মনের কষ্ট
লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ২৭ এপ্রিল, ২০১৪, ০৯:৩৫:৩০ সকাল
এই পৃথিবী নয়তো কারো স্থায়ী আবাস্থল,
আছি সবাই এমনিভাবে, যেন কচু পাতার জল।
আজ কেন ভাই খুন-গুম-হত্যা, থমকে দিয়েছে সব,
আজ কেন সত্যের চেয়ে বেশি শক্তিশালী,
উড়ে বেড়ানো গুজব?
এখন কেন ন্যায় ফাঁসির দড়িতে ঝুলে করে আর্তনাদ,
এখন কেন এত শক্তিশালী অন্যায়ের ফাঁদ?
আসল কেন এত অসহায়, শুধু নকলের ভীরে,
অন্ধকার সব আলোকে কিকরে রেখেছে ঘিরে?
সত্যের কেন এত ধীরগতি? এত হয়েছে মন্থর?
নাকি মিথ্যার জোড়ে পাথর হয়ে, সব মানুষরে অন্তর?
কেন ভাই বলতে পারো, বিজয়ের হাসি দেখতে পাইনা।
সঠিক পথ চিনেও কেন সঠিক পথে যাইনা???
বিষয়: সাহিত্য
১৫৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন