দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলল ঋণখেলাপিরা
লিখেছেন লিখেছেন আতিক খান ২০ নভেম্বর, ২০১৪, ০৭:১৫:৪৯ সন্ধ্যা
এক আত্মীয়ের বিল্ডিং এ গিয়েছিলাম। বের হবার সময় নিচে কিঞ্চিত জটলা দেখে দাঁড়ালাম। একজন বিদেশি মহিলা সম্পর্কে দুজন ভদ্রলোক খোঁজ খবর নিচ্ছেন। বিদেশি মহিলা একজন গার্মেন্টস ব্যবসায়ী, বেশ কয়েক বছর ধরে দেশে আছেন। ভদ্রলোক দুজন জানালেন ব্যাংক হতে এসেছেন মহিলার খেলাপি ঋণ সম্পর্কে কথা বলতে।
কথাবার্তা আরেকটু এগোতেই জানলাম, উনারা আসলে সাদা পোশাকের পুলিশ। মহিলার জন্য গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে এসেছেন। ব্যাংক কিস্তি না পেয়ে মামলা করেছে এবং ওয়ারেন্ট জারী হয়েছে। সমস্যা হল বিদেশি মহিলা দিন দশেক আগে বাসা বদলে অন্য বাসায় চলে গেছেন। নতুন ঠিকানা কারো জানা নেই।
খুশি হলাম। বাহ, এভাবে টাকা উদ্ধারে নামলে তো ১৯ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আর খেলাপি থাকবে না। বললাম,
- ভাইয়া, উনি কিস্তি ঠিক মত দিতেন না?
- জী, প্রথম দিকে দিতেন। পরে আর্থিক সমস্যায় পড়ে বছর খানেক ধরে দিতে পারছেন না।
- কত টাকা খেলাপি?
- ১ কোটির নিচে।
- ভাই, ১ কোটির নিচে তাই ওয়ারেন্ট জারী হয়েছে। যদি ১০০ কোটি হত, কিছুই হত না। ৫-১০ কোটি টাকা জায়গা মত দিয়ে দিলেই বাকি ৯০ কোটি মেরে খেতে পারতেন। এত উদ্যোগী হলে আমাদের হাজার হাজার কোটি টাকাও আটকে থাকে না। যাদের বেশি টাকা খেলাপি, ব্যাংক ভয়ে ওদের নামে মামলাও করে না। আবার অনেক সময় ব্যাংকের লোকজন ও জড়িত থাকে। ঠিক বলেছি?
উনারা প্রথমে চুপ করে রইলেন। তারপর আস্তে করে বললেন,
- খুব ঠিক বলেছেন ভাই। কিন্তু আমরা হুকুমের চাকর। আদেশ পালন করি মাত্র।
দুজনেই মাথা নিচু করে স্থান ত্যাগ করলেন।
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ঋণ খেলাপিরা আছে বলেই তো এসব ট্যাক্সের লোকেরা কিছু না কিছু ভাগা পাবার সুযোগ পায়
এসব করে ব্যাংকের লোকেরা , কারণ বেনামে তাদের একাউন্টে টাকা যায় ঋণ খেলাপিদের কাছ থেকে ।
ব্যাংক কর্মকর্তা-ব্যবসায়ী-রাজনৈতিক নেতা আর আইনের লোক মিলে মিশে দেশের সম্পদ লুট করে খাওয়ার মহৌৎসব চলছে বাংলাদেশে!
আমাদের মত নাদানরাই শুধু বন্চিত!!
মন্তব্য করতে লগইন করুন