বিশ্বাস
লিখেছেন লিখেছেন বাশার ২৭ এপ্রিল, ২০১৪, ১২:৪৮:২৪ রাত
তোমাকে যদি কেউ বিশ্বাস না করে তবে কখনো নিজেকে প্রমান করতে যেওনা।কারন যে বিশ্বাস করার সে তেমার মুখের কথাই বিশ্বাস করবে তোমার না বলা কথা গুলো বুঝে নিবে আর যে বিশ্বাস না করার সে কখনো করবে না। তোমার।দেওয়া প্রমাই গুলো বানান মনে করবে সত্যি টা দেখেও অন্ধ সেজে থাকবে কারন সে জানেই না যে বিশ্বাস কি।
বিষয়: সাহিত্য
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন