রেল মন্ত্রীর বিয়েঃ পরশ্রীকাতর আর সমালোচনামুখর বাঙ্গালির জন্য গুপ্তধন পাওয়া!!
লিখেছেন লিখেছেন আতিক খান ৩০ অক্টোবর, ২০১৪, ০৮:২৭:১০ রাত
রেলমন্ত্রীর রেলগাড়ি চলছে ২ দিন ধরে সবখানে, অর্থাৎ উনাকে নিয়ে চর্চা, ঠাট্টা - মশকারি।
শুরুতে একটা গল্প বলি। এক বিপত্নীক ভদ্রলোক একাকিত্ম ঘুচাতে বিয়ে করতে চাইলেন ৬৫ বছর বয়সে। উনার ৩ ছেলে, সবাই বিবাহিত। ওদের মান সন্মানে আঘাত লাগায় সবাই এই বিয়ের বিরোধিতা করল। এমন নয় যে তারা বাবাকে দেখত না। কিন্তু টাকা-পয়সা সুযোগ সুবিধা দেয়াই কি সবকিছু? উনি ছেলেদের আপত্তির মুখে চল্লিশ ঊর্ধ্ব একজনকে বিয়ে করলেন।
ভদ্রলোক আরও ১৫ বছর বেঁচে ছিলেন। ছেলেরা সবাই ব্যস্ত ছিল যার যার জীবন যাপন নিয়ে। ভদ্রলোকের স্ত্রীই শেষ পর্যন্ত পাশে রইলেন, দেখাশুনা করলেন, সঙ্গ দিলেন। ছেলে বা ছেলের বউদের পক্ষে সব কাজে সহায়তা করা সম্ভব হত না। মানুষ সামাজিক জীব, একা জীবন যাপন করা খুব কঠিন একটা কাজ। আর জীবনের সবকিছু কি সবসময় হিসাব মোতাবেক চলে?
ধর্মীয় কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে উনি ভুল কিছু করেননি। উনার এই বিয়ে কি,
- স্ত্রী - সন্তান ফেলে মেয়ের বয়সী কাউকে বিয়ে করা থেকেও খারাপ?
- একজন বিবাহিত পুরুষ / মহিলার সাথে সম্পর্ক তৈরি করা থেকেও খারাপ?
- বৈবাহিক বন্ধন ছাড়া কারো সাথে বসবাস থেকেও খারাপ?
- রক্ষিতা রাখা কিংবা পতিতালয়ে গমন থেকেও খারাপ?
অথচ উপরের ঘটনাগুলো অহরহ আমাদের সমাজে ঘটে চলেছে প্রতিনিয়ত। তখন তো কাউকে উচ্চবাচ্য করতে দেখা যায় না। আচ্ছা, আমি বা আমরা কি উনার বাকি জীবনের দায়িত্ব নিব কিংবা দেখাশুনা করব?
বুঝলাম, আমরা ভাগ্যবান। জীবনের সবকিছু প্ল্যান অনুযায়ী পেয়েছি। কিন্তু একটা ছোট্ট সমস্যায় ও হয়ত আমাদের জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতে পারত। ২৯ বছরের কনেকে অনেকে লোভী আর উচ্চাকাঙ্ক্ষী বলছেন। হতে পারে। কিন্তু জীবনে আরাম, আয়েশ আর নিরাপত্তা আমরা কে চাই না? ইউরোপ আর আমেরিকায় অজস্র বাঙালি আছেন যারা পারমিট কিংবা পাসপোর্ট এর জন্য বয়স্ক মহিলাদের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেন। তখন তাদের নৈতিকতা আর সামাজিক অবস্থান কোথায় যায়? সেগুলোর পিছনে বরং একটা স্বার্থ কাজ করে।
বয়সের ব্যবধান চোখে লাগে, এটা সম্পূর্ণ আদর্শ জুটি ও না। কিন্তু সবকিছু আদর্শ হবার পর ও কত সংসার ভেঙ্গে যাচ্ছে তার খবর রাখেন? নতুন জীবনের শুরুতে উনাদের অভিনন্দন প্রাপ্য ছিল। পরশ্রীকাতর বাঙ্গালির সপ্তাহভর সমালোচনা আর ব্যঙ্গ না।
আমরা কি সবাই পারফেক্ট? আমাদের জীবনে ও এমন ধরনের সমস্যা আছে, যেগুলো নিয়ে আমরা পাবলিক আলোচনা করতে চাই না। অন্যের ব্যক্তিগত দুর্বলতা নিয়ে ঠাট্টা তামাশা করা কি খুব বীরত্বের কিছু? কিংবা কঠিন কিছু? আমরা কিন্তু চাইলেই এই ঈর্ষা আর নিচুমনের পরিচয় দেয়া হতে দূরে থাকতে পারি। কি বলেন, পারি না?
