ডিজিটাল প্রেমঃ ঘর ছেড়ে পালাচ্ছে ১২-১৩ বছরের লাইলি মজনুরা

লিখেছেন লিখেছেন আতিক খান ১৯ নভেম্বর, ২০১৪, ০১:২৪:২৬ দুপুর

একটা সময় ছিল যখন প্রেম করাই কঠিন ছিল। মেয়েদের কাছে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। মোবাইল আর ইন্টারনেট ছিল না। অনেক কষ্টে কাউকে টাকা পয়সা ঘুষ দিয়ে একটা চিরকুট কোনভাবে পাঠানো হত। তাও সেটা গিয়ে পড়ত মেয়ের বাবা, মা বা ভাইয়ের হাতে। তারপর উত্তম মধ্যম খেয়ে প্রেম ছুটে যেত। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ব্যতিক্রম ২/৪ জন পরিবার রাজি নাহলে ঘর ছেড়ে পালাত। তাদের মাথায় অন্তত অতটুকু বুদ্ধি ছিল, যে পালালে চাকুরি বা উপার্জনের একটা পথ থাকতে হবে। আর টাকা ফুরিয়ে গেলে প্রেম জানালা দিয়ে পালাতে ২৪ ঘণ্টা ও সময় লাগে না। পরস্পরকে পরিস্থিতির জন্য শুরু হয় দোষারোপ। পিঠ ঠেকে যায় দেয়ালে। স্বাস্থ্য হারিয়ে, চেহারা মলিন হয়ে আবেগ তখন ২ মুঠো ভাতের অবয়ব নেয়।

কি জমানা আসল!! ক্লাস সিক্সের বাচ্চার মোবাইলে থাকে পর্ণক্লিপ, শিক্ষকদের হাত থেকে ক্লাস থ্রি এর ছাত্রীও অনিরাপদ, ক্লাস টেন এর ছাত্রের সাথে স্কুলের শিক্ষিকার প্রণয়, সম্পর্কের কোন মান সন্মান নেই, যে সে জড়িয়ে যাচ্ছে যার তার সাথে। বিয়ে করবে বললেই ছোট ছোট মেয়েরা যে কারো হাত ধরে পালিয়ে যাচ্ছে। ক্লাস এইটের বালক, ভ্যান গাড়ি চালক, সিএনজি ড্রাইভার, বিবাহিত পুরুষ কি ৩ বাচ্চার বাপ কিছুই দেখা হচ্ছে না।

বাসায় বাচ্চা আছে? হুম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সব কিছু যাতে শেয়ার করে সেই ব্যাপারে নজর রাখতে হবে। উপায় নেই। এই যুগের বাচ্চারা টিভি, ইন্টারনেট আর মোবাইল যুগের বাচ্চা।

এবার আসল কথায় আসি। পালানোর কি আর বয়স থাকে? ১২-১৩ বছরের যুগলের পালানোর খবর পড়লাম।

সপ্তম শ্রেণির ছাত্রী লতিফা বেগম ও অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দিন গভীর রাতে পেকুয়া থেকে সিএনজিযোগে বাঁশখালীর চাম্বল এলাকায় আসলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তারা পালিয়ে আসছে এই খবর নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের থানায় নিয়ে যায়। রাতে এই প্রেমিক যুগলের পরিবারের লোকজন থানায় আসে। উভয় পরিবারের পক্ষ থেকে তাদের ছাড়িয়ে নিতে তারা তদবির চালাচ্ছে বলে জানা গেছে। তবে পুলিশ বলেছে, তারা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন।

একটি ভুল, সারা জীবনের কান্না !!

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285839
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
মামুন লিখেছেন : একটি ভুল, সারা জীবনের কান্না !! - সহমত আতিক।

সবাইকে এই কথাটি মনে রেখে জীবনের পথে পা ফেলতে হবে। এ ব্যাপারে পরিবার থেকে অভিভাবক, সমাজ থেকে সমাজপতিরা এবং রাষ্ট্রের সকল পদাধারী ব্যক্তিগণ এই মনোবৃত্তিকে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে।

