বাঙ্গালীর সততা কি আজ জাদুঘরে?
লিখেছেন লিখেছেন আতিক খান ২৬ অক্টোবর, ২০১৪, ১০:৫৯:২১ রাত
জনৈক দরিদ্র ব্যক্তি মক্কায় বসবাস করত। তার ঘরে সতী-সাধ্বী স্ত্রী ছিল। একদিন স্ত্রী তাকে বলল, আজ আমাদের ঘরে কোন খাবার নেই। আমরা এখন কি করব? একথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও সে কোন কাজ পেল না। একসময় ক্লান্ত-শ্রান্ত হয়ে সে মসজিদে গমন করল। সেখানে সে দু’রাক‘আত নামাজ আদায় করে স্বীয় কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহর নিকটে দো‘আ করল।
দো‘আ শেষে মসজিদ চত্তরে এসে একটি ব্যাগ পড়ে থাকতে দেখল এবং সেটা খুলে এক হাজার দিরহাম পেয়ে গেল। ফলে তা নিয়ে লোকটি আনন্দচিত্তে গৃহে প্রবেশ করল। কিন্তু স্ত্রী উক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল, অবশ্যই আপনাকে এ সম্পদ তার মালিককে ফেরৎ দিয়ে আসতে হবে।
ফলে সে পুনরায় মসজিদে ফিরে গিয়ে দেখতে পেল যে, এক ব্যক্তি বলছে ‘কে একটি থলি পেয়েছে যেখানে এক হাজার দিরহাম ছিল?’ একথা শুনে সে এগিয়ে গিয়ে বলল, আমি পেয়েছি। এই নিন আপনার থলিটি। আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম। একথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে ব্যগটি আপনিই নিন। আর সাথে আরো নয় হাজার দিরহাম নিন।
একথা শুনে দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন লোকটি বলল, সিরিয়ার জনৈক ব্যক্তি আমাকে দশ হাজার দিরহাম দিয়ে বলেছিল যে, এর মধ্য থেকে এক হাজার দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নেওয়ার পর আহবান করতে থাকবেন। তখন যে আপনার আহবানে সাড়া দিবে, আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন। কেননা সেই হ’ল প্রকৃত সৎ ব্যক্তি।
- এরকম সৎ বাঙালির সংখ্যাই কিন্তু অনেক বেশি। দেশে বিদেশে বাঙ্গালিদের কুড়িয়ে পাওয়া অর্থ - সম্পদ মূল মালিককে ফেরত দেয়ার অনেক ঘটনা আমাদের গোচরে আসে। পত্রিকায় কিছু সংখ্যালঘু দুর্নীতিবাজের খবর দেখে আমাদের ভিন্ন কিছু মনে হয়। আর এদের অনেকে ক্ষমতাশালী বলে সমাজে এর প্রভাব পড়ে। আল্লাহ আমাদের সবাইকে সৎ হবার তৌফিক দান করুন।
‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিযিক দান করেন, যা সে কল্পনাও করেনি’ (তালাক ৬৫/৩) (কৃতজ্ঞতা - আর রাহিকুল মাখতুম)
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার লিখেছেন।
সৎ থাকা কঠিন নয়। সমস্যা হচ্ছে আমরা আশেপাশের চাকচিক্য দেখে এত বেশি লোভে আক্রান্ত হই যে সেই লোভ কে প্রয়োজন মনে করে অসৎ হওয়াকে বাধ্য হওয়া মনে করে নিজেকে সান্তনা দিতে চাই।
মহান রাব্বুল আলামীন সকলকেই সৎ হওয়ার যোগ্যতা এনায়েত করুণ। জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন সকলকেই সৎ হওয়ার যোগ্যতা এনায়েত করুণ - জাযাকাল্লাহ খাইর শরীরটা ভাল? হারিকেনের বেশি ভদ্র কমেন্ট কেমন যেন কিছু একটার পূর্বাভাস
মন্তব্য করতে লগইন করুন