নারী নির্যাতনঃ বাঙালি অতটা খারাপ নয় !!

লিখেছেন লিখেছেন আতিক খান ১০ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৫:৩৮ রাত

প্রায় প্রতিদিন পত্রিকায় নারীদের উপর নানা ধরনের নির্যাতনের খবর পড়ি। খুন, হত্যা করে আত্মহত্যা বলে চালানো, এসিড সন্ত্রাস, যৌতুকের জন্য অত্যাচার, ধর্ষণ , ইভটিজিং কিচ্ছু বাকি নেই। মনে হয়না আমরা হয়ত এইসব ক্ষেত্রেও সবাইকে ছাড়িয়ে গেছি?

রেপ কেইসে শীর্ষ দশটা দেশের নাম পেলাম, ক্রমানুসারে -

আমেরিকা, দঃ আফ্রিকা, সুইডেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, শ্রীলঙ্কা আর ইথিওপিয়া।

আর ২০১৪ সালে তালিকাভুক্ত কেস অনুযায়ী, শীর্ষ ১০ টা দেশ হল -

ইন্ডিয়া, স্পেন, ইজরাইল, আমেরিকা, সুইডেন, বেলজিয়াম, আর্জেন্টিনা, জার্মানি, নিউজিল্যান্ড আর পোল্যান্ড।

বেশ ইন্টারেস্টিং না? বাংলাদেশের নাম খুঁজছিলেন? আমাদের দেশে এইসব নির্যাতন এর হার বাড়ছে। যা ঘটছে সেটাও আশঙ্কাজনক আর বন্ধ হওয়া দরকার। কিন্তু তুলনায় এখনো আমরা অনেক পিছিয়ে।

তথাকথিত সভ্য দেশগুলো, নারী প্রগতি আর উন্নয়নের বুলি কপচানো আধুনিক রাষ্ট্রগুলো এইসব তালিকার শীর্ষে। আইন কানুন এত উন্নত হবার পর ও এই দুর্দশা কেন? এর কিছু কারন হতে পারে,

- পুরুষদের অসৎ চরিত্র

- দেশের আচার - সংস্কৃতি

- নারীকে পন্য হিসাবে উপস্থাপন

- নারীর উন্মুক্ত পোশাক - পরিচ্ছদ। যেমন পুরুষ স্যুট পড়লেও নারীকে পরানো হয় স্কার্ট।

মুসলিম দেশগুলো এই শীর্ষ তালিকায় নেই ..................... ।

একটা ঘটনা বলি -

কুয়ালালামপুর এয়ারপোর্টে মালয়েশিয়ান এয়ারের বোর্ডিং গেটের কাছে বসেছিলাম। সামনে লম্বা লাইন। একে একে সবাই চেক ইন করছে। বেশির ভাগ মালয়েশিয়াতে বিভিন্ন পেশায় কাজ করেন। আমি লাইনে না দাঁড়িয়ে পাশে চেয়ারে বসে আছি। লাইন ছোট হলে ঢুকব।

হটাত দেখি লাইনে সবাই উশখুশ করছে, শখানেক যাত্রী যাদের ৯০% পুরুষ। সবার দৃষ্টি চেক ইন করা এক বাঙালি তরুণীর দিকে। মেয়েটার পোশাক বাঙালি হিসেবে ঠিক শালীনতার পর্যায়ে পড়ে না, অনেকটা খোলামেলা। আবার পশ্চিমা পোশাক হিসেবে উৎরে যেতে পারে। বুঝতে পারছি এই উন্মুক্ত পোশাকে কেউ মেয়েটাকে বাঙালি হিসেবে মেনে নিতে পারছে না। সবার মনে হচ্ছে, প্রয়োজনে নিজের শরীর থেকে খুলে হলেও শাল বা চাদর পরিয়ে বাঙালি বোনকে ঢেকে দিয়ে আসবে। খুব খেয়াল করে কারো চোখে উপভোগ করার কোন দৃষ্টি চোখে পড়ল না। আক্ষেপ, অস্বস্তি আর আফসোস সবার আচরনে। কিছু কটু বাক্য কানে এল, কিন্তু সবই মেয়েটার পোশাক আরও শালীন করার অভিপ্রায়ে।

দেশের একটা ছোট্ট অংশ এইসব অপকর্মে অংশ নিলেও বেশির ভাগ বাঙ্গালির মন মানসিকতা এর বিরুদ্ধে বলেই মনে হয়। সব মাছে ...... খায়, বদনাম হয় টাকি মাছের !!

