দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলল ঋণখেলাপিরা

লিখেছেন লিখেছেন আতিক খান ২০ নভেম্বর, ২০১৪, ০৭:১৫:৪৯ সন্ধ্যা

এক আত্মীয়ের বিল্ডিং এ গিয়েছিলাম। বের হবার সময় নিচে কিঞ্চিত জটলা দেখে দাঁড়ালাম। একজন বিদেশি মহিলা সম্পর্কে দুজন ভদ্রলোক খোঁজ খবর নিচ্ছেন। বিদেশি মহিলা একজন গার্মেন্টস ব্যবসায়ী, বেশ কয়েক বছর ধরে দেশে আছেন। ভদ্রলোক দুজন জানালেন ব্যাংক হতে এসেছেন মহিলার খেলাপি ঋণ সম্পর্কে কথা বলতে।

কথাবার্তা আরেকটু এগোতেই জানলাম, উনারা আসলে সাদা পোশাকের পুলিশ। মহিলার জন্য গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে এসেছেন। ব্যাংক কিস্তি না পেয়ে মামলা করেছে এবং ওয়ারেন্ট জারী হয়েছে। সমস্যা হল বিদেশি মহিলা দিন দশেক আগে বাসা বদলে অন্য বাসায় চলে গেছেন। নতুন ঠিকানা কারো জানা নেই।

খুশি হলাম। বাহ, এভাবে টাকা উদ্ধারে নামলে তো ১৯ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আর খেলাপি থাকবে না। বললাম,

- ভাইয়া, উনি কিস্তি ঠিক মত দিতেন না?

- জী, প্রথম দিকে দিতেন। পরে আর্থিক সমস্যায় পড়ে বছর খানেক ধরে দিতে পারছেন না।

- কত টাকা খেলাপি?

- ১ কোটির নিচে।

- ভাই, ১ কোটির নিচে তাই ওয়ারেন্ট জারী হয়েছে। যদি ১০০ কোটি হত, কিছুই হত না। ৫-১০ কোটি টাকা জায়গা মত দিয়ে দিলেই বাকি ৯০ কোটি মেরে খেতে পারতেন। এত উদ্যোগী হলে আমাদের হাজার হাজার কোটি টাকাও আটকে থাকে না। যাদের বেশি টাকা খেলাপি, ব্যাংক ভয়ে ওদের নামে মামলাও করে না। আবার অনেক সময় ব্যাংকের লোকজন ও জড়িত থাকে। ঠিক বলেছি?

