ধর্মীয় ফ্যাশনঃ কলিকালের ভণ্ডামি

লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:২৫ রাত









বাংলাদেশের টিভি নাটকে এসব চরিত্র দেখা যায় না, মানে নাটকে ধর্ম পুরাই অনুপস্থিত। সেখানে সব পশ্চিমা আর আধুনিক খোলামেলা পোশাক এর জয়জয়কার। টিভিতে জায়গা না পেয়ে এরা উঠে পড়েছে র‍্যাম্পে, আই মিন ফ্যাশন বিড়াল হাঁটাহাঁটিতে।

১। ১ম ছবিটা দুর্দান্ত। র‍্যাম্পে দাঁড়িয়ে হাতে লম্বা নখ আর নেইলপালিশ, ঠোঁটে লিপস্টিক নিয়ে বেহেশতি মুনাজাত ............। কবুল না হয়েই যায় না Winking

২। বিড়াল হাঁটাহাঁটিতে কয় ওয়াক্ত নামাজ মিস হয়েছে খবর নাই, জায়নামাজ নিয়ে শো অফ !!

৩। পারফেক্ট রাজনৈতিক নেতার মূর্তি (নির্বাচনের আগে) At Wits' End

৪। আপু, পাজামা টাইট ফিট আর গোড়ালির উপর...... ঠিক করেন.........।

নারীকে উন্মুক্ত করে আর পণ্য বানিয়ে শুরু হয়েছিল অনেক আগে, এখন যুক্ত হল ধর্ম নিয়ে ব্যবসা। মাষ্টার মাইন্ড যেই হোক, তারিফ না করে পারা যাচ্ছে না। What an Idea Sir ji !!

ব্যাকগ্রাউন্ডে আবার মদিনার মিনার আর আল্লাহু ও লেখা। এই চূড়ান্ত ভণ্ডামির শেষ কোথায়? Time Out Time Out

( Amber Lifestyle Show, 29 Aug'15 )

বিষয়: বিবিধ

২২৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339475
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪১
নাবিক লিখেছেন : ভণ্ডামি মাত্র শুরু
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৫
280847
আতিক খান লিখেছেন : কর্পোরেট ভণ্ডামি Surprised
339476
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪১
হতভাগা লিখেছেন : লোক দেখানো ইবাদত ইসলাম পছন্দ করে না
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৬
280848
আতিক খান লিখেছেন : একমত, গাধাগুলো যদি বুঝত !!
339478
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যখন দেখল হাজার বিরুপ প্রচারনায় ও মানুষ হিজাব আর টুপি ছাড়ছে না তখন সেটাকেই বিকৃত করার চেষ্টায় নামল!!
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
280849
আতিক খান লিখেছেন : এরাই বিকৃত Happy
339480
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২১
অনেক পথ বাকি লিখেছেন : এইগুলারে পিডানো উচিত।
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১০
280850
আতিক খান লিখেছেন : লাইনে দাঁড়ান, অনেকে আছে Rolling on the Floor
339484
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৬
সাদা লিখেছেন : ধর্মকে নিয়ে ব্যবসার নতুন পদ্ধতি। হয়তো কোন দিন এই দলটি আমাদেরকে শরবত এর নামে সুড়া খাইয়ে দিবে।
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১২
280851
আতিক খান লিখেছেন : সুরা পান তো চলছেই, পর্দা আর মুখোশের আড়ালে। যাদের ঈমান দুর্বল খেয়ে ফেলছে Surprised
339503
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর সচেতনতা মুলক পোস্ট! লোক দেখানো ইবাদত ইসলাম পরিপন্থী বলে মত আছে!
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
280903
আতিক খান লিখেছেন : এদের কেউ ঘরে ইবাদত করে না, নিশ্চিত। কর্পোরেট ধর্মীয় ব্যবসা :Thinking
339524
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৪
কাহাফ লিখেছেন :
হারাম কে হালালাইজড করার শয়তানী চমৎকার ফর্মোলা!
আর কত কী দেখতে হবে......!!!
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৪
280904
আতিক খান লিখেছেন : দেখিয়ে যাচ্ছে নিত্যনতুন ফর্মুলায় Surprised
339526
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৪
জ্ঞানের কথা লিখেছেন : হুজুররা পীরমুরিদি দিয়ে ব্যবাসা করতেছে আর এরা একটু ব্যাবসা করছে এতে কি দোষ!?

আমার পীরসাহেবইতো মুরিদদের থেকে ব্যাবসা করতেছে! দুইটাইতো ব্যবাসা!!

ওটা চললে এটা চলবে না কেন?
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৫
280905
আতিক খান লিখেছেন : সব ধর্মীয় ব্যবসা বন্ধ হোক। ধর্মীয় শিক্ষার অভাবে সুযোগ নিচ্ছে সুবিধাবাদিরা !!
339562
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
শিকারিমন লিখেছেন : কলি কাল বড়ই আফসুস।
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
281061
আতিক খান লিখেছেন : আফসুসটা আমাদের, ওদের না। এটাই বড় আফসুস :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File