এক টুকরো বাংলাদেশঃ

লিখেছেন লিখেছেন আতিক খান ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩১:১৯ রাত

মতিঝিল হতে উত্তরা যাব। ১ম বারের মত বিআরটিসি এসি বাসে চড়ে বসলাম। কিছুক্ষনের মধ্যেই অমুল্য অভিজ্ঞতা হল। বাস প্রায় খালি ছিল। ফার্মগেটে পৌঁছতেই বাস প্রায় ভরে গেল। শীতের বিকেল, হালকা শীত শীত ভাব। খুব দ্রুতই বাস যাত্রীরা ৩ ভাগে ভাগ হয়ে গেল।

১/ ১ম দলঃ

- ভাই, এসি বন্ধ করেন।

- ঠাণ্ডায় জমে গেলাম, ফাইজলামি করেন!

- উত্তরমেরুতে আইসা পড়ছি। জলদি বন্ধ করেন।

- এত ঠাণ্ডা জানলে কম্বল নইলে জ্যাকেট নিয়ে আসতাম।

২/ ২য় দলঃ

- এসির বাতাস খাইতে এসি বাস চড়ছি, আপনাদের বকবক বন্ধ করেন।

- এসি বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব, খবরদার চালু রাখেন।

- আপনেগো এসি বাসে চড়তে কে বলছে? ভালো না লাগলে নামেন।

- ৫৫ টাকার টিকেট, এসি বন্ধ করলে টাকা ফেরত দিবি কইলাম।

৩/ ৩য় দলঃ বিবিধ শ্রেণী !!

- এই সুপারভাইজার এসি কমা বলতেছি।

- ওই ড্রাইভার, তোর কন্ট্রোলার কাজ করে না ক্যান?

- আপনারা চুপ করেন, বাসে ঝগড়া করতে উঠছেন !!

- ধুর মিয়া, দুনিয়াতে ও শান্তি নাই। বাসেও শান্তি নাই !!

বিভক্তি আর মতবৈষম্যে বাঙালি অদ্বিতীয়। সামান্য বাসের এসি নিয়েই এত মত পার্থক্য। ধৈর্য আর মানিয়ে নেয়ার ক্ষমতা আমাদের চরিত্রে নেই।

দেশের যে কোন ইস্যুতে কেউ যে একমত হয়না, অবাক হবার কিছু নেই !!

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292831
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আমাদের স্বভাব!!! Music Music Music
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৬
236475
আতিক খান লিখেছেন : Cook Music Day Dreaming
292835
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫২
আফরা লিখেছেন : আমরা বাংগালী আজব এক জাতি ।
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১১
236480
আতিক খান লিখেছেন : আসলেই আজব - Bee At Wits' End Time Out
292851
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩০
আওণ রাহ'বার লিখেছেন : হু হা হা হা "Please maintain the current status"
It's concept Winking Winking Time Out Time Out
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৭
236507
আতিক খান লিখেছেন : চলছে চলবে - At Wits' End Time Out Music
292867
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : শোকর করেন এ নিয়ে মারামারি, হাতাহাতি হয়নি
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০২
236576
আতিক খান লিখেছেন : আতঙ্কে ছিলাম কখন সেটাও শুরু হয় Tongue ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া ফ্যাসাদে আমরা পারঙ্গম Worried Happy অনেক ধন্যবাদ Good Luck Good Luck
292904
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:১৯
নোমান২৯ লিখেছেন : এগুলো ঘরে বৌদের ভয়ে কাচুমুচু হয়ে থাকে বাইরে নেতা সাজে|সব নোংরা মানসিকতার পরিচয়| ধন্যবাদ|
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৪
236578
আতিক খান লিখেছেন : কথা একদম ফেলে দেয়া যাচ্ছে না, অনেকের সাথে মিলতে পারে :Thinking অনেক ধন্যবাদ Good Luck Good Luck
292920
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৪৭
শরাফতুল্লাহ লিখেছেন : ধৈর্য আর মানিয়ে নেয়ার ক্ষমতা আমাদের চরিত্রে নেই।
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৫
236580
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck
293013
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : আমার মতে এসি চালুই রাখা উচিত । কারণ বাস যখন অনেক লোকে ঠেঁসে যায় তখন সাফোকেশন শুরু হয়ে যায় । কারণ এসি বাসের জানালা বন্ধ থাকে বিধায় বাতাস এক্সচেন্জ হতে পারে না । এটা আপনি মাসজিদে নামাজ পড়তে গিয়েও দেখতে পাবেন যে , মুরুব্বীদের জন্য ভয়ে হয়ত এসি চালানো হল না , কিন্তু নামাজ ২ রাকাত যেতে না যেতেই সাফোকেশন শুরু হয়ে যায়।