উনারা প্রথমে চুপ করে রইলেন। তারপর আস্তে করে বললেন,

- খুব ঠিক বলেছেন ভাই। কিন্তু আমরা হুকুমের চাকর। আদেশ পালন করি মাত্র।

দুজনেই মাথা নিচু করে স্থান ত্যাগ করলেন।

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286260
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আফরা লিখেছেন : তাইলে তো বেশী টাকা নেয়াই ভাল । জেনে রাখলাম দেশে যেয়ে ১০০ কোটি টাকা ঋণ নিয়ে চলে আসব আর দেশে ও যাব না আমাকে আর ধরতে ও পারব না ভাল হবে না ভাইয়া ।
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
229718
আতিক খান লিখেছেন : বেশি টাকার ঋণ খেলাপি কাউকে ধরতে দেখেছ? বেসিক ব্যাংকে কয়েক হাজার কোটি মেরে দিল। তুমি দেখ চ্যানেল বের করতে পার কিনা। ইয়ে, বুদ্ধি দেয়ার জন্য আমার কিন্তু ১০% Tongue Good Luck Good Luck
২০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
229729
আফরা লিখেছেন : ওকে ভাইয়া আগে পেয়ে নেই ।১০% না আপনাকে ১২% দেয়া হবে ভাইয়া। নদীর পানি নদীতেই ঢালব আমার তো লস নাই ভাইয়া ।
২০ নভেম্বর ২০১৪ রাত ১১:০১
229758
আতিক খান লিখেছেন : তা ঠিক, ১০% অনেক কম চাইলাম। সব তো ফ্রি। ৫০% হলে ভাল হয় Tongue Happy
২০ নভেম্বর ২০১৪ রাত ১১:০৬
229761
আফরা লিখেছেন : ঠিক আছে ভাইয়া ৫০% আমি রাজী তবে কন্ট্রাট করব কিন্তু আপনার বাড়ি দিয়ে ।
২১ নভেম্বর ২০১৪ রাত ১২:১৩
229774
আতিক খান লিখেছেন : যতটা বোকা ভেবেছি, অতটা নও। মনে হচ্ছে বুদ্ধি দেয়ার জন্য আর কাউকে খুঁজতে হবে Worried Worried Crying Crying
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
229968
আফরা লিখেছেন : আপনবোঝ পাগলেও বোঝে ভাইয়া ।
286263
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হুকুম এর চাকর যেমন, পয়সার ভাগিদার ও তেমন!!!
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
229714
আতিক খান লিখেছেন : নিচের লেভেলে বেশি পায়না। উপরেই বেশির ভাগ বাটোয়ারা হয়ে যায়। তবে টাকা খাক না খাক, সত্য অস্বীকার করা খুব কঠিন। অন্তত সেই সৎসাহস দেখিয়েছে। :Thinking Happy অনেক ধন্যবাদ Good Luck Good Luck
286292
২০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২১
হতভাগা লিখেছেন : ঋনখেলাপি না হলে ডাকসাইটে ব্যবসায়ী হওয়া যায় না

আর ঋণ খেলাপিরা আছে বলেই তো এসব ট্যাক্সের লোকেরা কিছু না কিছু ভাগা পাবার সুযোগ পায়

এসব করে ব্যাংকের লোকেরা , কারণ বেনামে তাদের একাউন্টে টাকা যায় ঋণ খেলাপিদের কাছ থেকে ।
২০ নভেম্বর ২০১৪ রাত ১১:০৩
229760
আতিক খান লিখেছেন : সবাই মিলে জনগনের টাকা লুটেপুটে খায়। আর রাবিশের মনে হয় ৪ হাজার কোটি টাকা কোন টাকা না Worried Worried Crying Crying ধন্যবাদ, একমত Good Luck Good Luck
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০১
229824
হতভাগা লিখেছেন : এদের কাছে তো ঘুষও অবৈধ না
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
229925
আতিক খান লিখেছেন : নিয়মকানুন, আইন, নৈতিকতা সব এখন শুন্যের কোঠায় Surprised Worried
286392
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:০৯
কাহাফ লিখেছেন :

ব্যাংক কর্মকর্তা-ব্যবসায়ী-রাজনৈতিক নেতা আর আইনের লোক মিলে মিশে দেশের সম্পদ লুট করে খাওয়ার মহৌৎসব চলছে বাংলাদেশে!
আমাদের মত নাদানরাই শুধু বন্চিত!!
২১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০০
229926
আতিক খান লিখেছেন : ব্যাংক কর্মকর্তা-ব্যবসায়ী-রাজনৈতিক নেতা আর আইনের লোক মিলে মিশে দেশের সম্পদ লুট করে খাওয়ার মহৌৎসব চলছে বাংলাদেশে! Applause Applause Crying Crying কেউ মুক্তিযোদ্ধা সেজে খাচ্ছে কেউ ছাত্রলীগ সেজে Worried Worried
286474
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১২
বৃত্তের বাইরে লিখেছেন : নতুন কি! এভাবেই সুইচ ব্যাংকে পাচার হয়। ট্যাক্স দিয়ে ক্ষতিপূরণ দিতে হয় গরীবদের।
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:০৭
230163
আতিক খান লিখেছেন : গরিবের ট্যাক্স ও যদি ঠিকভাবে কাজে লাগত। সেগুলো ও লুটপাট হয়। কোন প্রকল্পের ৩০ ভাগের বেশি মনে হয়না কাজে লাগে Worried Crying অনেক ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File