বিষয়: বিবিধ
২৮৫০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবং এইসব বিয়েগুলো যে পরবর্তীতে অনেক অনৈতিকতার জন্ম দেয় তার অভিজ্ঞতা আমাদের সমাজে ভুড়িভুড়ি ।
তাই বয়সের ব্যবধান শুধু চোখে লাগে না এটা দৃষ্টিকটু ও সামাজিক নৈতিকটা কেও কটাক্ষ করে । উনি ৬৭ বছর বয়সে অনায়াসে ৪০ /৫০ বছরের একটি মেয়েকে (কুমারি অথবা বিধবা অথবা ডিভোর্সি) বিয়ে করতে পারতেন ।
আর সবচেয়ে নিদারুন পরিহাস হচ্ছে মিডিয়ার কভারেজ ; যা উনি চাইলে এড়িয়ে যেতে পারতেন । কেননা এই বিয়ে কোন সামাজিক উদাহরন হতে পারে না । তাই ধর্মীয় কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে এইধরনের বিয়েকে উৎসাহ দেয়া যায় না ।
এবং এইসব বিয়েগুলো যে পরবর্তীতে অনেক অনৈতিকতার জন্ম দেয় তার অভিজ্ঞতা আমাদের সমাজে ভুড়িভুড়ি ।
তাই বয়সের ব্যবধান শুধু চোখে লাগে না এটা দৃষ্টিকটু ও সামাজিক নৈতিকটাকেও কটাক্ষ করে । উনি ৬৭ বছর বয়সে অনায়াসে ৪০ /৫০ বছরের একটি মেয়েকে (কুমারি অথবা বিধবা অথবা ডিভোর্সি) বিয়ে করতে পারতেন ।
আর সবচেয়ে নিদারুন পরিহাস হচ্ছে মিডিয়ার কভারেজ; যা উনি চাইলে এড়িয়ে যেতে পারতেন। কেননা এই বিয়ে কোন সামাজিক উদাহরন হতে পারে না। তাই ধর্মীয় কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে এইধরনের বিয়েকে উৎসাহ দেয়া যায় না।"
ধর্মীয় দৃষ্টিকোন থেকে উৎসাহ দেয়া যায়না, এটা মানা বা বিশ্বাস করা কি ঠিক, যেখানে আমাদের নবীজী (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর বয়সের তফাৎ এরকমই ছিল।
হ্যাঁ সামাজিক দৃষ্টিকোনে মন্ত্রী মহোদয় বিয়েতে ঢাকঢোল পিটিয়ে, মিডিয়া কাভারেজ নিয়ে এবং দুহাতে টাকা উড়িয়ে বেশ খারাপ দৃষ্টান্ত রাখলেন, এটা বলা যায়। এ বয়সের বিয়ে সাধারণ ভাবে হুজুরের সাথে কয়েকজনের উপস্থিতিে কালিমা পাঠের মাধ্যমে দু এক ঘন্টায় সমাপন করাই হতো উত্তম।
রেলমন্ত্রিকে অভিনন্দন দেরিতে হলেও চিরকুমার থেকে রক্ষা পেলো।
*বাঁচার মত বাঁচতে চাই
যথাসময়ে বউ চাই।
হামম উয়া উয়া।
জানতে পারলাম যে, বাংলাদেশের চিরকুমার সংঘের সভাপতি হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাক-ঢোল পিটিয়ে বিয়ের অনুষ্ঠানও সেরে ফেলেছেন। কাজেই তাঁর সম্মানীত চেয়ার এখন খালি। খুব জরুরী ভিত্তিতে এ শূন্য আসন পূরণ করা হবে। আগ্রহীরা যোগায়োগ করুন।
মন্তব্য করতে লগইন করুন