মতিঝিল হতে উত্তরা যেতে কতক্ষণ লেগেছিল ?

সামনে থেকে ট্রেনে যাবেন ।
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
236680
আতিক খান লিখেছেন : মাত্র ৩ ঘণ্টা Worried ট্রেনে ১ বার এসেছিলাম উত্তরা হতে, ১ ঘণ্টার কম লেগেছিল। বিস্তারিত জানা না থাকায় বাস নিয়েছিলাম। ট্রেন কি কতক্ষন পরপর ছাড়ে ? অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
236722
হতভাগা লিখেছেন : ট্রেন ছাড়ার টাইম টেবিল বাংলাদেশে কখনও মেইনটেইন করা হয় কি ?

তবে মতিঝিল টু উত্তরা যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য বিকাল ৫ টা থেকে থাকে যথাক্রমে তুরাগ (৫.২০) , তিতাস কমিউটার ( খুব ফ্ল্যাকটুয়েট করে )বক্ষ্রপূত্র ( ৬ টা) , এগারসিন্দুর (৬.৩০ - এটাই ফিক্সড একমাত্র) , চিত্রা (৭.১৫ এটাও টাইমলি ছাড়ে) ।

তুরাগ মহা লোকাল - তেজগাঁও , বনানী , ক্যাণ্টনম্যাণ্ট ধরে বিমানবন্দর স্টেশনে পৌছাবার আগে ।

বাকী গুলো থামে না বললেই চলে বিমানবন্দর স্টেশনের আগে ।

তুরাগ লোকাল বিধায় ৪৫ মিনিট লাগে বিমানবন্দর স্টেশনে পৌছাতে ।

বাকীগুলো ২৮-৩৪ মিনিটের মধ্যেই কমলাপুর হতে বিমানবন্দর স্টেশনে পৌছে যায় ।

সকালে যদি পৌনে সাতটার আগে বিমানবন্দর স্টেশনে আসতে পারেন তাহলে সিট নিয়ে যেতে পারবেন ।

যারা নিয়মিত যাতায়াত করেন তারা মান্থলী টিকিট কেটে নেয় , ৪৫০/=। প্রতিমাসে রিনিউ করা লাগে মাসের ১-১০ তারিখের মধ্যে । সকালে ৭.৩০-১২টা ,বিকালে ৪-৮টা ।

এটা থাকলে গেটে , বগিতে চেকাররা কাহিনী করে না । তবে সিটের যাত্রী আসলে সিট থেকে উঠে যেতে হয় কথা না বাড়িয়ে । ম্যাক্সিমাম সময়ে দাঁড়িয়ে যেতে হয় , এতে কেউ মাইন্ড করে না মাত্র ৩০ মিনিটের জন্য. টিকিট করতে এমনিতে ৩৫/= লাগে , কমলাপুর টু জয়দেবপুর । তবে ম্যাক্সিমামই টিকিটও কাটে না , মান্থলীও করে না । চেকার চাইলে ১০/= ধরিয়ে দেয় । এই স্বল্প সময়ে চেকার একটা বগির অর্ধেকটাও কাভার করতে পারে না


তবে যেদিন ট্রেনের ক্রাইসিস থাকে সেদিন এমন অবস্থা হয় যে দাঁড়িয়ে শ্বাস নেওয়াই কষ্ট হয়ে যায় ।

তবুও মানুষ ট্রেনকেই প্রেফার করে বাসের চেয়ে এই রুটে । জাস্ট টাইমে বের হলে সমস্যা এড়ানো যায় ।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File