ভাবনার ল্যাম্পপোসট ♣
লিখেছেন লিখেছেন বাশার ০১ মে, ২০১৪, ০৯:২৩:৫৬ রাত
ভাবনার ল্যাম্পপোস্ট
হে মিডিয়া সম্পাদক এবং সুশীল সমাজ......
যখন ইলিয়াস আলী গুম হয়ে গেল,
যখন চৌধুরী আলম সাদা মাইক্রোতে হারিয়ে গেল,
যখন তাজাম্মুল সহ ইবির দুই ছাত্রকে বাস থেকে নামিয়ে ঠিকানা বিহীন করা হল...
যখন অক্টোবর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত তিন শতাধিক বিএনপি-জামায়াত কর্মী নিখোঁজ হল......
যখন সাতক্ষীরা, লক্ষীপুর, সীতাকুন্ডু, নীলফামারী, গাইবান্ধা মৃত্যু উপতক্যায় পরিনত হল,
যখন কয়েক লক্ষাধিক মানুষ উদবাস্তু হল সেক্যুলার আদর্শের বলিপাঠা হিসাবে......
তখন কেন নিশ্চুপ ছিলেন??
তখন কেন মৌন সমর্থন দিয়েছেন সহিংসতা এবং সন্ত্রাসী নামক শব্দের আড়ালে?
আজ কেন আপনাদের এত কান্না??
আমি তখনও কেঁদেছিলাম এখনও কাঁদছি...
আমিই আসলে মানুষ আর তোমরা??
বিষয়: সাহিত্য
৮৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন