গুমের আনুপাতিক হার কম: আতংকিত হওয়ার কিছুই নাই।

লিখেছেন লিখেছেন বাশার ৩০ এপ্রিল, ২০১৪, ১১:০৫:৫৪ রাত

গুমের আনুপাতিক হার কম: আতংকিত হওয়ার কিছু নেই _স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কত হাজার, কত লাখ, কত কোটি গুম হলে আনুপাতিক হারকে বেশী বলা হবে?

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215629
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হেটে যদি গুম হিত তখন আনুপাতিক হার বুঝা যেত
215633
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথা হচ্ছে অনুপাতের জন্য দুটি রাশি লাগে। একটি রাশি গুম অপরটি কি?
০১ মে ২০১৪ সকাল ০৯:৩৭
164045
আহ জীবন লিখেছেন : তিনার মুখের বানী ।
215634
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
নীল জোছনা লিখেছেন : গুম, খুম অপহরণ এর আগেও অনেক হয়েছে কিন্তু বর্তমানে এত মিডিয়া গজেছে যে সারাক্ষণ তারা ঐসব নিয়ে প্রচারণা চালাচ্ছে বলে মনে হচ্ছে এসব আগের তুলনায় বেশী হচ্ছে।
০১ মে ২০১৪ সকাল ০৮:৫১
164005
ইবনে হাসেম লিখেছেন : মিডিয়া তো ৮০ ভাগই বর্তমান সরকারের পেনশনভোগী। তো......?

০১ মে ২০১৪ সকাল ০৯:৩৯
164049
আহ জীবন লিখেছেন : এই মিডিয়া বন্ধ করে দিলেই তো হয়। প্রমান থাকব না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File