থ্যাংক ইউ!
লিখেছেন লিখেছেন সাকিব আযাদ ২৭ এপ্রিল, ২০১৪, ১১:৩০:১৬ রাত
মিরপুর-১২ থেকে ছেড়ে আসা সেফটি বাসটা দুপুরের রোদে চকচক করছে। অল্প বয়স্ক হেলপারের চেহারাও চকচক করছে কিন্তু ঘামছে না, যেন বাস-হেলপার একই সত্তা। হেলপারটা সামনের সিটে বসা মাঝ বয়েসী লোকটার দিকে ভাড়া কাটতে এগিয়ে যায়, ১০ টাকা কম দেয়ার কারণটা জানতে চাইতেই চাচার বয়েসী লোকটা রাগী গলায় বলে ওঠে-'স্টুডেন্ট'! হেলপার এগিয়ে যায় পিছনে বাম পাশের ছিটে বসা গলায় ঢাকা কলেজের আইডি ঝুলতে থাকা ছেলেটার দিকে, ভাড়া চাইতেই ছেলেটা ঘাড় ব্যাকা করে তাকায়, 'পরে লইস' বলেই পাশের গ্লাসে একটা কিল মারে নইলে যে ঢাকা কলেজের ছাত্রত্ব প্রমাণিত হয় না! হেলপার এবার এগিয়ে যায় শেষ ছিটে বসা মেয়েটার দিকে, মেয়েটাও ঘাড় ব্যাকা করে, হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বলে-'এইটা রাখ! আর সিটিং বাসে দাড়ায় লোক নেও ক্যান?' না, মেয়েটা ঢাকা কলেজের ছাত্রী না! তবে তার জন্যে পাশের ছিটগুলোতে বসা ছেলেগুলো আজ ঢাকা কলেজের ছাত্র!
বাস এগিয়ে চলে। শ্যামলীর মোড় থেকে ওঠা লোকগুলোর সাথে হেলপারের কথা কাটাকাটি চলতে থাকে। হেলপার পরিণত হয় জনশত্রুতে আর এই জনগণের প্রত্যেককেই নামিয়ে দেয়ার সময় হেলপার যেই কথাটা বলে ওঠে তা হল-'মামা বাম পা আগে দিয়া পিছে দেইখা নাইমেন'।
আচ্ছা কোন একদিন কোন এক যাত্রী যদি ঐ হেলপারকে ছোট্ট করে একটা 'থ্যাংক ইউ' দেয় তাহলে হেলপারটা কি খুব অবাক হবে?
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফলাফল নিজে দেই ও না পাই ও না।
মন্তব্য করতে লগইন করুন