দুুনিয়া টা সুখের অভিনয় আসলে কেউ সুখি নয়।

লিখেছেন লিখেছেন বাশার ৩০ মে, ২০১৪, ০১:৫৯:৩০ দুপুর

নিজেকে সুখি রাখার এক মাত্র উপায় হচ্ছে নিজকে অন্যের সাথে তুলনা না করা।

কিন্তু আমরা সেটাই বেশী করি থাকি।

নিজের অবস্থান থেকে যখন অন্যকে দেখি মনে হয়

"ইস সে কতই সুখে আছে

কিন্তু তার অবস্থানে যখন আপনাকে দাড় করিয়ে দেওয়া হবে তখন আপনিই বুঝতে পারবেন আর বলবেন

"আমিতো আগেই সুখে ছিলাম।

বিষয়: সাহিত্য

১৭৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228299
৩০ মে ২০১৪ দুপুর ০২:০১
দুষ্টু পোলা লিখেছেন : "ইস সে কতই সুখে আছে
228371
৩০ মে ২০১৪ বিকাল ০৫:২৬
সন্ধাতারা লিখেছেন : সহমত খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File