সুন্দর লিখাটিতে ভালোলাগা রেখে সাথেই রইলাম।

জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
229230
আতিক খান লিখেছেন : সবাইকে এই কথাটি মনে রেখে জীবনের পথে পা ফেলতে হবে। এ ব্যাপারে পরিবার থেকে অভিভাবক, সমাজ থেকে সমাজপতিরা এবং রাষ্ট্রের সকল পদাধারী ব্যক্তিগণ এই মনোবৃত্তিকে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে। - Applause Applause অনেক ধন্যবাদ মামুন Good Luck Good Luck
285846
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
লজিকাল ভাইছা লিখেছেন : ধোলাই দেওয়া দরকার, বাংলা ধোলাই।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
229231
আতিক খান লিখেছেন : বাংলা ধোলাই কিভাবে দিতে হয় ভাই? প্রস্তুতি নিতাম Happy Happy অনেক ধন্যবাদ Good Luck Good Luck
285849
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
সুশীল লিখেছেন : লজিকাল ভাইছা লিখেছেন : ধোলাই দেওয়া দরকার, বাংলা ধোলাই।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
229234
আতিক খান লিখেছেন : ভাল লাগলো হতে কপি পেস্ট ভাল :Thinking :Thinking ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
285853
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
ছালসাবিল লিখেছেন : Applause Applause Applause Applause বাহ কি দারুন Applause Applause Applause Applause সংবাদ। Day Dreaming Day Dreaming Day Dreaming
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
229237
আতিক খান লিখেছেন : কাছাকাছি বয়সের ছেলে মেয়ে থাকলে আর দারুন লাগবে না Worried Crying Surprised ধন্যবাদ Good Luck Good Luck
285859
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
বড়মামা লিখেছেন : প্রেম অপ্রবিত্র ,প্রেম হলো নোঙ্গরামী,প্রেমের শাস্তির আইন করা জরুরী, জীবনের উন্নতির শত্রু,প্রেম সমাজে অপছন্দ শব্দ ।প্রেমের মাজে যেকোন একজন বড় শার্থপর থাকে।প্রেম ফালতু আবেগ,পরকিয়া প্রেমীদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়।বিয়ে ছাড়া কারো কছে প্রেম যদি পবিত্র হয় তাহলে নিজের মাকে এই পবিত্র শব্দটি বল মা তোমার সাথে আমার প্রেম।দেখবেন কি রকম পবিত্র। আপনাকে অনেক ধন্যবাদ ।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
229238
আতিক খান লিখেছেন : বড়মামার আজ্ঞা শিরোধার্য Happy Tongue অনেক ধন্যবাদ Good Luck Good Luck
285860
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
মোস্তফা সোহলে লিখেছেন : কি যে দুনিয়া আইল!
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
229239
আতিক খান লিখেছেন : দুনিয়া আগের জায়গায় আছে। আমরা যে কোনদিকে যাইতেছি :Thinking Crying ধন্যবাদ Good Luck Good Luck
285868
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোড়া কাইট্টা আগায় পানি ঢাললে আর কি হবে ???
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
229308
আতিক খান লিখেছেন : আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়। Good Luck Good Luck
285876
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
আফরা লিখেছেন : ভাইয়া বুঝেন না কেন দুনিয়ার বয়স ১২-১৩ হলে কি হবে রুহু তো বানানো হয়েছে অনেক আগে । তাই এগুলোকে বলতে হবে পাকনা রুহু ছেলে মেয়ে ।ভাইয়া এটুকু ফান ।

এবার সিরিয়াস কমেন্ট :একটি ভুল, সারা জীবনের কান্না । অতি সত্য কথা ।

তবে ভুল তো ভাইয়া বাচ্চারাই করবে তাই না। আমি মনে করি তাদের এই ভুলের জন্য তারা মোটে ও দায়ী নয় দায়ী তাদের বাবা, মা যারা তাদের সঠিক শিক্ষা দিচ্ছে না ।



১৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৭
229323
আতিক খান লিখেছেন : বাবা-মা বেশি দায়ী। কিন্তু ছেলে মেয়েদের ও বাবা মায়ের কথা শুনতে হবে। বাচ্চারা ভুল করতেই থাকবে, এটা ধরে নেয়াও ঠিক হবে না। সমস্যা হল প্রেম জাত, কূল, বয়স, ধর্ম কিছুই মানে না Worried Worried ধন্যবাদ আফরা Good Luck Good Luck
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫২
229822
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আতিক ভাইয়া, "প্রেম" জিনিষটা কী? একটু বুঝিয়ে বলেনতো দেখি Love Struck Love Struck Love Struck
285908
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
নিরবে লিখেছেন : কিভাবে সমাধান করা যায় তা চিন্তা করা দরকার। সমস্যা তো খুজে পেলেন,সমাধানের পথ বাতলে দিলে ভালো হয়।
সময়োপযোগী লেখা। ভালো লাগলো
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
229306
আতিক খান লিখেছেন : অল্প বয়সে স্মার্ট ফোন, ল্যাপটপ তুলে না দেয়া, ওদের সাথে বন্ধু হওয়া, নজরদারি, সৎসঙ্গ নিশ্চিত করা, ধর্মীয় আর সামাজিক মূল্যবোধ এর ভিত্তি তৈরি করা - ব্যক্তিগত অভিমত। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
229318
নিরবে লিখেছেন : জি একমত ।
১০
286405
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হায় আল্লাহ্ - কোন দিকে যাচ্ছে সমাজ! খুবি চিন্তিত আমি। এসব আকাম কুকামে, মা/বাবা/অভিবাবকদের দোষই বেশি বলে মনে করি আমি।

আতিক খান লিখেছেন : অল্প বয়সে স্মার্ট ফোন, ল্যাপটপ তুলে না দেয়া, ওদের সাথে বন্ধু হওয়া, নজরদারি, সৎসঙ্গ নিশ্চিত করা, ধর্মীয় আর সামাজিক মূল্যবোধ এর ভিত্তি তৈরি করা - ব্যক্তিগত অভিমত। অনেক ধন্যবাদ। সুন্দর বলেছেন ভাইয়া।
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
229924
আতিক খান লিখেছেন : অভিভাবকদের দায়তো অবশ্যই বেশি। এরপর ও কপাল খারাপ হলেও অনেক কিছু ঘটে যায়। তাই উপরের কাজ এর সাথে দোয়া করাও জরুরী। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File