নারী নির্যাতনঃ বাঙালি অতটা খারাপ নয় !!
লিখেছেন লিখেছেন আতিক খান ১০ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৫:৩৮ রাত
প্রায় প্রতিদিন পত্রিকায় নারীদের উপর নানা ধরনের নির্যাতনের খবর পড়ি। খুন, হত্যা করে আত্মহত্যা বলে চালানো, এসিড সন্ত্রাস, যৌতুকের জন্য অত্যাচার, ধর্ষণ , ইভটিজিং কিচ্ছু বাকি নেই। মনে হয়না আমরা হয়ত এইসব ক্ষেত্রেও সবাইকে ছাড়িয়ে গেছি?
রেপ কেইসে শীর্ষ দশটা দেশের নাম পেলাম, ক্রমানুসারে -
আমেরিকা, দঃ আফ্রিকা, সুইডেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, শ্রীলঙ্কা আর ইথিওপিয়া।
আর ২০১৪ সালে তালিকাভুক্ত কেস অনুযায়ী, শীর্ষ ১০ টা দেশ হল -
ইন্ডিয়া, স্পেন, ইজরাইল, আমেরিকা, সুইডেন, বেলজিয়াম, আর্জেন্টিনা, জার্মানি, নিউজিল্যান্ড আর পোল্যান্ড।
বেশ ইন্টারেস্টিং না? বাংলাদেশের নাম খুঁজছিলেন? আমাদের দেশে এইসব নির্যাতন এর হার বাড়ছে। যা ঘটছে সেটাও আশঙ্কাজনক আর বন্ধ হওয়া দরকার। কিন্তু তুলনায় এখনো আমরা অনেক পিছিয়ে।
তথাকথিত সভ্য দেশগুলো, নারী প্রগতি আর উন্নয়নের বুলি কপচানো আধুনিক রাষ্ট্রগুলো এইসব তালিকার শীর্ষে। আইন কানুন এত উন্নত হবার পর ও এই দুর্দশা কেন? এর কিছু কারন হতে পারে,
- পুরুষদের অসৎ চরিত্র
- দেশের আচার - সংস্কৃতি
- নারীকে পন্য হিসাবে উপস্থাপন
- নারীর উন্মুক্ত পোশাক - পরিচ্ছদ। যেমন পুরুষ স্যুট পড়লেও নারীকে পরানো হয় স্কার্ট।
মুসলিম দেশগুলো এই শীর্ষ তালিকায় নেই ..................... ।
একটা ঘটনা বলি -
কুয়ালালামপুর এয়ারপোর্টে মালয়েশিয়ান এয়ারের বোর্ডিং গেটের কাছে বসেছিলাম। সামনে লম্বা লাইন। একে একে সবাই চেক ইন করছে। বেশির ভাগ মালয়েশিয়াতে বিভিন্ন পেশায় কাজ করেন। আমি লাইনে না দাঁড়িয়ে পাশে চেয়ারে বসে আছি। লাইন ছোট হলে ঢুকব।
হটাত দেখি লাইনে সবাই উশখুশ করছে, শখানেক যাত্রী যাদের ৯০% পুরুষ। সবার দৃষ্টি চেক ইন করা এক বাঙালি তরুণীর দিকে। মেয়েটার পোশাক বাঙালি হিসেবে ঠিক শালীনতার পর্যায়ে পড়ে না, অনেকটা খোলামেলা। আবার পশ্চিমা পোশাক হিসেবে উৎরে যেতে পারে। বুঝতে পারছি এই উন্মুক্ত পোশাকে কেউ মেয়েটাকে বাঙালি হিসেবে মেনে নিতে পারছে না। সবার মনে হচ্ছে, প্রয়োজনে নিজের শরীর থেকে খুলে হলেও শাল বা চাদর পরিয়ে বাঙালি বোনকে ঢেকে দিয়ে আসবে। খুব খেয়াল করে কারো চোখে উপভোগ করার কোন দৃষ্টি চোখে পড়ল না। আক্ষেপ, অস্বস্তি আর আফসোস সবার আচরনে। কিছু কটু বাক্য কানে এল, কিন্তু সবই মেয়েটার পোশাক আরও শালীন করার অভিপ্রায়ে।
দেশের একটা ছোট্ট অংশ এইসব অপকর্মে অংশ নিলেও বেশির ভাগ বাঙ্গালির মন মানসিকতা এর বিরুদ্ধে বলেই মনে হয়। সব মাছে ...... খায়, বদনাম হয় টাকি মাছের !!
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওই দিকে আগে আগাইতে হবে শিক্ষা প্রযুক্তি পরে!
ওই দিকে আগে আগাইতে হবে শিক্ষা প্রযুক্তি পরে
আমেরিকাতে এরকম ঘটনা বাংলাদেশের চেয়ে ১০ গুন বা তারও অধিক হয় । ঐ সব দেশের মানুষেরা বিশেষ করে মেয়েরা আমাদের দেশের নারী ও নারীপ্রেমীদের মত এত হাউকাউ করে না ।
তারা বোঝে যে এসব সম্পর্ক গিভ এন্ড টেকের । এখানে একজনের কাছ থেকে সুবিধা পেতে গেলে তাকেও সুবিধা দিতে হবে।
বিখ্যাত এক ইন্দো-কানাডিয়ান নায়িকার মতে :
Rape is not a crime , it's a surprise sex
এত দিন বাংলাদেশী পুরুষদের শুধু শুধু কতই না দোষারোপ আমরা করেছি এই মিউচ্যুয়াল আনন্দ/বিনোদনের ব্যাপারে?
মন্তব্য করতে লগইন করুন