১৫ ই আগস্ট আসলে কি?

লিখেছেন লিখেছেন বাশার ১৪ আগস্ট, ২০১৪, ০৮:২৭:৫৪ রাত

১৫ই আগস্ট জাতীয় শোক দিবশ..

তাই বলে কেউ এদিনে জন্মদিন পালন করবে না বা করতে পারবে না এমন টা ও নয়, কিন্তু যে দিন শেখ মুজিব সহ তার পরিবারের সবাইকে খুন হতে হলো ঠিক ঐ দিন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করাটা আদো কি ঠিক? যেহেত স্বাধীনতা পরর্বতী শেখ মুজিবুর রহমানের যে অবদান খালেদা জিয়ার প্রতি তা তিনি অস্বীকার করতে পারেন না।

বি:দ্র:-শেখ মুজিব যে তার নিজ কৃতকর্মের কারনে প্রান দিয়েছেন তা আমি মানতে বাধ্য, যদি তিনি তার ছেলের অপরাধের বিছার করতেন হয়তো তাকে এভাবে মরতে হতোনা।

বিষয়: রাজনীতি

১৬৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254322
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : ১৫ ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসও ।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৯
198169
কাহাফ লিখেছেন : .......ভারতের স্বাধীনতা দিবস বদলানো হোক,এর জন্যে আিন পাস করা হোক,হা.......হা........হা........।
254324
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১৬
সজল আহমেদ লিখেছেন : বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে কেন বেগম জিয়া জন্ম দিবস পালন করে ?
১.জন্ম ,মৃত্যু ,বিয়ে আল্লাহর হাতে ।
২.দেশটা যার যার নয়তো কারো বাবার ,
এখানে প্রধানমন্ত্রীর যেমন অধিকর আছে ,
তেমনি আছে চাষার ।
প্রধান মন্ত্রীর পিতার মৃত্যু দিবসে কি কোন মানুষ জন্মায়নি ?
১৫ই আগষ্ট বাংলাদেশের আনাচে কানাচে তো হাজার খানেক জন্মদিবস পালিত হয় তবে প্রধানমন্ত্রীর সেদিক ভ্রুক্ষেপ নেই কেন ?
৩.বিরোধী দল যাই করুক না কেন পাছায় বাঁশ দিতেই হবে ।
অ:ট:বেগম জিয়া যদি রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে এ জন্মদিবস পালন করে তবে তার উচিত্‍ ১৫ আগষ্ট জন্ম দিবস বর্জ্যন করে সঠিক জন্ম দিবস পালন করা ।
ধন্যবাদ ।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৯
198170
কাহাফ লিখেছেন : সহমত।
254350
১৪ আগস্ট ২০১৪ রাত ১০:১৩
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো বলেছেন।
271204
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
বাশার লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File