আনচান!
লিখেছেন লিখেছেন সাকিব আযাদ ২৮ জুলাই, ২০১৪, ০৭:৪০:২০ সন্ধ্যা
রাজশাহীর ভাটাপাড়া সুফিয়ানের মোড়ের প্রমি ফ্যাশন টেইলার্স বেশ জমে উঠেছে। ঈদের আর কয়টা দিন বাকি, বিশ্রামের সুযোগ নাই, প্রমি আর তার বড়বোন প্রেমাও আজ তার মায়ের সাথে কাজে নেমে গেছে। খাটাখাটুনি বেড়ে গেলে সাভাবিকভাবে মানুষের মেজাজ খারাপের পরিমানও বেড়ে যায় তবে এই ৩ মা-মেয়েদের চোখে মুখে ব্যাপক আনন্দ দেখা যাচ্ছে! কাজের ফাকে ফাকে প্রমি ম্যাসেনজারে চ্যাট করে যাচ্ছে। হঠাৎই ওর বড় বোন প্রেমা চিৎকার দিয়ে ওঠে-'মা বুড়ি পাখির হাতা কাটি ফেলিচ্ছে!' মা দৌড়ে আসে। চাপাসরে বকা দেয়-'কিরে প্রমি তোর মুন সারাক্ষণ কুথায় থাকে, হ্যা? সারাদিন খালি মুবাইল টিপুচ্ছাও,কাষ্টমারক এখন আমি কেবা করে ঈদের আগে পাখি ডেলিভারি দিবু!' পাশ থেকে বড় বোন প্রেমাও উপদেশ দেয়ার সুযোগটা হাতছাড়া করে না, ভারি গলায় বলে ওঠে-'শুন বুড়ি কেবুল কলেজে উঠিচ্ছাও, ভাল কুইরা পড়ালেখা কুইরবা। আমার মত ভার্সিটিত উঠ তখন যা মুন চায় কুইরবা।'
প্রমির মনে পড়ে যায় ও যখন ক্লাস এইটে পড়ে তখন ওর এই বোনই ওকে বলেছিল-'শুন বুড়ি কেবুল স্কুলে পড়িচ্ছু, ভাল কুইরা পড়ালেখা কর। আমার মত কলেজত উঠো, তখন যা মুন চায় কুইরবা!'
প্রমির মনে কোটি টাকা মূল্যের ৩ টি প্রশ্ন জাগে।
১/পৃথিবীর সব মা-বড় বোনেরাই কেন এরকম হয়?
২/ওর মারও কি এই বয়সে মন কারো জন্যে আনচান করত!
৩/২০ বছর পর ওর নিজের মেয়েকেও কী ও এরকম শাষণ করবে!
প্রমির ম্যাসেনজার টুং করে বেজে ওঠে। প্রমি রিপ্লাই লেখে-'জানো আমার মনে হয় পৃথিবীর সব মায়েরাই যদি তার মেয়েকে বলত যা মন ভরে প্রেম কর তাহলে সেই মেয়ের জীবনের প্রতিটি দিনই হত ঈদের দিন!'
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
ঈদ মোবারক
মন্তব্য করতে লগইন করুন