স্তুতি

লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ২৮ এপ্রিল, ২০১৫, ০১:৫৮:২২ দুপুর

দেশে চলছে তিন সিটি কর্পোরেশন এর কারচুপি ও ভোট ডাকাতির নির্বাচন। আন্দোলন এর ময়দান ছেড়ে ভোটের মাঠে আসার ব্যাপারে অনেকে অনেক ধরণের বিশ্লেষণ করেছেন, সমালোচনা বা মন্তব্য করেছেন। আমি সেদিকে যাবো না। খুব সাদামাটা কিছু কথা বলবো। সরকারের কিছু প্রশংসা করবো

বাংলাদেশে একটা দলই আছে যারা বোঝে রাজনীতির ভিতর ক্যামনে politics ঢুকাইতে হয়। সেটা হইলো বাংলাদেশ আওয়ামী লীগ। পোলাপাইন যাকে আদর করে BAL বলে ডাকে।

১। ইস্যুকে নন ইস্যুতে পরিণত করতে BAL সিদ্ধহস্ত।

২। নন ইস্যুকে ইস্যুতে পরিণত পরিণত করতে BAL সিদ্ধহস্ত।

৩। আন্দোলনকে গোলায় ফেলতে তারা পটু।

৪। আন্দোলনকে চলতে দিয়ে আন্দোলনের ইস্যু change করায় দিতে পারদর্শী।

৫। মিথ্যা বলায় চ্যাম্পিয়ন।

৬। বাচালতায় অপ্রতিদ্বন্দ্বী।

৭। অপপ্রচারে নাম্বার ওয়ান।

৮। নিজ দলীয় ক্যাডার দের হেফাজতে অনন্য।

৯। চোরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেয়ার দোকান।

১০। নাস্তিককে ২য় মুক্তিযুদ্ধের ১ম শহীদ স্বীকৃতি দেয়ার কারখানা।

আরো হাজারখানেক অসামান্য গুণ। ভোটডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজী, জবরদখল, গদী দখল, নারীদের যৌন নিপিড়ন, ধর্ষণের সেঞ্চুরি.................. বাগেরা.. বাগেরা... বাগেরা.... এইসব নাহয় নাই বললাম।

তাই নিঃসন্দেহে BAL একটি সফল ও অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নাই।

ঐ মিয়া সাবধান-

আ'লীগ এর ICT আছে না!? বেশি কথা কইলেই রাজাকার কয়্যা ভিতরে হান্দাই দিবো।

আ'লীগ বাদে সবাই রাজাকারের বাইচ্চা রাজাকার।

বিষয়: রাজনীতি

১১৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317304
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন : If you can't beat them , join them or quit the stage.
২০ নভেম্বর ২০১৫ রাত ১১:৫১
291003
ঠোঁটকাটা পাগল লিখেছেন : Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File