠে যায় আর এভাবে ছবি তুলেই আমরা অভ্যস্ত। তবে কিছু ছবি তোলার সময় ক্যামেরার সাটার অনেকক্ষণ খোলা রেখে ছবি তুলতে হয়। অনেকক্ষণ ধরে সাটার খোলা থাকার জন্য প্রচুর সময় পায় ক্যামেরা ছবির ডিটেইল ধরার। অনেকক্ষণ ধরে ক্যামেরার সাটার খোলা রেখে ছবি তোলার নামই হচ্ছে - "লং এক্সপোজার ফটোগ্রাফি"।

রাতের বেলা চলমান গাড়ির সামনের বা পিছনের লাইটের আলোর ছবি অনেক্ষণ ক্যামেরার সাটার খুলে লং এক্সপোজার ছবি তুলাকে বলে "লাইট ট্রেইলস"।

গত ৮/১০/২০১৪ তারিখে সন্ধার পরে "পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে" তে গিয়ে কয়েকটা "লাইট ট্রেইলস" ছবি তুলার চেষ্টা করেছিলাম, ছবি গুলি তুলেছি সন্ধ্যা ৬ টা থেকে ৬.৩০ এর মধ্যে। এটাই আমার লাইট ট্রেইলস তোলার প্রথম প্রচেষ্টা। কেমন তুলেছি দেখেন।

১।



২।



৩।



৪।



৫।



৬।



৭।



বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272793
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৫
নোমান২৯ লিখেছেন : বাহ|সুন্দর তুলেছেন|সাথে নতুন একটি জিনিস জানলাম|আচ্ছা ফটোগ্রাফি করতে হলে প্রথমে কি কি করতে হবে জানাবেন কি ভাইয়া?ধন্যবাদ আপনাকে|
১০ অক্টোবর ২০১৪ সকাল ১১:০২
216901
মরুভূমির জলদস্যু লিখেছেন : প্রথমে একটা ভালো ক্যামেরা কিনতে হবে, তারপর প্রচুর ছবি তুলতে হবে, সেই সাথে পড়াশুনা করতে হবে আর প্রচুর ছবি দেখতে হবে ভালো ভালো ফটোগ্রাফারের।
272826
১০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুবই ভাল লাগল সুন্দর ছবিগুলি।
লং একসপোজার এর জন্য কি ধরনের ক্যামেরা ভাল হয়?
নদি তিরের এই ধরনের ছবি আছে কি?
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৮
217035
মরুভূমির জলদস্যু লিখেছেন : অবশ্যই এসএলআর ক্যামেরা লাগবে।
নদী তীরে তোলা যায়, তবে আমি সেই সুযোগ এখনো পাইনি।
272840
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০১
রাইয়ান লিখেছেন : বাহ ! দারুন সুন্দর তো !! Applause
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৮
217036
মরুভূমির জলদস্যু লিখেছেন : ধন্যবাদ
272862
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


শিখতে থাকি-


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১০ অক্টোবর ২০১৪ রাত ১০:১৪
217068
মরুভূমির জলদস্যু লিখেছেন : স্বাগতম আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File