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293164
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০১
ভিশু লিখেছেন : বাঙালি যে অতোটা খারাপ নয়, ওটাই তো অনেকের অসহ্য, ওরা বাঙালির অনেককেই এটা বুঝাতে এবং নাঁচাতে পেরেছেন যে, এজন্যই নাকি বাঙালি এখনো অনেক পিছিয়ে! Sad Day Dreaming
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
236955
আতিক খান লিখেছেন : মিডিয়া ওদের হাতে, ভুয়া তথ্য দিয়ে দেশ দখল করে ফেলে আর সামান্য নারী নির্যাতন। অবশ্য আমরাও মনে করি আমরা খুব খারাপ, এটাও হীনমন্যতা। অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
293190
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সে জন্যইতো আমরা পিছিয়ে আছি!!!!
ওই দিকে আগে আগাইতে হবে শিক্ষা প্রযুক্তি পরে!
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
236956
আতিক খান লিখেছেন : সাম্প্রতিক তথ্য অবশ্য বলে আমরা শিক্ষার চেয়ে ওদিকে বেশি আগাচ্ছি Tongue Worried অনেক ধন্যবাদ Good Luck Good Luck
293247
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:২৫
ইবনে হাসেম লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সে জন্যইতো আমরা পিছিয়ে আছি!!!!
ওই দিকে আগে আগাইতে হবে শিক্ষা প্রযুক্তি পরে
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
236957
আতিক খান লিখেছেন : Happy Happy Good Luck Good Luck
293248
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৩৫
ইবনে হাসেম লিখেছেন : আস্তে কন্ মিয়াভাই, সেঞ্চুরী মানিক বা ধর্ষন লীগের চোখে পইড়লে কিন্তু আপনার বাংলাদেশকে এ ক্ষেত্রে এক নম্বর সিরিয়ালে নিয়া আইতে উনাগো বেশী সময় লাগবোনা....
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫১
236958
আতিক খান লিখেছেন : এগুলোর বিচার হয়না। সোনার ছেলেরা তো আছেই, আজকাল শিক্ষকরাও অবদান রাখছেন Worried Crying Good Luck
293250
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৪০
ইবনে হাসেম লিখেছেন : সালার আর কিছু কইলাম না, মূখে আইসা আবার ফিরা গেল। যে দেশের পোলাপাইনে আপসে যৌনকর্ম করতে কোন বাঁধা নাই, স্কুল কলেজের ৭/৮ গ্রেডের পোলাপাইনেরা বিনা বাঁধায় সব কাজকারবার করে, সেসব দেশও যদি ধর্ষনে অগ্রসর থাকে তয়, তোমরা আমারে ধইরা মাইরালাও, আমি আর কিছু কইতারছিনা.....। তসলিমা নাসরিনরা কেন যে হেগো দেশে নিরাপত্ত(?) খোঁজ করতে যায়, এখন সে কাহিনী এট্টু এট্টু কইরা ক্লিয়ার হইতাছে। হেরা কইরলে তা গণতন্ত্র, আর আমরা কইরলে হয় লুচ্চামী...
293312
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
হতভাগা লিখেছেন : এসব মিউচ্যুয়ালভাবেই হয়ে থাকে । নারীরা যদি জিতে যায় তাহলে সে উচ্চবাচ্য করে না । আর যদি হেরে যায় তাহলে কাইন্দা জিততে চায় । পুরুষেরা হার বা জিত কোন ক্ষেত্রেই আওয়াজ করে না । (ব্যতিক্রম - মানিক)

আমেরিকাতে এরকম ঘটনা বাংলাদেশের চেয়ে ১০ গুন বা তারও অধিক হয় । ঐ সব দেশের মানুষেরা বিশেষ করে মেয়েরা আমাদের দেশের নারী ও নারীপ্রেমীদের মত এত হাউকাউ করে না ।

তারা বোঝে যে এসব সম্পর্ক গিভ এন্ড টেকের । এখানে একজনের কাছ থেকে সুবিধা পেতে গেলে তাকেও সুবিধা দিতে হবে।

বিখ্যাত এক ইন্দো-কানাডিয়ান নায়িকার মতে :

Rape is not a crime , it's a surprise sex

এত দিন বাংলাদেশী পুরুষদের শুধু শুধু কতই না দোষারোপ আমরা করেছি এই মিউচ্যুয়াল আনন্দ/বিনোদনের ব্যাপারে?



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File