থ্যাংক ইউ!

লিখেছেন লিখেছেন সাকিব আযাদ ২৭ এপ্রিল, ২০১৪, ১১:৩০:১৬ রাত

মিরপুর-১২ থেকে ছেড়ে আসা সেফটি বাসটা দুপুরের রোদে চকচক করছে। অল্প বয়স্ক হেলপারের চেহারাও চকচক করছে কিন্তু ঘামছে না, যেন বাস-হেলপার একই সত্তা। হেলপারটা সামনের সিটে বসা মাঝ বয়েসী লোকটার দিকে ভাড়া কাটতে এগিয়ে যায়, ১০ টাকা কম দেয়ার কারণটা জানতে চাইতেই চাচার বয়েসী লোকটা রাগী গলায় বলে ওঠে-'স্টুডেন্ট'! হেলপার এগিয়ে যায় পিছনে বাম পাশের ছিটে বসা গলায় ঢাকা কলেজের আইডি ঝুলতে থাকা ছেলেটার দিকে, ভাড়া চাইতেই ছেলেটা ঘাড় ব্যাকা করে তাকায়, 'পরে লইস' বলেই পাশের গ্লাসে একটা কিল মারে নইলে যে ঢাকা কলেজের ছাত্রত্ব প্রমাণিত হয় না! হেলপার এবার এগিয়ে যায় শেষ ছিটে বসা মেয়েটার দিকে, মেয়েটাও ঘাড় ব্যাকা করে, হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বলে-'এইটা রাখ! আর সিটিং বাসে দাড়ায় লোক নেও ক্যান?' না, মেয়েটা ঢাকা কলেজের ছাত্রী না! তবে তার জন্যে পাশের ছিটগুলোতে বসা ছেলেগুলো আজ ঢাকা কলেজের ছাত্র!

বাস এগিয়ে চলে। শ্যামলীর মোড় থেকে ওঠা লোকগুলোর সাথে হেলপারের কথা কাটাকাটি চলতে থাকে। হেলপার পরিণত হয় জনশত্রুতে আর এই জনগণের প্রত্যেককেই নামিয়ে দেয়ার সময় হেলপার যেই কথাটা বলে ওঠে তা হল-'মামা বাম পা আগে দিয়া পিছে দেইখা নাইমেন'।

আচ্ছা কোন একদিন কোন এক যাত্রী যদি ঐ হেলপারকে ছোট্ট করে একটা 'থ্যাংক ইউ' দেয় তাহলে হেলপারটা কি খুব অবাক হবে?

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214172
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
195808
সাকিব আযাদ লিখেছেন : জেনে খুব ভালো লাগলো...অনেক ধন্যবাদ।
214190
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩১
টোকাই বাবু লিখেছেন : এজন্যই তো আজ আমাদের এই অবস্থা। কাউকে একটু ভালো করে ডাকতে, কথা বলতে আর সম্মান দিলে প্রেস্টীজ নষ্ট নয়।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫৩
195811
সাকিব আযাদ লিখেছেন : ঠিকই ধরেছেন...সাথে থাকার জন্যে ধন্যবাদ।
214203
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২০
আহ জীবন লিখেছেন : শ্রেণী বিভেদ শিখেছি আমরা জন্ম থেকেই।
ফলাফল নিজে দেই ও না পাই ও না।
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
195813
সাকিব আযাদ লিখেছেন : তবে স্বপ্ন দেখে যাব বিভেধহীন এক বাংলাদেশের...সাথে থাকার জন্যে ধন্যবাদ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
195878
আহ জীবন লিখেছেন : ভাই কি শীত নিদ্রা গেছিলেন নাকি?
214289
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
চিরবিদ্রোহী লিখেছেন : স্টুডেন্ট ভাড়ার নিয়মটা করা হয়েছে প্রকৃত ছাত্রদের জন্য। এবং শুধুমাত্র শিক্ষালয়ে যাতায়ত কালে। কিন্তু আমরা বাংলাদেশীরা এতই জিনিয়াস এটাকে আম রেওয়াজে পরিণত করেছি। আচ্ছা, মেয়ে বন্ধুকে হাই ফাই রেস্টুরেন্টে খাওনোর টাকা যদি থাকে, ২০টাকা কি থাকে না ভাড়া দেয়ার জন্য?
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:০১
195815
সাকিব আযাদ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File