আষাঢ়ী পূর্ণিমা
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ১০ জুলাই, ২০১৪, ১১:৫৮:৫৬ সকাল
এবার ২০১৪ সালের জুলাই মাসের পূর্ণিমা হবে ১২ তারিখ, বাংলা ২৮শে আষাঢ়। অন্যা আন্য মাসের পূর্ণিমার মতোই জুলাই মাসের পূর্ণিমারও অনেক গুলি নাম আছে। যেমন -
জুন মাসের পূর্ণিমার হিন্দু নাম গুরু পূর্ণিমা।
হিন্দুরা এই পূর্ণিমায় "গুরু পূজা" করে। হিন্দু বিশ্বাস মতে, এই দিন 'মহাভারত’ রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পূর্ণিমাকে 'ব্যাস পূর্ণিমা'-ও বলা হয়।
আবার জুলাই মাসের পূর্ণিমার বাংলা নাম আষাঢ়ী পূর্ণিমা।
বিশেষ করে বৌদ্ধদের কাছে আষাঢ়ী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বৌদ্ধদের বিশ্বাস মতে এক আষাঢ়ে পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। আবার আষাঢ় মাসের আরেক পূর্ণিমা রাতে মাত্র ২৯ বৎসর বয়সে তিনি স্ত্রী-পুত্র-রাজ্য সব ছেড়ে গৃহত্যাগ করেন। আষাঢ়ী পূর্ণিমার রাতেই তিনি ধর্ম প্রচার শুরু করেন।
চাইনিজ ভাইয়েরা ডাকে Hungry Ghost Moon।
জুন মাসের পূর্ণিমার ইংরেজী নাম Hay Moon বা খড় পূর্ণিমা। নেটিভ আমেরিকানরা একে বলে Buck Moon।
এই সময় Buckহরিণের শিং গজায় বলে এই নাম করন। আবার এটা ঝর-বাদলার সময় বলে একে Thunder Moonও বলে।
আর বেশি কিছু প্রচলিত নাম রয়েছে এই পূর্ণিমার, যেমন - Summer Moon, Ripe Corn Moon, Crane Moon, Moon of Calming, Mead Moon, Rose Moon ইত্যাদি।
আগামী পূর্ণিমায় আবার দেখা হবে।
প্রথম প্রকাশ : ঝিঁঝি পোকা
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন